ICC World Cup 2023: চিপকে আজ পাক বনাম প্রোটিয়ারা, এই ম্যাচে যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বাবর-মার্কব়্যামরা

Pakistan vs South Africa, ICC ODI World Cup 2023: বিশ্বকাপে টানা ৩ ম্যাচ হেরে বিরাট চাপে বাবর আজমের পাকিস্তান। এই পরিস্থিতিতে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আজ জয় চাই। এই পরিস্থিতিতে ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে পাকিস্তান। ডি'কক-ক্লাসেনরা আবার বাবরদের হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে চায়।

ICC World Cup 2023: চিপকে আজ পাক বনাম প্রোটিয়ারা, এই ম্যাচে যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বাবর-মার্কব়্যামরা
ICC World Cup 2023: চিপকে মুখোমুখি গ্রিন আর্মি ও প্রোটিয়ারা, এই ম্যাচে যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বাবর-মার্কব়্যামরা Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 8:08 AM

চেন্নাই: দশ দলের বিশ্বকাপের (ICC World Cup 2023) জন্য লড়াই জমে উঠেছে। সেমিফাইনালের অঙ্ক কোনও দলের জন্য কঠিন হচ্ছে। আবার কোনও দল লড়াই করে সেমির আশা জিইয়ে রাখছে। কলকাতায় আসার আগে আজ প্রোটিয়াদের হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া বাবর আজমরা। বিশ্বকাপে টানা ৩ ম্যাচ হেরে বিরাট চাপে বাবর আজমের পাকিস্তান। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আজ জয় চাই। এই পরিস্থিতিতে ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে পাকিস্তান (Pakistan vs South Africa)। ডি’কক-ক্লাসেনরা আবার বাবরদের হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে চায়। পাকিস্তানকে হারালে পয়েন্ট টেবলের শীর্ষেও পৌঁছে যেতে পারে প্রোটিয়ারা। এই ম্যাচে একঝাঁক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন দুই দলের ক্রিকেটাররা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চিপকে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে সকল রেকর্ড গড়তে পারেন —

  1. বাবর আজম – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৫০টি ক্যাচের রেকর্ড গড়তে হলে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে নিতে হবে আর ২টি ক্যাচ।
  2. শাহিন শাহ আফ্রিদি – ওডিআই কেরিয়ারের ৫০তম ম্যাচে নামতে চলেছেন পাক তারকা শাহিন শাহ আফ্রিদি। ওডিআইতে উইকেটের সেঞ্চুরি করার জন্য শাহিনের চাই আর ৪টি উইকেট।
  3. মহম্মদ রিজওয়ান – পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানের আন্তর্জাতিক একজিনের ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ করার জন্য চাই আর মাত্র ৫ রান।
  4. হাসান আলি – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে উইকেটের সেঞ্চুরির জন্য হাসান আলির চাই আর ১টি উইকেট।
  5. হ্যারিস রউফ – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ১৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়তে হলে হ্যারিস রউফকে নিতে হবে আর ৫টি উইকেট।
  6. মহম্মদ নওয়াজ – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ মহম্মদ নওয়াজ খেলার সুযোগ পেলে, এটি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ১০০তম ম্যাচ হতে চলেছে।
  7. এইডেন মার্কব়্যাম – দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এইডেন মার্কব়্যামের আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করার জন্য চাই আর ২টি উইকেট। এবং ওডিআইতে ছক্কার হাফসেঞ্চুরির জন্য এইডেনের ব্যাটে চাই আর ৬টি ছয়।
  8. রসি ভ্যান ডার ডুসেন – আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য রসি ভ্যান ডার ডুসেনের আর চাই ১১ রান।