IND A vs AUS A: এমসিজিতে জুরেলই ভরসা, ভারতের ‘ধ্রুব-তারা’ হতে পারবেন ধ্রুব?
Dhruv Jurel: দ্বিতীয় দিনের খেলা শেষে ১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ধ্রুব জুরেল। তাঁর সঙ্গে ৯ রানে নট আউট রয়েছেন নীতীশ কুমার রেড্ডি। দ্বিতীয় ইনিংসে ভারত ৩১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে। ১১ রানের লিড নিয়েছে ভারত-এ। এ বার দেখার এমসিজিতে ধ্রুব জুরেল ভারতের ধ্রুব-তারা হয়ে উঠতে পারেন কিনা?
কলকাতা: বর্ডার-গাভাসকর ট্রফির আগে একটা বিশেষ সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল ও ধ্রুব জুরেল। এমসিজিতে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ভারত এ টিমের হয়ে খেলছেন এই দুই ক্রিকেটার। যাঁরা রয়েছেন বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) ভারতীয় স্কোয়াডে। প্রথম ইনিংসে ঋতুরাজ গায়কোয়াড়ের ভারত ১৬১ রানে অল আউট হয়। ৮০ রানের ইনিংসের সুবাদে দলকে লড়াইয়ে রাখেন ধ্রুব। ভারতের দ্বিতীয় ইনিংসেও ভরসা সেই ধ্রুব জুরেলই (Dhruv Jurel)। যা পরিস্থিতি, তাতে এমনটাই বলতে হচ্ছে।
এই টেস্টের প্রথম দিন অজিরা শেষ করেছিল ২ উইকেটে ৫৩ রানে। সেখান থেকে দ্বিতীয় দিন ভারতকে বোলাররা ম্যাচে ফিরিয়েছিলেন। ৪ উইকেট নেন প্রসিধ কৃষ্ণ এবং ৩ উইকেট মুকেশ কুমারের। ২টি উইকেট নেন খলিল আহমেদ। সব মিলিয়ে ২২৩ রানে অলআউট অস্ট্রেলিয়া-এ। এরপর শুরু হয় ভারত-এ-র দ্বিতীয় ইনিংস। টিম ইন্ডিয়ার ওপেনিং জুটির শুরুটা ভালো হয়েছিল। কিন্তু লোকেশ রাহুল ও অভিমন্যু ঈশ্বরণের জুটি ভাঙতেই তাসের ঘর। ৩১ রান এর ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া।
এই খবরটিও পড়ুন
প্রথম ইনিংসে ভারতের এ টিমের ডেপুটি অভিমন্যু ঈশ্বরণ শূন্যে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৩১ বলে ১৭ রান করেন। এই ম্যাচে অপর ওপেনার লোকেশ রাহুল প্রথম ইনিংসে ৪ করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৪৪ বলে ১০ রান। দুই ইনিংসেই হতাশ করেছেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা সাই সুদর্শন। অজিদের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে সাই করেন যথাক্রমে ০ ও ৩। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট এই ম্যাচে চলেনি। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ১১ করেন। দেবদত্ত পাড়িক্কাল ১ রানে ফেরেন। দ্বিতীয় দিনের খেলা শেষে ১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ধ্রুব জুরেল। তাঁর সঙ্গে ৯ রানে নট আউট রয়েছেন নীতীশ কুমার রেড্ডি। দ্বিতীয় ইনিংসে ভারত ৩১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে। ১১ রানের লিড নিয়েছে ভারত-এ। এ বার দেখার এমসিজিতে ধ্রুব জুরেল ভারতের ধ্রুব-তারা হয়ে উঠতে পারেন কিনা?