PAK vs SA, ICC World Cup 2023 Highlights: সেমিফাইনালের স্বপ্ন শেষ, পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় প্রোটিয়াদের

| Edited By: | Updated on: Oct 28, 2023 | 2:30 AM

Pakistan vs South Africa, ICC world Cup 2023 Live Highlights: ওডিআই বিশ্বকাপে আজ শুক্রবার চেন্নাইয়ে মুখোমুখি বাবর আজমের পাকিস্তান এবং তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। ছন্দে রয়েছে প্রোটিয়ারা। অন্যদিকে হারের হ্যাটট্রিকের পর অস্বস্তিতে রয়েছে পাকিস্তান। এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য চোখ রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।

PAK vs SA, ICC World Cup 2023 Highlights: সেমিফাইনালের স্বপ্ন শেষ, পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় প্রোটিয়াদের
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় প্রোটিয়াদের

চেন্নাই: বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্বের  ২৬তম ম্যাচে চিপকে মুখোমুখি হয়েছিল বাবর আজমের পাকিস্তান এবং তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও সাউদ শাকিলের জোড়া হাফ সেঞ্চুরি। নির্ধারিত ৫০ ওভার পর্যন্ত খেলার সুযোগ পায়নি পাকিস্তান। ৪৬.০৪ ওভারেই অলআউট গ্রিন আর্মি। দক্ষিণ আফ্রিকাকে ২৭১ রানের টার্গেট দেন আফ্রিদিরা। ২৭১ রান তাড়া করতে নেমে মাঝে একের পর এৎ উইকেট হারাতে শুরু করে প্রোটিয়ারা। তবে মার্কব়্যামের দুরন্ত ৯০ রান ও সবশেষে কেশব মহারাজ ও তাবরাইজ শামসির ঠান্ডা মাথায় অনবদ্য ইনিংসই ম্য়াচ জিতিয়ে দেয়। প্রোটিয়াদের এই ম্যাচের প্রত্যেক মুহূর্তের লাইভ আপডেটে পাবেন  TV9Bangla Sports এর এই লাইভব্লগে।

Key Events

এক নজরে হেড টু হেড

ওডিআই বিশ্বকাপে ৫ বার দুই দলের সাক্ষাৎ। পাকিস্তানের জয় ২ বার। দক্ষিণ আফ্রিকার জয় ৩ বার।

পয়েন্ট টেবলে দুই দল কোন জায়গায়

বিশ্বকাপের পয়েন্ট টেবলের দুই নম্বরে প্রোটিয়ারা। ছয় নম্বরে পাকিস্তান।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 27 Oct 2023 10:36 PM (IST)

    ICC ODI World Cup 2023: হারল পাকিস্তান, শেষ হাসি হাসল প্রোটিয়ারা

    পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। ২৭১ রান তাড়া করতে নেমে ১ উইকেটে জয়ী প্রোটিয়ারা।

  • 27 Oct 2023 09:49 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন মার্কব়্যাম

    শতরান থেকে মাত্র ৭ রান দূরে ছিলেন। ফিরতে হল মার্কব়্যামকে। তাঁকে ফেরালেন সেই উসামা।

  • 27 Oct 2023 09:10 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন মিলার

    ফের উইকেট হারাল প্রোটিয়ারা। মিলারকে ফেরালেন শাহিব শাহ আফ্রিদি।

  • 27 Oct 2023 07:50 PM (IST)

    ICC World Cup: ডুসেন আউট

    উসামা মীর তুলে নিলেন রসি ভ্যান ডার ডুসেনের উইকেট। প্রোটিয়াদের জমাট জুটি ভাঙল। ২১ রান করে মাঠ ছাড়লেন ডুসেন।

  • 27 Oct 2023 07:16 PM (IST)

    ICC World Cup: প্রোটিয়াদের পাওয়ার প্লে শেষ

    প্রোটিয়াদের ইনিংসের পাওয়ার প্লে শেষ। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৬৭ রান। ক্রিজে এইডেন মার্কব়্যাম ও রসি ভ্যান দার ডুসেন। জিততে হলে বাকি ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকাকে তুলতে হবে ২০৪ রান।
  • 27 Oct 2023 07:06 PM (IST)

