দুবাই: আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ বারের টি-২০ বিশ্বকাপ সফর একসঙ্গে শুরু করতে চলেছে ভারত-পাকিস্তান। খেলায় হার-জিত থাকেই। তবে অনেক ম্যাচের আগে ইতিহাসও কিন্তু একটা বড় প্রভাব ফেলে। যেমনটা এই ভারত-পাক ম্যাচের আগে হয়। বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনোও হারাতে পারেনি পাকিস্তান। তার একটা যন্ত্রনা চিরকাল তাদের রয়েছে। তবে এ বারের টুর্নামেন্ট শুরুর আগে নানা ভাবে পাক টিমকে তাতানোর চেষ্টা করছে পাক বোর্ড। এ বার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) পাক দলের সঙ্গে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা ভাগ করেছেন।
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বর্তমান পাক নেতা বাবর বলেছেন, “আমিরশাহি আসার আগে আমরা একটা মিটিং করেছিলাম। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও উপস্থিত ছিলেন। তিনি তাঁর অভিজ্ঞতার কথা আমাদের সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তিনি ১৯৯২ সালে দলের মানসিকতা আমাদের সবার সঙ্গে ভাগ করে নেন। দলের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, অধিনায়ক হিসেবে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল তা সবার সঙ্গে তিনি ভাগ করে নেন।”
বাবর আরও জানান এই টুর্নামেন্ট শুরুর আগে পিসিবির চেয়ারম্যান রামিজ রাজার সঙ্গেও তাঁদের আলোচনা হয়েছিল। বাবর বলেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার সঙ্গেও দলের ক্রিকেটাররা একটি ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়েছিল। তিনি আমাদের জানান টুর্নামেন্টে আমাদের ১০০ শতাংশ দিতেই হবে। তিনি আমাদের আরও বলেন, ‘বাইরের জিনিসকে বাইরেই থাকতে দাও। দলের অন্দরে কখনও তা আসা উচিত নয়। নিজেদের উপর বিশ্বাস রাখো। মাঠে নেমে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দাও।’
ভারত-পাক ম্যাচের আগে আত্মবিশ্বাসের সুর বাবরের গলায়। তিনি বলেন, “আমরা কন্ডিশনগুলো ভালো করেই জানি। আমরা জানি উইকেট কেমন হবে এবং তা ব্যাটারদেরই সাহায্য করবে। যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। তবে আমাকে জিজ্ঞেস করলে আমি বলব আমরাই জিতব।”
আরও পড়ুন: T20 World Cup 2021: জাডেজা ফ্যাক্টরই এগিয়ে রাখছে বিরাটদের
আরও পড়ুন: T20 World Cup 2021: শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়ার প্লে কাজে লাগাতে চান সাকিবরা