ICC World Cup 2023: হারের হ্যাটট্রিক আটকাতে মরিয়া কিউয়িরা, সামনে প্রোটিয়ারা; এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 01, 2023 | 9:00 AM

New Zealand vs South Africa, ICC World Cup 2023: চলতি ওডিআই বিশ্বকাপের ম্যাচে পুনেতে মুখোমুখি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। জোড়া ম্যাচ হেরেও আপাতত পয়েন্ট টেবলের তিনে কিউয়িরা। আর দুইয়ে প্রোটিয়ারা। বাভুমার দল জয়ের হ্যাটট্রিক করেছে। আর হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে কিউয়িরা।

ICC World Cup 2023: হারের হ্যাটট্রিক আটকাতে মরিয়া কিউয়িরা, সামনে প্রোটিয়ারা; এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি...
ICC World Cup 2023: হারের হ্যাটট্রিক আটকাতে মরিয়া কিউয়িরা, সামনে প্রোটিয়ারা; এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি...
Image Credit source: PTI

Follow Us

পুনে: বুধ-দুপুরে বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচে পুনেতে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা (New Zealand vs South Africa)। জোড়া ম্যাচ হেরেও আপাতত পয়েন্ট টেবলের তিনে কিউয়িরা। আর দুইয়ে প্রোটিয়ারা। বাভুমার দল জয়ের হ্যাটট্রিক করেছে। আর হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে কিউয়িরা। যে কারণে পুনেতে ডি’ককদের হারিয়ে ২ পয়েন্ট তুলে নিয়ে সেমিফাইনালের দৌড়ে এগোতে চান কনওয়েরা। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে কোন ফাঁদে ফেলবে গত বারের রানার্সরা? তা জানা যাবে কয়েক ঘণ্টা পর। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে কিউয়িদের জয় ছয় ম্যাচে। আর প্রোটিয়াদের জয় ২ ম্যাচে। বিশ্বকাপে যে দুরন্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা তাতে কিউয়িদের হারিয়ে দিতে পারেন ডি’কক-মার্কব়্যামরা। তার আগে এক ঝলকে দেখে নিন এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন —

  1. টম ল্যাথাম – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে টম ল্যাথাম ৪ হাজার রান পূর্ণ করার সামনে রয়েছেন। এই রেকর্ড গড়তে তাঁকে আর করতে হবে ৫৬ রান।
  2. ট্রেন্ট বোল্ট – আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করার জন্য সিনিয়র কিউয়ি তারকার চাই আর ৩টি উইকেট।
  3. উইল ইয়ং – ওডিআইতে এক হাজার রানের রেকর্ড স্পর্শ করার জন্য উইল ইয়ং এর আর প্রয়োজন ৯ রান।
  4. ইশ সোধি – আজ প্রোটিয়াদের বিরুদ্ধে কেরিয়ারের ৫০তম ওডিআই ম্যাচ খেলতে চলেছেন কিউয়ি তারকা ইশ সোধি। যদি একাদশে সুযোগ পান তিনি।
  5. মিচেল স্যান্টনার – নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মিচেল স্যান্টনার আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০টি উইকেটের মাইলস্টোন গড়তে চলেছেন। তাঁর জন্য তাঁকে নিতে হবে আর ৪টি উইকেট।
  6. এইডেন মার্কব়্যাম – প্রোটিয়া তারকা ক্রিকেটার এইডেন মার্কব়্যাম ওডিআইতে ছক্কার হাফসেঞ্চুরি থেকে ৩টি ছয় দূরে রয়েছেন।
  7. কুইন্টন ডি’কক – আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০টি ক্যাচ নেওয়ার নজির গড়তে পারেন কুইন্টন ডি’কক। তার জন্য ডি’কককে নিতে হবে আর ৩টি উইকেট।
  8. লুনগি এনগিডি – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে প্রোটিয়া তারকা ক্রিকেটার লুনগি এনগিডিকে ২০০টি উইকেটের মাইলফলক ছুঁতে হলে নিতে হবে ৪টি উইকেট।

 

Next Article