    ICC World Cup: বাভুমা আউট

    মহম্মদ ওয়াসিম তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার উইকেট। ২৭ বলে ২৮ রান করে মাঠ ছাড়লেন বাভুমা।

  • 27 Oct 2023 06:51 PM (IST)

    ICC World Cup: প্রোটিয়াদের ইনিংসের ৬ ওভারের খেলা শেষ

    • দক্ষিণ আফ্রিকা প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৩৯ রান।
    • ক্রিজে তেম্বা বাভুমা (৫) ও রসি ভ্যান দার ডুসেন (৪)।
    • জিততে হলে বাকি ৪৪ ওভারে দক্ষিণ আফ্রিকাকে এখন তুলতে হবে ২৩২ রান।
  • 27 Oct 2023 06:36 PM (IST)

    ICC World Cup: ডি’কককে ফেরালেন শাহিন

    প্রোটিয়াদের বড় ধাক্কা দিলেন শাহিন শাহ আফ্রিদি। কুইন্টন ডি’ককের উইকেট তুলে নিলেন শাহিন। ১৪ বলে ২৪ রান করে মাঠ ছাড়লেন শাহিন আফ্রিদি।

  • 27 Oct 2023 06:19 PM (IST)

    ICC World Cup: রান তাড়া করতে নামল প্রোটিয়ারা

    টার্গেট ২৭১। রান তাড়া করতে নামল প্রোটিয়ারা। ওপেনিংয়ে কুইন্টন ডি’কক ও তেম্বা বাভুমা।

  • 27 Oct 2023 05:51 PM (IST)

    ICC World Cup: প্রোটিয়াদের টার্গেট ২৭১

    প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার অবধি ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। ৪৬.৪ ওভারে ২৭০ রান তুলে অলআউট হয়েছে পাকিস্তান। প্রোটিয়াদের জিততে হলে চাই ৫০ ওভারে ২৭১ রান।

  • 27 Oct 2023 05:38 PM (IST)

    ICC World Cup: পাকিস্তানের ইনিংস বাকি ১৫ ওভারের

    • পাকিস্তানের ইনিংসের ৩৫ ওভারের খেলা শেষ।
    • এই ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ২৬৫ রান।
    • ক্রিজে মহম্মদ ওয়াসিম ও মহম্মদ নওয়াজ।
  • 27 Oct 2023 05:15 PM (IST)

    ICC World Cup: শাকিলের হাফসেঞ্চুরি

    ৫০ বলে অর্ধশতরান পূর্ণ করলেন পাক তারকা সাউদ শাকিল। তাঁর সঙ্গী এখন মহম্মদ নওয়াজ।

  • 27 Oct 2023 04:23 PM (IST)

    ICC World Cup: পাকিস্তানের ৩০ ওভারের খেলা শেষ

    পাকিস্তানের ইনিংসের ৩০ ওভারের খেলা শেষ। এই ৩০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে পাকিস্তান। ক্রিজে সাউদ শাকিল (১৪*) ও শাদাব খান (৩*)।
  • 27 Oct 2023 04:10 PM (IST)

    ICC World Cup: বাবরকে ফেরালেন শামসি

    ৬৫ বলে ৫০ রান করে মাঠ ছাড়লেন পাক নেতা বাবর আজম। বড় উইকেট তুলে নিলেন তাবরাইজ শামসি।

  • 27 Oct 2023 04:00 PM (IST)

    ICC World Cup: বাবরের হাফসেঞ্চুরি

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৪ বলে অর্ধশতরান পূর্ণ করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

  • 27 Oct 2023 03:58 PM (IST)

    ICC World Cup: আউট ইফতিকার

    ইফতিকার আহমেদের উইকেট তুলে নিলেন তাবরাইজ শামসি। ৩১ বলে ২১ রান করে মাঠ ছাড়লেন ইফতিকার।

  • 27 Oct 2023 03:17 PM (IST)

