কলকাতা: দেখতে দেখতে ১৪ পার। শুরুটা হয়েছিল আজ থেকে বছর ১৪ আগে এমনই একটা দিনে। কি তালগোল পাকাচ্ছে? হঠাৎ মনে হচ্ছে কেন এ কথা? বিস্তারিত জানানো যাক তা হলে। আজ ১২ জুন। আর কিছুক্ষণ পর টি-২০ বিশ্বকাপে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ভারত-আমেরিকার ম্যাচ। এই ১২ জুন দিনটা বিরাট কোহলির জীবনে গুরুত্বপূর্ণ। বিরাটের অনুরাগীদের মনে প্রশ্ন জাগতেই পারে, এর কারণ কী? আসলে ২০১০ সালের ১২ জুন বিরাট কোহলি (Virat Kohli) দেশের জার্সিতে প্রথম বার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। এমন দিনে আজ বিশ্বকাপের (T20 World Cup 2024) ম্যাচ খেলতে চলেছেন কোহলি। কিং কোহলি কি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জ্বলে উঠতে পারবেন? অপেক্ষা আর কিছুক্ষণের।
এ বারের বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাট এখনও জ্বলে উঠতে পারেনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র ১ রান করেছিলেন। আর পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে মাত্র ৪ রান করেন কোহলি। যার পর অনেকেই বলতে শুরু করেছেন, কোহলিকে দিয়ে বিশ্বকাপে ওপেন করানো ঠিক হচ্ছে না। তিনি ফিরুন নিজের জায়গায়। আজ, ১২ জুন তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের ১৪ বছর পূর্তির দিন কোহলি কি পারবেন একটা মনে রাখার মতো ইনিংস উপহার দিতে? জানতে হলে নজর রাখতে হবে আজকের ম্যাচে।
14 YEARS OF VIRAT KOHLI IN T20I. 🇮🇳
– Most POTM in WC.
– Most POTT in WC.
– Most POTM awards.
– Most POTS awards.
– Most runs in WC.
– Most fifties in WC.The Greatest T20I player in the history of the format. 🐐 pic.twitter.com/YbVVwOV1ic
— Johns. (@CricCrazyJohns) June 12, 2024
ফেরা যাক ২০১০ সালের ১২ জুনে। তার ঠিক বছর দুয়েক আগে ২০০৮ সালের ১৮ অগস্ট বিরাটের ওডিআই ডেবিউ হয়েছিল। এরপর জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে ১২ জুন ২০১০ সালে কোহলির ভারতীয় টিমে টি-২০ ডেবিউ হয়েছিল। ওই ম্যাচে বিরাট কোহলি ২১ বলে অপরাজিত ২৬ রান করেছিলেন। ভারত ৬ উইকেটে সেই ম্যাচ জিতেছিল।