T20 World Cup 2021: বরুণ চক্রবর্তীকে ভারতের এক্স ফ্যাক্টর বাছলেন দীনেশ কার্তিক
ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য দীনেশ কার্তিক (Dinesh Karthik) বেছে নিলেন এই টুর্নামেন্টে ভারতের এক্স ফ্যাক্টর হতে পারেন কোন ক্রিকেটার।
দুবাই: রবিরাতে দুবাইতে ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ ম্যাচ। ওই ম্যাচ দিয়েই এ বারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) যাত্রা শুরু করতে চলেছে ভারত। ভারত-পাক মহারণ ঘিরে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। এই আবহে ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য দীনেশ কার্তিক (Dinesh Karthik) বেছে নিলেন এই টুর্নামেন্টে ভারতের এক্স ফ্যাক্টর হতে পারেন কোন ক্রিকেটার। ডিকে মনে করেন কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীই (Varun Chakravarthy) হতে পারেন টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর।
কেকেআরের উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক বলেন, “গত কয়েক বছরে ভারতের বোলিং আক্রমণে অনেক উন্নতি হয়েছে। যার কারণে আমরা এখন বিদেশে জিতছি। আমাদের (জসপ্রীত) বুমরা, ভুবি (ভুবনেশ্বর কুমার), (মহম্মদ) সামি এবং শার্দুল ঠাকুররা খুবই ভালো। এছাড়াও আমাদের এক্স ফ্যাক্টর বরুণ চক্রবর্তী রয়েছে। ওর বিপক্ষে খুব বেশি ব্যাটার খেলেনি। ও একজন রহস্যময় স্পিনার। আর এই ধরনের ক্রিকেটার সত্যিকার অর্থে বিরল।”
এ বারের আইপিএলের ১৭ টি ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন সিভি বরুণ। তাঁর ইকোনমি রেটও খুবই ভালো (৬.৫৮)। কার্তিক জোরালো দাবি তুলছেন, পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলবেন বরুণ চক্রবর্তী। এই ব্যাপারে তিনি বলেছেন, “১০০% ও খেলবে, এতে কোন সন্দেহ নেই। জাডেজা, বরুণ চক্রবর্তী, শার্দুল ঠাকুর এবং জসপ্রীত বুমরা অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন। সামি এবং ভূবির মধ্যে কোনও একজন পঞ্চম বোলার হবেন।”
প্রথম ম্যাচ থেকে বরুণ খেলবে এমনটা কার্তিক বললেও, টিম ম্যানেজমেন্ট কিন্তু ভেবে চিন্তেই বরুণকে খেলানোর কথা বলেছে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, বরুণের সঙ্গে খুব কাছ থেকে মেডিকেল টিম কাজ করছে। তাঁকে টুর্নামেন্টের চাহিদা অনুযায়ী ব্যবহার করা হবে। যদি ডু-অর ডাই ম্যাচ হয়, কিংবা বড় ম্যাচ হয় তা হলে নিশ্চিত আমরা তাঁকে বল হাতে চমক দেখাতে দেখতে পেতে পারি।
আরও পড়ুন: T20 World Cup 2021: কোহলির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে আবাকই হয়েছিলাম: সৌরভ
আরও পড়ুন: Australia vs South Africa Live Score, T20 World Cup 2021: তৃতীয় উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া