আমেদাবাদ: শনিবারের ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভারতের সমর্থকে গমগম করছে আমেদাবাদ। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। নরেন্দ্র মোদী স্টেডিয়াম তৈরি মেন ইন ব্লু আর গ্রিন আর্মির দ্বৈরথের জন্য। অনেকেই বলছেন গ্রিন আর্মির বিরুদ্ধে পাল্লা ভারী মেন ইন ব্লুর। এ বারের বিশ্বকাপে (ICC World Cup) ভারত ও পাকিস্তান দুটো দলই দুটো করে ম্যাচ জিতে আগামিকাল আমেদাবাদে মুখোমুখি হচ্ছে। একদিকে ভারত চাইবে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে। অন্যদিকে পাকিস্তান চাইবে ভারতকে হারিয়ে অঘটন ঘটাতে। ২৪ ঘণ্টাও বাকি নেই এই মেগা ম্যাচ হতে। তার আগে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানকে দেখা গেল একঝাঁক ভারতীয় নেট বোলারদের সঙ্গে সময় কাটাতে। যাঁরা বাবর-রিজওয়ানদের ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য তৈরি করেছেন, তাঁদেরই এ বার পরামর্শ দিলেন রিজওয়ান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শনিবার দুপুর ২টো নাগাদ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান। এই ম্যাচের উত্তাপ থার্মোমিটারেও মাপা যাবে না। মহারণে ভারতীয় শিবিরে যেমন নজর থাকবে, তেমনই বিশেষ নজর থাকবে পাক শিবিরের কয়েকজন তারকার উপর। তার মধ্যে একজন হলেন মহম্মদ রিজওয়ান। শ্রীলঙ্কা ম্যাচে ক্র্যাম্প নিয়ে ব্যাটিং করে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন রিজওয়ান। তাঁর মতো লড়াকু ব্যাটার নিশ্চিতভাবে ভারতীয় শিবিরের জন্য মাথাব্যাথার। পাক ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম আলোচিত ক্রিকেটার তিনি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে ভারতীয় নেট বোলাররা পাকিস্তান টিমকে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হতে সাহায্য করেছেন, তাঁদের এ বার পরামর্শ দিলেন রিজওয়ান। তরুণ ভারতীয় নেট বোলারদের কাছে যা বিশেষ প্রাপ্তি। ভারতীয় নেট বোলারদের সঙ্গে রিজওয়ানের কথোপকথনের সেই ছবি ভিডিয়ো পিসিবি তাদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে।
Cricket wisdom on the sidelines 🤝@iMRizwanPak sharing tips with the net bowlers in Ahmedabad 🏏
📹 WATCH 👉 https://t.co/ksPx3SDwK6#CWC23 | #DattKePakistani | #WeHaveWeWill pic.twitter.com/1C99yUuKjy
— Pakistan Cricket (@TheRealPCB) October 13, 2023
মহম্মদ রিজওয়ান আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে এখনও অবধি ৬৭টি ম্যাচ খেলেছেন। তাতে তিনি করেছেন ১৮৯২ রান। যার মধ্যে রয়েছে ৩টি শতরান এবং ১৩টি অর্ধশতরান। চলতি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ২ ম্যাচেই তিনি ছাপ রেখেছেন। প্রথম ম্যাচে ডাচদের বিরুদ্ধে ৬৮ রান করেছিলেন। তারপর শেষ ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে ১৩১ নট আউট ইনিংস উপহার দেন রিজওয়ান। এ বার দেখার আগামিকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজাদের বিরুদ্ধে তাঁর ব্যাট জ্বলে ওঠে কিনা।