Asia Cup 2023, Pakistan vs Nepal Highlights: অভিষেককারী নেপালের বিরুদ্ধে ২৩৮ রানে জয় পাকিস্তানের
Asia Cup 2023, Pakistan vs Nepal Match Live score Updates: আজ এশিয়া কাপের বোধন। মুলতানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং নেপাল। উদ্বোধনী ম্যাচের বিস্তারিত জানতে চোখ রাখুন এই লাইভব্লগে।
মুলতান: অপেক্ষার অবসান। আজ, বুধবার মুলতানে ২০২৩ এশিয়া কাপের (Asia Cup 2023) বল মাঠে গড়াল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নেপাল। এ বারের এশিয়া কাপ যৌথভাবে আয়োজন করছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। মোট ৬টি দেশ এ বারের এশিয়া কাপে খেলবে। নেপালের আজ অভিষেক হল এশিয়া কাপে। মুলতানে আয়োজক পাকিস্তানের বিরুদ্ধে নেপালের এশিয়া কাপ যাত্রা শুরুটা ভালো হল না। অভিষেক ম্যাচে বিশ্বের এক নম্বর দলের কাছে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হার নেপালের। তবে এই ম্যাচ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করল নেপাল। ম্যাচের কিছুক্ষেত্রে নজর কাড়লেও সার্বিক ভাবে এক নম্বর দলের বিরুদ্ধে পেরে উঠল না তারা। এশিয়া কাপে পাকিস্তান বনাম নেপাল (Pakistan vs Nepal) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
LIVE Cricket Score & Updates
-
পাকিস্তানের বিশাল জয়
রেকর্ড পার্টনারশিপ, বাবরের শতরান, বিশাল জয়। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের বিস্তারিত পড়ুন : পাকিস্তানের বড় জয়ে নেপালের প্রাপ্তি অভিজ্ঞতা
-
পার্টনারশিপ
চতুর্থ উইকেট জুটিতে ৫০ পেরিয়ে গেল নেপাল। অভিষেক এশিয়া কাপে তাদের জন্য দারুণ প্রাপ্তি।
-
-
স্বস্তি বদলে গেল অস্বস্তিতে
জোড়া বাউন্ডারিতে ইনিংসের সূচনা হয়েছিল। এরপরই জোড়া ধাক্কা শাহিন আফ্রিদির। প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে নেপাল।
-
বাউন্ডারিতে ইনিংস শুরু
ভুর্তেলের অফ ড্রাইভ, পাকিস্তানের খারাপ ফিল্ডিং। বাউন্ডারিতে ইনিংস শুরু নেপালের। পরের বলে লেগ সাইডে ফুলটস, ফের বাউন্ডারি।
-
পাকিস্তান ইনিংসের বিস্তারিত
পাকিস্তান ইনিংস, বাবরের রেকর্ড, বিস্তারিত পড়ুন: বাবরের ‘বিগ’ সেঞ্চুরি, পাক অধিনায়কের সামনে শুধু সইদ আনোয়ার
-
-
ক্যাপ্টেনের পথে ইফতিকার
অধিনায়ক বাবর আজমের পর শতরান ইফতিকার আহমেদের। বিধ্বংসী সেঞ্চুরি। পাকিস্তান ৩৩০ পেরিয়ে গিয়েছে।
-
এক নম্বরের ১৯ তম শতরান
আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন বাবর আজম। কেরিয়ারের ১৯ তম ওডিআই শতরান। ১০৯ বলে সেঞ্চুরিতে পৌঁছলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি এই ইনিংস না খেললে প্রবল চাপে পড়ত পাকিস্তান।
-
সেঞ্চুরি আসবে!
উল্টোদিক নড়বড়ে হলেও একদিক দারুণ ভাবে আগলে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৮১ রানে ব্যাট করছেন। কেরিয়ারে আরও একটা সেঞ্চুরি আসবে?
-
বাবরের অর্ধশতরান
কেরিয়ারে আরও একটা অর্ধশতরান। ৭২ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছলেন পাকিস্তান অধিনায়ক।
-
রং-রিভার্স!
