Rohit Sharma ভিডিয়ো: মুম্বই ইন্ডিয়ান্স বিতর্কের পর, ছেলের সঙ্গীত অনুষ্ঠানে রোহিত শর্মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন নীতা আম্বানি

Jul 06, 2024 | 8:35 PM

IPL, Mumbai Indians: গত আইপিএলে শেষ মুহূর্তে নেতৃত্ব বদল করে প্রবল সমালোচনার মুখে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। নেতৃত্বে ভরসা দিতে পারছিলেন না। পারফরম্যান্সেও একই পরিস্থিতি। মাঠে সারাক্ষণ বিদ্রুপের শিকার। অন্য দিকে, অস্বস্তিতে রোহিত শর্মাও। তাঁর সঙ্গে শেষ মুহূর্তে এমন হবে, তা যেন প্রত্যাশা করেননি।

Rohit Sharma ভিডিয়ো: মুম্বই ইন্ডিয়ান্স বিতর্কের পর, ছেলের সঙ্গীত অনুষ্ঠানে রোহিত শর্মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন নীতা আম্বানি
Image Credit source: PTI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেই বিতর্ক এখনও হয়তো সমর্থকদের মধ্যে রয়ে গিয়েছে। রোহিত শর্মাও কি মনে রেখেছেন? তিনিই জানবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারই রোহিত শর্মার নেতৃত্বে। গত আইপিএলেও নেতৃত্ব দেওয়ার কথা ছিল রোহিতেরই। তাঁকে ক্যাপ্টেন করেই রিটেনশন তালিকা প্রকাশ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও শেষ মুহূর্তে বড় পরিবর্তন। দলে ফেরেন হার্দিক পান্ডিয়া। রোহিতের নেতৃত্ব তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। এরপর যা হয়েছে সকলের কাছেই যেন দু-স্বপ্নের। তবে বর্তমান একটা মুহূর্ত সব বিতর্ক পিছনে ফেলে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের কর্নধার নীতা আম্বানি রোহিতকে জড়িয়ে কেঁদে ফেললেন।

গত আইপিএলে শেষ মুহূর্তে নেতৃত্ব বদল করে প্রবল সমালোচনার মুখে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। নেতৃত্বে ভরসা দিতে পারছিলেন না। পারফরম্যান্সেও একই পরিস্থিতি। মাঠে সারাক্ষণ বিদ্রুপের শিকার। অন্য় দিকে, অস্বস্তিতে রোহিত শর্মাও। তাঁর সঙ্গে শেষ মুহূর্তে এমন হবে, তা যেন প্রত্যাশা করেননি। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফিরেছে ভারতীয় দল। রোহিতের ক্যাপ্টেন্সিতেই দ্বিতীয় বার টি-টোয়েন্টিতে বিশ্বসেরা ভারত।

অনন্ত আম্বানির সঙ্গীত অনুষ্ঠানে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররাও আমন্ত্রিত। বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে স্টেজে ডাকতেই বিশাল গর্জন। রোহিত আবেগতাড়িত হয়ে পড়েন। স্টেজে উঠতেই তাঁকে জড়িয়ে ধরেন নীতা আম্বানি। বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মাকে জড়িয়ে কান্না আটকাতে পারেননি নীতা আম্বানি। রোহিতেরও একই পরিস্থিতি। আইপিএল বিতর্ক ভুলে এখন শুধুই আবেগের পরিস্থিতি।

Next Article