নয়াদিল্লি: সূচি অনুযায়ী নকআউটের আগে চলতি বিশ্বকাপে (ICC World Cup) আর ৬টি ম্যাচ বাকি ভারতের। তার একটি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নয়। একই ছবি পাক শিবিরেও। আমেদাবাদে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে একপেশে জিতেছে, তা নিয়ে আলোচনা চলছে। আর এই আলোচনা বিশ্বকাপের বাকি দিনগুলোতেও হবে। অষ্টমবার ‘পাক বধ’ করেছে ভারত। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া মেন ইন ব্লুতে। অন্যদিকে পাক শিবির বেশ চাপে। ভারতের কাছে হারের ক্ষতে প্রলেপ পড়তে সময় লাগবে। তারই মাঝে পাকিস্তানের হেড কোচ মিকি আর্থার ভাবনায় ফের ভারত-পাক (India vs Pakistan) দ্বৈরথ। আসলে তিনি আশাবাদী, চলতি বিশ্বকাপের ফাইনালে আবার মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এই প্রসঙ্গে কী বললেন তিনি? আর বিশ্বকাপের পয়েন্ট টেবল কী বলছে? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতের কাছে পাকিস্তানের হারের পর বাবরদের হেড কোচ মিকি আর্থার বলেছেন, ‘এই ভারতীয় দলটা খুব ভালো একটা ক্রিকেট টিম। আমি মনে করি রোহিত ও দ্রাবিড় খুব ভালোভাবে দলটাকে সামলাচ্ছে। ওরা সব দিক দিয়ে নিজেদের সেরা প্রমাণ করেছে। ফাইনালে আবার ভারতের বিরুদ্ধে খেলার অপেক্ষায় আছি।’
এক ঝলকে দেখে নিন ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবল —
১. গ্রুপ পর্বে আপাতত তিনটি ম্যাচ খেলেছে রোহিত শর্মার ভারত। তার তিনটিতেই জিতেছে মেন ইন ব্লু। ভারতের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। নেট রানরেট +১.৮২১। পয়েন্ট টেবলের শীর্ষস্থানে জ্বলজ্বল করছে ভারতের নাম।
২. ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে আপাতত রয়েছে নিউজিল্যান্ড। ভারতের মতো কিউয়িরাও ৩টি ম্যাচে খেলেছে। এবং ৩টিতেই জিতেছে। নিউজিল্যান্ডের পয়েন্টও ৬। তবে নেট রানরেটে ভারতের থেকে খানিক পিছিয়ে রয়েছেন ড্যারেল মিচেলরা। কিউয়িদের নেট রানরেট – +১.৬০৪। পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড।
৩. তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপে এখনও অবধি ২টি ম্য়াচ খেলেছে। প্রোটিয়ারা তার দুটিতেই জিতে পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে। কাগিসো রাবাডাদের পয়েন্ট ৪। আর নেট রানরেট +২.৩৬০। ভারতের থেকে ১ ম্যাচ কম খেলেও নেট রানরেট বেশি রয়েছে প্রোটিয়াদের।
৪. চলতি বিশ্বকাপে প্রথম ২ ম্যাচ জেতার পর ভারতের কাছে শনি-রাতে হেরেছে পাকিস্তান। ৩ ম্যাচে ২টি জয় ও ১টি হারের পর পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে বাবর আজমের দল। নেট রানরেট -০.১৩৭। শাদাব খানদের পয়েন্ট ৪।
৫. বিশ্বকাপের পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে জস বাটলারের ইংল্যান্ড। এখনও অবধি জোড়া ম্যাচ খেলেছেন জো রুটরা। তাতে ১টি জয় ও ১টি হার। নেট রানরেট +০.৫৫৩। বাটলারদের পয়েন্ট ২।
৬. সাকিব আল হাসানের বাংলাদেশ এখনও অবধি ওডিআই বিশ্বকাপের ৩ ম্যাচে খেলেছে। তার মধ্যে জয় ১টি, হার ২টি। তাই বাংলাদেশের পয়েন্ট ২। আর নেট রানরেট -০.৬৯৯। পয়েন্ট টেবলের ৬ নম্বরে রয়েছেন সাকিব-লিটনরা।
৭. পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। এখনও অবধি ২ ম্য়াচে খেলে ২টিতেই হার শ্রীলঙ্কার। পয়েন্ট শূন্য। নেট রানরেট -১.১৬১।
৮. বিশ্বকাপের পয়েন্ট টেবলের আট নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। এখনও অবধি ডাচরা ২টি ম্যাচ খেলেছে, ২টিতে হেরেছে। পয়েন্ট শূন্য। নেট রানরেট -১.৮০০।
৯. ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের নয় নম্বরে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে জোড়া ম্যাচ খেলেছে অজিরা। তার দু’টিতেই হেরেছেন কামিন্সরা। তাই পয়েন্টের খাতা রয়েছে ফাঁকা। নেট রানরেট -১.৯৪৬।
১০. পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান। এখনও অবধি ২ ম্যাচ খেলে ২টিতেই হেরে আফগানরা। পয়েন্টের ঝুলি শূন্য। নেট রানরেট -১.৯০৭।