AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul: বিরাট-রোহিত ছাড়া এই প্রথম… নস্টালজিক হয়ে পড়ছেন রাহুল

বেন স্টোকসের টিমের বিরুদ্ধে নামার আগে লোকেশ রাহুল নস্টালজিক হয়ে পড়েছেন। তাঁর মনে পড়ে যাচ্ছে বিরাট-রোহিতকে। কী বললেন রাহুল?

KL Rahul: বিরাট-রোহিত ছাড়া এই প্রথম... নস্টালজিক হয়ে পড়ছেন রাহুল
KL Rahul: বিরাট-রোহিত ছাড়া এই প্রথম... নস্টালজিক হয়ে পড়ছেন রাহুলImage Credit: X
| Edited By: | Updated on: Jun 19, 2025 | 5:30 PM
Share

কলকাতা: বরাবর দুই তারকার ছাতার তলায় থেকেছেন। এই প্রথম তাঁকেই হয়ে উঠতে হবে সিনিয়র। নিতে হবে বাড়তি দায়িত্ব। একঝাঁক তরুণকে দেখাতে হবে পথ। যাতে ‘নতুন ভারত’ ফের জয়ের আলোয় ফিরতে পারে। ইংল্যান্ড সফর শুরু হচ্ছে কাল থেকে। প্রথম টেস্ট থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়বেন শুভমন গিলের মতো তরুণ নেতা। বেন স্টোকসের টিমের বিরুদ্ধে নামার আগে লোকেশ রাহুল নস্টালজিক হয়ে পড়েছেন। তাঁর মনে পড়ে যাচ্ছে বিরাট-রোহিতকে। কী বললেন রাহুল?

রাহুল বলেছেন, ‘গত একটা দশকে বিরাট আর রোহিত ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। ওদের মতো দুই ক্রিকেটারের না থাকাটা নিশ্চিত ভাবেই মিস করব। আমার পুরো কেরিয়ারে ওদের দু”জনকে ছাড়া কখনও মাঠে নেমেছি কিনা, মনে করতে পারছি না। যে ৫০টা টেস্ট আমি খেলেছি, বিরাট না হলে রোহিত কিংবা দু’জনেই ঠিক থেকেছে আমার সঙ্গে মাঠে। যে কারণে ড্রেসিংরুমে পা রাখলে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আবার এটাও ঠিক যে, ওদের সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। বিরাট আর রোহিত দেশের জন্য সর্বস্ব দিয়েছে। ভারতীয় ক্রিকেটে ওরা চিরকাল কিংবদন্তি থেকে যাবে। আগামীর দিকে এগিয়ে যাওয়ার জন্য এ বার আমাদের দায়িত্ব নিতে হবে।’

ইংল্যান্ড সফর নিয়ে ডুবে গিয়েছেন রাহুল। কঠিন সফরে সেরাটা দেওয়াই লক্ষ্য। করুণ নায়ারের ৭ বছর পর ভারতীয় টিমে ফেরা নিয়েও আবেগতাড়িত রাহুল। বলেছেন, ‘১১ বছর বয়স থেকে আমরা খেলা শুরু করেছিলাম। সেই সময় থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমাদের উত্থান-পতন থেকেছে। করুণ ভারতীয় দলে ডাক পেয়েছিল। ট্রিপল সেঞ্চুরিও করেছিল। তারপর আবার খারাপ সময়ে পড়েছিল। সেখান থেকে ও অনেক কিছু শিখেছে। কিন্তু গত ২-৩ বছর ধরে যে ভাবে পারফর্ম করেছে, তা এক কথায় অনবদ্য। ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় ওর সঙ্গে অনেক কথা হয়েছিল। ওর সমস্যা, ওর লড়াই, ওর চ্যালেঞ্জ নিয়ে। ও বেসিক থেকে শুরু করেছিল। সেটাই ওকে প্রবল ভাবে ভারতীয় দলে ফিরিয়ে এনেছে। আশা করি ও লম্বা সময় খেলবে ভারতীয় দলে।’