সলমন আঘা ১৪ বলে ৫ রানেই আউট। বাবরের সঙ্গে জুটি বাঁধতে পারলেন না। সন্দীপ লামিছানের বোলিংয়ে রিভার্স সুইপ খেলেন সলমন। সার্কেলে ফিল্ডার ছিলেন। নীচু ক্যাচে আউট সলমন।
-
রিজওয়ান রান আউট
নবীশের মতো ভুল। রান নিতে দৌড়েছিলেন। সাধারণত ব্যাট মাটিতে ঘসেই দ্রুত ক্রিজে ঢোকার চেষ্টা করেন ব্যাটাররা। রিজওয়ান এত গাছাড়া মনোভাব নিয়ে দৌড়চ্ছিলেন, যেন সহজেই পৌঁছে যাবেন। আত্মতুষ্টিতেই ডুবলেন।
-
ফিল্ডিংয়ে নজর কাড়ছে নেপাল
আইসিসি পূর্ণ সদস্য দেশগুলির বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা তেমন নেই। এশিয়া কাপে অভিষেক হল নেপালের। বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বে তথাকথিত বড়দলগুলির মধ্যে তিন প্রতিপক্ষর বিরুদ্ধে খেলার সুযোগ হয়েছিল। বিশ্বের এক নম্বর ওডিআই দলের বিরুদ্ধে দারুণ ফিল্ডিং নেপালের।
-
বাবর-রিজওয়ান জুটিতে এগোচ্ছে গ্রিন আর্মি
খুব তাড়াতাড়ি ২ ওপেনারের উইকেট হারালেও আপাতত পাক দলকে টেনে নিয়ে যাচ্ছেন অধিনায়ক বাবর আজম এবং পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। এই জুটিতে এখনও উঠেছে ৬৬ রান। ২০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৯১।
-
পাওয়ার প্লে শেষ
পাকিস্তানের পাওয়ার প্লে শেষ। শুরুর ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে পাকিস্তান। ক্রিজে মহম্মদ রিজওয়ান ও বাবর আজম।
-
রান আউট ইমাম
সপ্তম ওভারের প্রথম বলেই পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। রান আউট হয়ে মাঠ ছাড়লেন ইমাম উল হক।
-
পাক ওপেনিং জুটি ভাঙল
২০ বলে ১৪ রান করে মাঠ ছাড়লেন ফখর জমান। নেপালকে প্রথম উইকেট এনে দিলেন করণ। ক্রিজে নতুন ব্যাটার পাক অধিনায়ক বাবর আজম।
-
ক্যাচ মিস
পাকিস্তানের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। ৪.৫ ওভারে পাক ওপেনার ইমাম উল হকের ক্যাচ মিস করেন নেপালের সোমপাল কামী। এই ক্যাচ মিসের মাসুল গুনতে হবে কিনা সেটাই ভাবতে দেখা গেল নেপালের ক্রিকেটারদের।
-
৩ ওভারে পাকিস্তান ১১/০
পাকিস্তানের ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। শুরুর তিন ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১ রান তুলেছে পাকিস্তানের ওপেনিং জুটি।
-
পাকিস্তানের ইনিংস শুরু
এ বারের এশিয়া কাপের বল গড়াল মাঠে। পাকিস্তানের ইনিংস শুরু। ওপেনিংয়ে নামলেন ইমাম উল হক ও ফখর জমান। বল হাতে সূচনা করলেন নেপালের সোমপাল কামী।
-
পারফর্ম করছেন আইমা-ত্রিশালা
চলছে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান। নেপালি গায়িকা মঞ্চ মাতাচ্ছেন।
Nepal singer performance at the Asia Cup opening game. pic.twitter.com/hwDTAceKzk
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 30, 2023
-
উদ্বোধনী ম্যাচ কার পাল্লা ভারী?
