AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2021: কোহলির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে অবাকই হয়েছিলাম: সৌরভ

সৌরভ বলেন, 'আমি অবাক হয়েছিলাম কোহলির সিদ্ধান্তে। ইংল্যান্ড সফর শেষের পরই ও এই সিদ্ধান্ত নেয়। আমাদের তরফ থেকে কোনও চাপ তৈরি করা হয়নি। আমরা ওকে কিছু বলিওনি। আমরা এই ধরণের কোনও কাজ করিও না। আমি নিজেও একজন ক্রিকেটার ছিলাম। তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া অনেকটাই কঠিন।'

T20 World Cup 2021: কোহলির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে অবাকই হয়েছিলাম: সৌরভ
সৌরভ ও বিরাট। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 7:19 PM
Share

দুবাই: টি-২০ বিশ্বকাপের পরই ক্যাপ্টেন্সি ছাড়ছেন বিরাট কোহলি (Virat Kohli)। কুড়ি ওভারের ফরম্যাটে আর ভারতের ক্যাপ্টেন্সি করবেন না বিরাট। আইপিএলেও নেতৃত্ব ছেড়েছেন। কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে এখনও বিস্তর আলোচনা চলছে ক্রিকেটমহলে। বিরাটের ক্যাপ্টেন্সি ছাড়ার প্রসঙ্গ কি আগে থেকে জানত ভারতীয় বোর্ড? উত্তর- না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানান তিনি নিজেও অবাক হয়েছিলেন বিরাটের এই ঘোষণায়। সৌরভ বলেন, ‘আমি অবাক হয়েছিলাম কোহলির সিদ্ধান্তে। ইংল্যান্ড সফর শেষের পরই ও এই সিদ্ধান্ত নেয়। আমাদের তরফ থেকে কোনও চাপ তৈরি করা হয়নি। আমরা ওকে কিছু বলিওনি। আমরা এই ধরণের কোনও কাজ করিও না। আমি নিজেও একজন ক্রিকেটার ছিলাম। তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া অনেকটাই কঠিন।’

এর সঙ্গে সৌরভ যোগ করে বলেন, ‘১১ বছর ধরে ভারতের হয়ে খেলছে বিরাট। প্রত্যেক বছরই কারও ভালো যায় না। ও মেশিন নয়, মানুষ। তাই পরে ওর সিদ্ধান্ত যখন বুঝতে পারি আর অবাক হইনি। ওর ক্রিকেট গ্রাফ অনেক উপরের দিকে উঠেছে। তারপরই আচমকা নীচে নেমেছে। আবার কিন্তু নিজের কেরিয়ার গ্রাফকে উপরের দিকে নিয়ে গিয়েছে। তারপরই কিন্তু আমরা বিরাট কোহলিকে পেয়েছি। দীর্ঘ ক্রিকেট জীবনে এ রকম ওঠানামা হতেই পারে।’

আরও পড়ুন: T20 World Cup 2021: মহারণের আগে থ্রো ডাউন স্পেশালিস্টের ভূমিকায় মেন্টর ধোনি