নয়াদিল্লি: ভক্তদের আবদার তিনি বরাবরই মেটান। এ বার ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) এক ক্রিকেটারের আবদারও মেটালেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে (Haris Rauf) নিজের সই করা জার্সি উপহার হিসেবে পাঠালেন এমএসডি। স্বাভাবিকভাবেই এই উপহার পেয়ে খুশি ধরে রাখতে পারেননি পাক তারকা পেসার। সোশ্যাল মিডিয়ায় ধোনির সই করা জার্সির ছবি পোস্ট করে অনুরাগীদের সামনে তাঁর মনের অবস্থা তুলে ধরেছেন। এবং মাহিকে ধন্যবাদও জানান রউফ।
পাক তারকার টুইট থেকে জানা যায়, চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণনের মাধ্যমে তাঁকে জার্সিটি পাঠিয়েছেন ধোনি। টুইটারে ধোনির সই করা জার্সির ছবি পোস্ট করে পাক পেসার হ্যারিস রউফ লেখেন, “কিংবদন্তি এবং ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি তাঁর এই জার্সিটি অসাধারণ উপহার হিসেবে আমাকে দিয়ে সম্মানিত করেছেন। ‘৭’ নম্বরটা এখনও হৃদ্যতা এবং শুভেচ্ছা বিনিময় করে মন জয় করে চলেছেন। সাহায্য করার জন্য রাসেল রাধাকৃষ্ণনকে বিশেষ ধন্যবাদ।”
The legend & capt cool @msdhoni has honored me with this beautiful gift his shirt. The "7" still winning hearts through his kind & goodwill gestures. @russcsk specially Thank you so much for kind support. pic.twitter.com/XYpSNKj2Ia
— Haris Rauf (@HarisRauf14) January 7, 2022
এর পর হ্যারিসের টুইটের উত্তরে রাসেল লেখেন, ‘যখন আমাদের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি কোনও প্রতিশ্রুতি দেন, তিনি কথা রাখেন।’
When our captain @msdhoni promises he delivers , glad you love it champ #whistlepodu @ChennaiIPL https://t.co/3qybd0oFEE
— Russell (@russcsk) January 7, 2022
পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত হ্যারিস রউফ ৮টি ওয়ান ডে ও ৩৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। দুই ফর্ম্যাটে তিনি যথাক্রমে ১৪ ও ৪১টি উইকেট নিয়েছেন। রউফ বর্তমানে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে খেলছেন। বিগ ব্যাশ লিগে এই প্রথম বার খেলতে নেমে ১০ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: Ashes Series: দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি, টেস্টে অবিশ্বাস্য প্রত্যাবর্তন খোয়াজার
আরও পড়ুন: India vs South Africa: বাবার কাছে কোন প্রতিজ্ঞা করে জো’বার্গে টিম ইন্ডিয়াকে হারিয়েছেন ডিন এলগার?
আরও পড়ুন: Novak Djokovic: এক নম্বর জায়গা খোয়াতে পারেন, জোকারকে নিয়ে নাটক অব্যহত