T20 World Cup 2024: বন্যায় বিধ্বস্ত ফ্লোরিডা, পাক ফ্যানরা চাইছেন বিশ্বকাপের ভেনু বদল হোক

Jun 13, 2024 | 6:13 PM

Watch Video: ফ্লোরিডাতে তুমুল বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে জল থৈ থৈ অবস্থা। রাস্তা ঘাটে অবধি হাঁটু জল। ডুবে যাচ্ছে অর্ধেকের বেশি গাড়ি। সেখানে বন্যার জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সমর্থকরা প্রবলভাবে চাইছেন ভেনু বদল হোক।

T20 World Cup 2024: বন্যায় বিধ্বস্ত ফ্লোরিডা, পাক ফ্যানরা চাইছেন বিশ্বকাপের ভেনু বদল হোক
T20 World Cup 2024: বন্যায় বিধ্বস্ত ফ্লোরিডা, পাক ফ্যানরা চাইছেন বিশ্বকাপের ভেনু বদল হোক
Image Credit source: X

Follow Us

কলকাতা: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) নিউ ইয়র্ক পর্ব শেষ। এ বার ফ্লোরিডায় বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ হওয়ার পালা। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ফ্লোরিডার লডারহিলে। শুধু ভারতেরই নয়, ফ্লোরিডায় রয়েছে পাকিস্তানের ম্যাচও। আরও ভালো করে বললে এ বার ‘এ’ গ্রুপের টিমগুলোর এ বার গন্তব্য ফ্লোরিডা। রোহিত শর্মার ভারত ইতিমধ্যেই বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছে। কিন্তু ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় কোন দল সুপার এইটের টিকিট পাবে, তা ঠিক হবে ফ্লোরিডায়। আর সেখানে এখন বন্যা বিধ্বস্ত পরিস্থিতি। তাই পাক ফ্যানরা এ বার আইসিসির (ICC) কাছে আর্জি জানাচ্ছেন, বদল হোক বিশ্বকাপের ভেনু।

ফ্লোরিডাতে তুমুল বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে জল থৈ থৈ অবস্থা। রাস্তা ঘাটে অবধি হাঁটু জল। ডুবে যাচ্ছে অর্ধেকের বেশি গাড়ি। সেখানে বন্যার জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সমর্থকরা প্রবলভাবে চাইছেন ভেনু বদল হোক। আগামী তিনদিন মায়ামি, ফ্লোরিডায় প্রবল ঝড় বৃষ্টি হতে পারে।

খুব তাড়াতাড়ি ফ্লোরিডায় আবহাওয়ার যদি উন্নতি না হয়, তা হলে চাপে পড়বে পাকিস্তান। কিন্তু কেন? আসলে আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তা হলে ১ পয়েন্ট পাবে আমেরিকা। আর তেমনটা হলে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে যাবে আমেরিকা। আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে এরপর পাকিস্তান শেষ ম্যাচ হারলে বা জিতলেও পাকিস্তানের সুপার এইটে ওঠা হবে না। তাই ফ্লোরিডায় হতে চলা বিশ্বকাপের ম্যাচগুলি এই পরিস্থিতিতে ফ্লোরিডায় থেকে অন্যত্র সরানোর দাবি তুলেছেন পাক অনুরাগীরা।

Next Article