Australia vs Pakistan: পাকিস্তানে করোনার জোড়া ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Mar 29, 2022 | 4:32 PM

আজ হচ্ছে প্রথম একদিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার ও তৃতীয় ম্যাচে শনিবার। আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের একমাত্র টি-২০ ম্যাচ। সীমিত ওভারের সবকটি ম্যাচই হবে লাহোরে।

Australia vs Pakistan: পাকিস্তানে করোনার জোড়া ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে
চাপ নিয়েই মাঠে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
Image Credit source: Twitter

Follow Us

লাহোর: আজ থেকে শুরু হয়ে গেল পাকিস্তান-অস্ট্রেলিয়া (Pakistan vs Australia) একদিনের সিরিজ। গদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে দল নামাতে গিয়ে বেশ চাপে পড়তে হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (Aaron Finch)। কারণ দলের চোট সমস্যা যেমন আছে তেমনই আছে করোনার জোড়া ধাক্কা। চোট পেয়ে কার্যত সিরিজের বাইরে অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchel Marsh)। তাঁর জায়গায় ক্যামারন গ্রিনকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন স্টিভ স্মিথ। পাশাপাশি সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স, ফাস্ট বোলার মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও ওপেনার ডেভিড ওয়ার্নারকে। ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে গিয়ে টেস্টে সিরিজ জিতলেও একদিনের সিরিজে দল গঠনে বেশ চাপে অজি টিম ম্যানেজমেন্ট।

 

 

প্রথম ম্যাচে নামার আগে উইকেটকিপার ব্যাটার জস ইংলিশের (Josh Inglish) কোরান রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে পাঁচ দিনের আইসোলেশনে পাঠিয়ে দিয়েছে দল। ইংলিশ করোনা পজিটিভ হলেও দলেরা বাকিদের রিপোর্ট নেগেটিভ বলেই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে আশঙ্কা আগামী দিনে আরও একাধিক ক্রিকেটার পজিটিভ হতে পারেন। কারণ এখন আইসোলেশনে থাকলেও জস সংক্রমিত হওয়ার সময় দলের সঙ্গেই ছিলেন। ইংলিশের বদলে ওপেনার ম্যাট রেনশকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু পাকিস্তান পৌঁছে তিন দিনের কোয়ারান্টিন পর্ব শেষ করে তৃতীয় একদিনের ম্যাচ ও একমাত্র টি-২০ ম্যাচে পাওয়া যাবে তাঁকে। এর মধ্যে আবার অন্য কোনও ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এলে দল তৈরি করতে আরও চাপে পরে যাবে অস্ট্রেলিয়া।

 

 

শুধু জস ইংলিশ শুধু নন, অস্ট্রেলিয়া টেস্ট দলেও করোনার থাবা। টেস্ট সিরিজ খেলে অস্ট্রেলিয়া ফিরে করোনা (Corona) রিপোর্ট পজিটিভ এসেছে ওপেনার মার্কোস হ্যারিসের। তাই চলতি সপ্তাহের শেফইল্ড শিল্ডের ম্যাচে খেলতে পারবেন না মার্কোস হ্যারিস। টেস্ট সিরিজ জেতার পর পাকিস্তানের মাটিতে তিনটি একদিনের ম্যাচ ও একটি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আজ হচ্ছে প্রথম একদিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার ও তৃতীয় ম্যাচে শনিবার। আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের একমাত্র টি-২০ ম্যাচ। সীমিত ওভারের সবকটি ম্যাচই হবে লাহোরে।

 

আরও পড়নু : Naomi Osaka: প্রথমবার মিয়ামি ওপেনের সেমিফাইনালে ওঠার চ্যালেঞ্জ ওসাকার

Next Article