IND vs AUS: বড় সিরিজ, চাপে থাকা টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ বিশ্বজয়ী ক্যাপ্টেনের

Nov 17, 2024 | 10:21 PM

Border-Gavaskar Trophy: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সদ্য তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ হওয়ায় চাপ বেড়েছে। তার উপর পারথ টেস্টে রোহিত, শুভমনের খেলার সম্ভাবনা নেই। ফর্মে নেই বিরাট কোহলি। সব দিক থেকেই ভারত যেন এ বার ব্যাকফুটে। বড় সিরিজ শুরুর আগে টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ দিলেন বিশ্বজয়ী ক্যাপ্টেন।

IND vs AUS: বড় সিরিজ, চাপে থাকা টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ বিশ্বজয়ী ক্যাপ্টেনের
Image Credit source: BCCI

Follow Us

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে উন্মাদনা তুঙ্গে। এর মধ্যে শুরু স্নায়ুর যুদ্ধও। গত দুই অস্ট্রেলিয়া সফরেই সিরিজ জিতেছে ভারত। এ বার হ্যাটট্রিকে লক্ষ্য। তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এটাই শেষ সুযোগ ভারতীয় টিমের কাছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। এ বার ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সদ্য তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ হওয়ায় চাপ বেড়েছে। তার উপর পারথ টেস্টে রোহিত, শুভমনের খেলার সম্ভাবনা নেই। ফর্মে নেই বিরাট কোহলি। সব দিক থেকেই ভারত যেন এ বার ব্যাকফুটে। বড় সিরিজ শুরুর আগে টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ দিলেন বিশ্বজয়ী ক্যাপ্টেন।

ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকন কপিল দেব। তাঁর নেতৃত্বেই প্রথম বার বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল ভারত। ১৯৮৩ সালে কপিলের নেতৃত্বে সেই বিশ্বকাপ জেতা ভারতীয় ক্রিকেটে ব্যাপক প্রভাব ফেলেছিল। সেই কপিল দেব আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে একটি ইভেন্টে সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে চাই। আরও বলব, সব কথা শুনোনা। মাঠে নামো, নিজেদের সাধ্যমতো খেলো। যে দল ভালো খেলবে, তারাই জিতবে। অতিরিক্ত চাপ নেওয়ার প্রয়োজন নেই।’

ভারতের যাত্রা শুরু হচ্ছে ২২ নভেম্বর পারথ টেস্ট দিয়ে। এরপর অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। রোহিত প্রথম টেস্টে না থাকলেও দ্বিতীয় ম্যাচের আগেই টিমের সঙ্গে যোগ দেবেন। এমনকি গোলাপি বলে প্রস্তুতি ম্যাচেও খেলার কথা রোহিতের। অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ৬-১০ ডিসেম্বর। ব্রিসবেনের গাব্বায় চতুর্থ ম্যাচ। বক্সিং ডে টেস্ট মেলবোর্নে। সিডনিতে নিউ ইয়ার টেস্ট দিয়ে সিরিজ শেষ হবে। এর ফলের উপরই নির্ভর করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও।

Next Article