Australia vs South Africa Match Highlights, T20 World Cup 2021: প্রোটিয়াদের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু অস্ট্রেলিয়ার
Australia vs South Africa Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia) এবং তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa)। আবু ধাবিতে প্রথম ম্যাচ খেলতে নামবেন ওয়ার্নার-সামসিরা।
টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক শুরুতে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন প্রোটিয়াদের। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ১১৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে সব থেকে বেশি রান করেছিলেন এইডেন মার্করাম (৪০)। আর কোনও প্রোটিয়া ক্রিকেটার দুই অঙ্কের রান পেরোতে পারেনি।
অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা। এটি করে উইকেট পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং প্যাট কামিন্স।
ম্যাচ জেতার জন্য অজিদের প্রয়োজন ছিল ১২০ বলে ১১৯ রান। ছোট টার্গেট তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন (৩৫) স্টিভ স্মিথ। দ্বিতীয় সর্বোচ্চ রান (২৪) এসেছে মার্কাস স্টোইনিসের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি উইকেট পেয়েছেন এনরিক নর্টজে। একটি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাডা, কেশব মাহরাজ ও তাবরাইজ শামসি।
LIVE Cricket Score & Updates
-
২ বল বাকি থাকতেই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া
৫ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া। ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া
Australia start off their #T20WorldCup 2021 campaign in style ?#AUSvSA | https://t.co/SGLZbYpGoo pic.twitter.com/7KA89VGbCw
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2021
-
১৫ ওভারে অস্ট্রেলিয়া ৮১/৪
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে তুলেছে ৮১ রান।
-
-
১০ ওভারে অস্ট্রেলিয়া ৫১/৩
খেলা বাকি ১০ ওভারের। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ৬৮ রান।
-
৫ ওভারে অস্ট্রেলিয়া ২৩/২
খেলা বাকি ১৫ ওভারের। প্রথম ৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া তুলেছে ২৩ রান।
-
অস্ট্রেলিয়ার ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার।
-
-
১১৮ রানে থামল দঃ আফ্রিকা
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ১১৮ রানে থামল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার টার্গেট ১১৯
South Africa end up with a total of 118/9 ?
Will it prove to be enough? #T20WorldCup | #AUSvSA | https://t.co/SGLZbYpGoo pic.twitter.com/iW05oa8CQp
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2021
-
১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮৩/৭
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে কুইন্টন ডি’ককরা তুলেছেন ৮৩ রান। অজিদের কত টার্গেট দেয় দঃ আফ্রিকা সেদিকেই নজর থাকবে।
-
১০ ওভারে দক্ষিণ আফ্রিকার ৫৯/৪
১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৫৯। এইডেন মার্করাম এখনও পর্যন্ত ১৯ রান করেছেন। ৫ রানে রয়েছেন ডেভিড মিলার।
-
টেনেটুনে ৫০ রান পূর্ণ প্রোটিয়াদের
অজিরা রীতিমতো চাপ ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকার ওপর। ৮.৩ ওভারে প্রোটিয়ারা দলগত ৫০ রান পূর্ণ করেছে।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-তে সফল অস্ট্রেলিয়া। ৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটের বিনিময়ে ২৯ রান তুলেছে।
-
৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৩/৩
প্রথম ৫ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা
-
দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন তেম্বা বাভুমা ও কুইন্টন ডি’কক
-
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
-
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, হেনরিচ ক্লাসেন, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, এনরিক নর্টজে ও তাবরাইজ শামসি।
? TEAM ANNOUNCEMENT
?? The starting XI for our #T20WorldCup Opener
? Catch the action live on SuperSport GrandStand 201? Ball by Ball https://t.co/c1ztvrT95P#AUSvSA #T20WorldCup #BePartOfIt pic.twitter.com/DQUsbBxswR
— Cricket South Africa (@OfficialCSA) October 23, 2021
-
টস আপডেট
টসে জিতল অস্ট্রেলিয়া।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ।
Toss update from Abu Dhabi ?
Australia have elected to field first.
Who's winning this one? #T20WorldCup | #AUSvSA | https://t.co/SGLZbYpGoo pic.twitter.com/Cqsquvbv73
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2021
Published On - Oct 23,2021 3:02 PM