KL RAHUL ভিডিয়ো: লোকেশ রাহুলের ব্রেন-ফেড মোমেন্ট! অফস্পিনে উদ্ভট আউট…
Border-Gavaskar Trophy: ঘরের মাঠে বেঞ্চেই কাটিয়েছেন রাহুল। তাঁর ম্যাচ প্র্যাক্টিসও প্রয়োজন ছিল। কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দু-ইনিংসেই হতাশ করলেন লোকেশ রাহুল। দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি হতাশা তাঁর আউটের ধরন। স্পিনের বিরুদ্ধে হাস্যকর আউটও বলা যায়।
কী ভাবে হল! এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া মুশকিল। লোকেশ রাহুলও হয়তো ভাবতে বসে গিয়েছেন। ব্রেন-ফেড মোমেন্ট! না হলে এ ভাবে আউট হওয়ার কথা নয়। ঠিক কী ভাবে এই আউটকে বর্ণনা করা যায়, সেটাও কঠিন। ঘরের মাঠে স্পিন সহায়ক পিচ বানিয়ে ডুবেছে ভারত। নিউজিল্যান্ডের কাছে প্রথম বার টেস্ট সিরিজে হার। ঘরের মাঠে দীর্ঘ এক যুগ পর টেস্ট সিরিজ হার। এর চেয়েও বড় লজ্জা, ঘরের মাঠে প্রথম বার দু-ম্যাচের অধিক টেস্ট সিরিজে ক্লিনসুইপ হয়েছে ভারত। লোকেশ রাহুলকে সুযোগ না দেওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।
বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হচ্ছে ২২ নভেম্বর। সে কারণেই বাকিদের আগে লোকেশ রাহুল ও ধ্রুব জুরেলকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। ভারত এ দলের হয়ে দ্বিতীয় ম্যাচটি খেলে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ। ঘরের মাঠে বেঞ্চেই কাটিয়েছেন রাহুল। তাঁর ম্যাচ প্র্যাক্টিসও প্রয়োজন ছিল। কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দু-ইনিংসেই হতাশ করলেন লোকেশ রাহুল। দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি হতাশা তাঁর আউটের ধরন। স্পিনের বিরুদ্ধে হাস্যকর আউটও বলা যায়।
এই খবরটিও পড়ুন
প্রথম ইনিংসে ৪ রানেই ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে সতর্ক শুরু করেন। ধৈর্যশীল ব্যাটিং করছিলেন। ৪৪ বলে ১০ রানে ফিরলেন। পারথে প্রথম টেস্টে রোহিত শর্মাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। যশস্বীর সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে রাহুলকে। কিন্তু এমসিজিতে অনামী কোরি রোকোচেলির বোলিংয়ে তাঁর আউটের ধরন যেন প্রশ্ন তুলছে, আদৌ রাহুল রেডি তো! রোকোচেলি অফস্পিনার। হাই আর্ম অ্যাকশন। ইনিংসের প্রথম ডেলিভারি।
রাহুল হয়তো ভেবেছিলেন বল লেগ সাইডে যাচ্ছে। খেলার ও চেষ্টা করেননি। ছাড়ার চেষ্টা করেছিলেন কিনা নিশ্চিত নয়। বল দু-পায়ের গ্যাপ দিয়ে বেল উড়িয়ে দেয়। রাহুল নিজেও ক্রিজে দাঁড়িয়ে হতভম্ব হয়ে যান, এটা কী করে হল! ভিডিয়ো দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে।
“Don’t know what he was thinking!”
Oops… that’s an astonishing leave by KL Rahul 😱 #AUSAvINDA pic.twitter.com/e4uDPH1dzz
— cricket.com.au (@cricketcomau) November 8, 2024