সদ্য আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করে আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ওডিআই টিম হিসেবে উঠে এসেছে পাকিস্তান। বুধবার উদ্বোধনী ম্যাচে টস জিতলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
পড়ুন বিস্তারিত – Pakistan vs Nepal, Asia Cup 2023 : উদ্বোধনী ম্যাচে টস জিতলেন বাবর আজম, প্রথমে ব্যাটিং পাকিস্তানের
-
পাকিস্তানের একাদশ
পাকিস্তানের একাদশ – ফখর জমান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, সলমন আগা, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং নাসিম শাহ।
-
নেপালের একাদশ
এক ঝলকে দেখে নিন নেপালের একাদশ – কুশল ভুর্তৈল, আসিফ শেখ, রোহিত পাওডেল, আরিফ শেখ, কুশল মল্লা, দীপেন্দ্র এরী, গুলশন ঝা, সোমপাল কামী, করণ কেসী, সন্দীপ লামিছানে ও ললিত রাজবংশী।
-
টস আপডেট
মুলতানে টস জিতলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন গ্রিন আর্মির নেতা বাবর।
-
মুলতানে হাজির এশিয়া কাপের ট্রফি
এশিয়া কাপের চকচকে ট্রফি হাজির পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে। আর ৩০ মিনিট পর শুরু হবে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ।
A magical Super 11 Asia Cup trophy tour across Multan's iconic locations 🏆🌟
The action commences today! 🙌#AsiaCup2023 pic.twitter.com/0VDFp6nYAU
— Pakistan Cricket (@TheRealPCB) August 30, 2023
-
কখন হবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান
ভারতীয় সময় অনুসারে আজ দুপুর ২.৩০ মিনিটে মুলতানে হবে এশিয়া কাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এ বারের এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ এবং নেপালের গায়িকা ত্রিশালা গুরুঙ্গ।
Witness the Super 11 Asia Cup 2023 curtain-raiser live on 30 August at the Multan Cricket Stadium 🏟️
Enjoy live fireworks and performances by Aima Baig and Nepal's Trishala Gurung, followed by the opening match between Pakistan and Nepal 🎆✨#AsiaCup2023 pic.twitter.com/NtWbLfoSu1
— Pakistan Cricket (@TheRealPCB) August 29, 2023
-
ভারতীয় ক্রিকেট টিম পৌঁছে গেল শ্রীলঙ্কায়
আজ পাকিস্তানে শুরু হচ্ছে এশিয়া কাপ। এ দিকে শ্রীলঙ্কায় পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট টিম। সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কায় পৌঁছনোর ভিডিয়ো ভাইরাল হয়েছে।
Team India at Sri Lanka for the Asia Cup. [wrogn_editz]pic.twitter.com/kzqoTQrnhF
— Johns. (@CricCrazyJohns) August 30, 2023
-
এশিয়া কাপের বোধনের আগে বাংলাদেশ শিবিরে ধাক্কা
এশিয়া কাপের ঢাকে কাঠি পড়ার আগে বিরাট ধাক্কা খেল বাংলাদেশ শিবির। আজ জানা গিয়েছে এ বারের এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের তারকা উইকেট কিপার ব্যাটার লিটন দাস। তাঁর পরিবর্তও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পড়ুন বিস্তারিত – Asia Cup 2023: এশিয়া কাপের আগে বিরাট ধাক্কা বাংলাদেশের, ছিটকে গেলেন লিটন দাস
-
পড়ুন পাক বনাম নেপাল ম্যাচের প্রিভিউ
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বৈপরিত্য। ২০১৮ সালে ওডিআই ক্রিকেটের স্বীকৃতি পেয়েছে নেপাল। তাদের কাছে পাকিস্তান, ভারতের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়াটাই স্বপ্নের মতো। অবশেষে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। কে জানে, নেপালও হয়তো বিশ্বকাপ খেলবে!
পড়ুন বিস্তারিত – Asia cup 2023 PAK vs NEP Match Prediction: পাকিস্তানের মঞ্চে অভিষেক ম্যাচ মাতানোর সুযোগ নতুন নেপালের
-
আজ এশিয়া কাপের বোধন
আজ, ৩০ অগস্ট। শুরু হবে এ বারের এশিয়া কাপ। এ বারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে আয়োজক পাকিস্তান ও এই টুর্নামেন্টে অভিষেক হতে চলা টিম নেপাল।
Published On - Aug 30,2023 1:26 PM