Ashes Series: দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি, টেস্টে অবিশ্বাস্য প্রত্যাবর্তন খোয়াজার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 08, 2022 | 4:30 PM

অস্ট্রেলিয়ার অ্যাসেজ ইতিহাসে খোয়াজা ষষ্ঠ ব্যাটার, যিনি দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন।

Ashes Series: দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি, টেস্টে অবিশ্বাস্য প্রত্যাবর্তন খোয়াজার
Ashes Series: দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি, টেস্টে অবিশ্বাস্য প্রত্যাবর্তন খোয়াজার (ছবি-আইসিসি টুইটার)

Follow Us

সিডনি: এসসিজি আরও একবার দু’হাত ভরে দিল উসমান খোয়াজাকে (Usman Khawaja)। ২০১০ সালের অ্যাসেজ সিরিজে (Ashes Series) এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই অস্ট্রেলিয়ার অভিষেক হয়েছিল পাক-জাত ক্রিকেটারের। সেই এসসিজিতেই ফের দুরন্ত পারফরম্যান্স খোয়াজার। অ্যাসেজের চতুর্থ টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন তিনি। প্রথম ইনিংসে করেছিলেন ১৩৭। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এল নট আউট ১০১ রান।

ক্রিকেট অনেক সময় প্রত্যাবর্তনের কাহিনি শোনায়। কিন্তু ৩৫ বছরের কোনও ক্রিকেটারের এমন রাজকীয় প্রত্যাবর্তন কখনও হয়েছে কিনা, মনে পড়ছে না। যা দেখে অনেকেই বিস্মিত। ইয়ান বিশপের মতো প্রাক্তন টুইটারে লিখেছেন, ‘পরিশ্রম করে, তৈরি থাকো, সুযোগ পেলে কাজে লাগাও। উসমান খোয়াজা যেন জীবন-দর্শন তুলে ধরল। এই বয়সেও দুরন্ত প্রত্যাবর্তন।’

শেন ওয়ার্নের ব্যাখ্যা, ‘অসাধারণ ইনিংস খোয়াজার। ওকে কুর্নিশ। পর পর দুই ইনিংসে দুটো অনবদ্য সেঞ্চুরি। এখন কিন্তু ওকে আর টিম থেকে বাদ দেওয়া যাবে না।’ মাইকেল ভন আবার লিখেছেন, ‘এই সপ্তাহে উসমান খোয়াজার থেকে ভালো ক্রিকেট আর কেউ খেলেনি। সিডনির পিচ ব্যাট করার উপযোগী ছিল না। কিন্তু ও খুব সহজে দুটো ইনিংস খেলেছে।’

অস্ট্রেলিয়ার অ্যাসেজ ইতিহাসে খোয়াজা ষষ্ঠ ব্যাটার, যিনি দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। ১৯০৯ সালে ওভালে ১৩৬ ও ১৩০ করেছিলেন ওয়ারেন ব্র্যাডসলে। আর্থার মরিস ১৯৪৭ সালে অ্যাডিলেডে করেছিলেন ১২২ ও ১২৪। ১৯৯৭ সালে স্টিভ ওয়া, ২০০২ সালে ম্যাথু হেডেন, ২০১৯ সালে আবার এজবাস্টেন টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন স্টিভ স্মিথ। সেই ক্লাবে ঢুকে পড়লেন খোয়াজাও।

আরও পড়ুন: India vs South Africa: বাবার কাছে কোন প্রতিজ্ঞা করে জো’বার্গে টিম ইন্ডিয়াকে হারিয়েছেন ডিন এলগার?

Next Article