T20 World Cup 2021: জাডেজা ফ্যাক্টরই এগিয়ে রাখছে বিরাটদের
'স্যর জাডেজা' মহেন্দ্র সিং ধোনির পছন্দের ক্রিকেটার। আসলে ইউটিলিটি ক্রিকেটাররা সব সময়ই অধিনায়কদের প্রিয় পাত্র হন। সে ধোনিই হোক কিংবা বিরাট। জাডেজা বরাবরই হাইভোল্টেজ ম্যাচে ফ্যাক্টর হয়ে দাঁড়ান।
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
সেই কবে থেকে শুরু। ২০০৯ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল। ধোনি জমানা পেরিয়ে বিরাট (Virat vKohli) জমানা। পরিস্থিতি যেমনই হোক টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) বিপদে হাল ধরতে তাঁর জুড়ি মেলা ভার। ব্যাট হাতে কখনও ভারতের উদ্ধারকর্তা, কখনও আবার বল হাতে ঘুর্ণিতে বিপক্ষের ব্যাটারকে করে দেন নাজেহাল। তিনি টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। কোহলি-রোহিত-রাহুল-বুমরা-সামিদের ভিড়ে বরাবরই তিনি ‘আনসাং হিরো’। অথচ জাডেজা ফ্যাক্টরে ভর করেই অতীতের বহু ম্যাচ জিতেছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধেও কোহলির অন্যতম সেরা অস্ত্র সেই রবীন্দ্র জাডেজা।
‘স্যর জাডেজা’ মহেন্দ্র সিং ধোনির পছন্দের ক্রিকেটার। আসলে ইউটিলিটি ক্রিকেটাররা সব সময়ই অধিনায়কদের প্রিয় পাত্র হন। সে ধোনিই হোক কিংবা বিরাট। জাডেজা বরাবরই হাইভোল্টেজ ম্যাচে ফ্যাকটর হয়ে দাঁড়ান। গোটা পাকিস্তান দল যখন বিরাট, রোহিত, রাহুলদের নিয়ে ত্র্যস্ত, তার মাঝেই তুরুপের তাস সাজিয়ে রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথমে ফিল্ডিং করলে অবশ্যই তিনি এক্স ফ্যাক্টর। সদ্য সমাপ্ত আইপিএলেও ধোনির চেন্নাইকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জাড্ডু। পাওয়ার প্লে-তে হাতও ঘুরিয়েছেন। আবার প্রয়োজনে স্লগ ওভারেও করেছেন বাজিমাত। বাবর-ফখরদের খুঁটিনাটি জাডেজার হাতের মুঠোয়। শুধুই কি বোলিং! ব্যাট হাতেও তিনি ধামাকা দেখাতে তৈরি। ভারতে প্রথমে ব্যাটিং করুক কিংবা শেষে, বিরাটের দলের ব্যাটিং অর্ডারে জাডেজা যখন তখন ম্যাচের রং পাল্টে দিতে পারেন।
টিম ইন্ডিয়ার উইনিং ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন জাডেজা। পাকিস্তানের মতো অনেক হেভিওয়েট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। দেশের হয়ে ৫০টা টি-টোয়েন্টিতে করেছেন ২১৭ রান। বল হাতে ৩৯ উইকেট। তবে জাডেজাকে শুধু ব্যাটিং আর বোলিং দিয়ে মাপলে চলবে না। ফিল্ডিংয়েও তিনি ওস্তাদ। জাডেজা ফ্যাক্টরে ভর করে পাক বধের ব্লু প্রিন্ট সাজিয়ে রাখছেন শাস্ত্রী-কোহলিরা।
আরও পড়ুন: T20 World Cup 2021: শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়ার প্লে কাজে লাগাতে চান সাকিবরা
আরও পড়ুন: T20 World Cup 2021: বরুণ চক্রবর্তীকে ভারতের এক্স ফ্যাক্টর বাছলেন দীনেশ কার্তিক