কলকাতা: অ্যাডিলেডে ইতিহাস গড়ল মহম্মদ রিজওয়ানের পাকিস্তান। ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা অজিদের বিরুদ্ধে ২৮ বছর পর কোনও ওডিআই ম্যাচ জিতল। মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান (Pakistan) প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে। টস জিতে কামিন্সদের শুরুতে ব্যাটিংয়ে পাঠান পাক নেতা। প্রথমে ব্যাটিং করে ১৬৩ রানে অল আউট হয় অজিরা। ৫ উইকেট সাবাড় করেন হ্যারিস রউফ। শাহিন আফ্রিদির শিকার ৩।
অ্যাডিলেডে পাক বোলারদের সামলাতে হিমশিম খান অজি ক্রিকেটাররা। নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপজয়ী কামিন্সের টিম। ম্যাট শর্ট ও জ্যাক ফ্রেসার ম্যাকগুরুক এই দুই ওপেনারের উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি। অজিদের হয়ে সর্বাধিক ৩৫ রান করেন স্টিভ স্মিথ। পাক জোরে বোলার হ্যারিস রউফ ৮ ওভারে ২৯ রান খরচ করে ৫ উইকেট নেন। তাঁর শিকার – জশ ইংলিশ, মার্নাস লাবুশেন, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল ও অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স।
১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। ওপেনার সায়ম আয়ুব করেন ৮২ রান। অপর ওপেনার আবদুল্লা শফিক ৬৯ বলে ৬৪ রানের ইনিংস উপহার দেন। ২০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন বাবর আজম। ২৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে টার্গেট পূরণ করে ফেলে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচ ২ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়ে জেতে পাকিস্তান। ৩ ম্যাচের ওডিআই সিরিজের নির্ণায়ক ম্যাচ এ বার ১০ নভেম্বর।