T20 World Cup 2021, India vs Pakistan: বিরাটদের বিরুদ্ধে রবিবারের ম্যাচের জন্য ১২ জনের দল ঘোষণা বাবরদের

রবি রাতে দুবাইতে বিরাট কোহলির ভারতের মুখে নামবে বাবর আজমের পাকিস্তান।

T20 World Cup 2021, India vs Pakistan: বিরাটদের বিরুদ্ধে রবিবারের ম্যাচের জন্য ১২ জনের দল ঘোষণা বাবরদের
পাকিস্তান দল (ছবি-বাবর আজম টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 4:15 PM

কলকাতা: রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। বিরাট কোহলিদের (Virat Kolhi) বিরুদ্ধে ২২ গজে নামার এক দিন আগেই পাকিস্তানের দল ঘোষণা করল পিসিবি (PCB)। তবে সেই দলে রয়েছেন ১২ জন। অর্থাৎ প্রথম একাদশ জানতে অপেক্ষা করতেই হবে দর্শকদের।

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচের আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) প্রেস কনফারেন্সে পাকিস্তানের ১২ জন সদস্যের নাম ঘোষণা করেন। যেখানে শোয়েব মালিক এবং মহম্মদ হাফিসের মতো পাক ক্রিকেটাররা রয়েছেন। যাদের ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাবর মনে করেন তাঁদের অভিজ্ঞতা দলের কাজে লাগবে।

পাকিস্তানের ঘোষিত ১২ সদস্যের দলে রয়েছে কারা, দেখুন- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং হায়দার আলি।

প্রায় ২ বছর পর বিরাটব্রিগেডের মুখোমুখি হতে চলেছে বাবর আজমের পাকিস্তান। ভারত-পাক সাক্ষাৎে নজর দিলে পাকিস্তানের সাফল্য চোখে পড়বে না। সেখানে ভারতেরই আধিপত্য। সেই ইতিহাসই এ বার ঘোচাতে চায় বাবর আজমরা। উল্টোদিকে মেন ব্লুরাও কিন্তু এই দ্বৈরথের জন্য তৈরি।

রবিবারের ভারত-পাক ম্যাচের ফল কী হতে পারে? ফেভারিট বিরাট কোহলির টিম। কিন্তু বাবর আজমের পাকিস্তানও খুব বেশি পিছিয়ে নেই। আবেগ আর উত্তেজনার বিস্ফোরণের অপেক্ষায় ওয়াঘার এপার-ওপার।

আরও পড়ুন: T20 World Cup 2021: ‘ভারতকে হারিয়ে অতীতের রেকর্ড ভাঙতে চাই’, হুঙ্কার বাবরের

আরও পড়ুন:  T20 World Cup 2021: ‘২ ওভার বল করার মতো ফিট হার্দিক’, মহাযুদ্ধের আগে ঘোষণা বিরাটের

আরও পড়ুন:  Australia vs South Africa Live Score, T20 World Cup 2021: প্রোটিয়াদের ওপর চাপ ধরে রেখেছে অজিরা