Rohit Sharma: পাক ম্যাচে বিরাট ছক্কা হাঁকিয়ে কেন বাইসেপ দেখিয়ে সেলিব্রেট করলেন রোহিত শর্মা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 15, 2023 | 6:39 PM

IND vs PAK, ICC World Cup 2023: বিশ্বকাপে শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার ভারত। জয়ের হ্যাটট্রিকের পর এই মুহূর্তে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ভারত। অন্যদিকে কাপযাত্রায় জোড়া জয়ের পর ভারতের কাছে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। এ বার বাবররা কীভাবে ঘুরে দাঁড়ান সেটাই দেখার।

Rohit Sharma: পাক ম্যাচে বিরাট ছক্কা হাঁকিয়ে কেন বাইসেপ দেখিয়ে সেলিব্রেট করলেন রোহিত শর্মা?
Rohit Sharma: পাক ম্যাচে বিরাট ছক্কা হাঁকিয়ে কেন বাইসেপস দেখিয়ে সেলিব্রেট করলেন রোহিত শর্মা?
Image Credit source: Twitter

Follow Us

আমেদাবাদ: বিশ্বকাপে (ICC World Cup) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে আমেদাবাদে সুপার ডুপার হিট ছিল রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট। ৮৬ রানের দুরন্ত ইনিংস হিটম্যান সাজিয়েছিলেন ৬টি চার এবং ৬টি ছয় দিয়ে। পাক বোলারদের বিরুদ্ধে রোহিতের মারা একের পর এক বল গিয়ে পড়ছিল বাউন্ডারি লাইনের বাইরে। গ্যালারি ভর্তি দর্শকরা বার বার সেই সময় স্লোগান তুলছিল ‘রোহিত… রোহিত…।’ অর্ধশতরানের পর দেখা যায় বাইসেপ দেখিয়ে সেলিব্রেট করছেন রোহিত। যা দেখে অনফিল্ড আম্পায়ারকেও হাসতে দেখা গিয়েছিল। কিন্তু এমন সেলিব্রেশনের কারণ কী? খোদ হিটম্যান জানিয়েছেন তা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অষ্টম বার ওডিআই বিশ্বকাপে পাক-বধ করেছে মেন ইন ব্লু। ম্যাচের শেষে রোহিত শর্মা তাঁর ডেপুটি হার্দিক পান্ডিয়ার সঙ্গে কথা বলার সময় জানান, তাঁর হাফসেঞ্চুরির পর বাইসেপ দেখিয়ে সেলিব্রেশনের কারণ কী ছিল। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে হার্দিককে বলতে শোনা যায় রোহিতকে, ‘বাইসেপ দেখিয়ে কেন এমন সেলিব্রেশন করলে?’ হার্দিকের প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘আমাকে আম্পায়ার জিজ্ঞাসা করেছিল, এত লম্বা ছক্কা কী করে মারলে? তোমার ব্যাটে কী কিছু আছে? তখন আমি বলি আমার ব্যাটে কিছু নেই। বাইসেপস দেখিয়ে বলি শক্তি আছে।’

হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের বিরুদ্ধে রোহিতের এই বিধ্বংসী ব্যাটিংয়ের কারণ কী ছিল? এই প্রসঙ্গে রোহিত বলেন, ‘গত ২ বছর ধরে আমি এই রকম ব্যাটিংয়ের চেষ্টা করছি। পিচ ভালো ছিল, তাই আমি আমার পছন্দমতো শট খেলার চেষ্টা করেছি। বল ভালো মতোই ব্যাটে আসছিল। তবে একটুর জন্য সেঞ্চুরি হয়নি।’ রোহিত সেঞ্চুরি হাতছাড়া করেছেন ঠিকই, কিন্তু তাঁর এই ইনিংস চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Next Article