    ICC World Cup: রিজওয়ান আউট

    জেরাল্ড কোয়েটজি তুলে নিলেন মহম্মদ রিজওয়ানের উইকেট। ৩১ রান করে মাঠ ছাড়লেন মহম্মদ রিজওয়ান। ১৬তম ওভারে তৃতীয় ধাক্কা খেল রিজওয়ান।

  • 27 Oct 2023 02:52 PM (IST)

    ICC World Cup: পাওয়ার প্লে শেষ

    পাকিস্তানের ইনিংসের পাওয়ার প্লে শেষ। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রান তুলেছে পাকিস্তান। ক্রিজে বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।

  • 27 Oct 2023 02:37 PM (IST)

    ICC World Cup: ইমাম আউট

    ১৮ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ইমাম উল হক। দ্বিতীয় ধাক্কা খেল পাকিস্তান। প্রোটিয়াদের দ্বিতীয় ধাক্কাও দিলেন মার্কো জ্যানসেন।

  • 27 Oct 2023 02:22 PM (IST)

    ICC World Cup: জ্যানসেন ফেরালেন আবদুল্লাকে

    মার্কো জ্যানসেন তুলে নিলেন আবদুল্লা শফিকের উইকেট। প্রথম ধাক্কা খেল পাকিস্তান। ৯ রান করে মাঠ ছাড়লেন আবদুল্লা। পঞ্চম ওভারের তৃতীয় বলে আবদুল্লা আউট হলেন। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নিলেন লুনগি এনগিডি।

  • 27 Oct 2023 02:01 PM (IST)

    ICC World Cup: পাকিস্তানের ইনিংস শুরু

    মরণ-বাঁচন ম্যাচ। পাকিস্তানের লক্ষ্য স্কোরবোর্ডে বড় রান তোলা। শুরু হল গ্রিন আর্মির ইনিংস। ওপেনিংয়ে আবদুল্লা শফিক ও ইমাম উল হক। বোলিংয়ে সূচনায় মার্কো জ্যানসেন।

  • 27 Oct 2023 01:43 PM (IST)

    ICC World Cup: প্রোটিয়াদের একাদশ

    ব্যক স্প্যাজমের কারণে আজকের ম্যাচে নেই কাগিসো রাবাডা। এক ঝলকে দেখে নিন পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার একাদশ –

  • 27 Oct 2023 01:42 PM (IST)

    ICC World Cup: রইল গ্রিন আর্মির একাদশ

    পাক টিমের একাদশে আজ জোড়া পরিবর্তন। এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রিন আর্মির একাদশ –

  • 27 Oct 2023 01:33 PM (IST)

    ICC World Cup: টস আপডেট

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

  • 27 Oct 2023 01:25 PM (IST)

    ICC World Cup: ম্যাচ শুরুর আগে দেখে নিন প্রিভিউ

    Pakistan vs South Africa, ICC ODI World Cup 2023: ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ৫টি করে ম্যাচ খেলেছে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে ৪টি ম্যাচ জিতেছে প্রোটিয়ারা। হার ১টিতে। অন্যদিকে পাকিস্তানের জয় ২টি, হার ৩টি। হারের হ্যাটট্রিক করে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছেন বাবর-শাহিনরা। আজ দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তান হারাতে না পারলে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই দূরে চলে যাবে গ্রিন আর্মি।

    পড়ুন বিস্তারিত – PAK vs SA, ICC WC Match Preview: মরণ-বাঁচন ম্যাচে প্রোটিয়াদের হারাতে মরিয়া বাবর আজমের পাকিস্তান

  • 27 Oct 2023 01:19 PM (IST)

    ICC World Cup: প্রোটিয়া ম্যাচের আগে চাপে পাকিস্তান

    Pakistan vs South Africa, ICC ODI World Cup 2023: চলতি বিশ্বকাপে টানা ৩ ম্যাচে হেরে বিরাট চাপে বাবর আজমরা। সেই চাপ আরও বাড়ল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে পাকিস্তান পাবে না দলের অভিজ্ঞ পেসারকে। যা এই ম্যাচে প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, অসুস্থতার কারণে ওই পেসার আজ খেলতে পারবেন না।

    পড়ুন বিস্তারিত: ICC World Cup 2023: বাবরের গ্রিন আর্মির বিরাট চাপ, প্রোটিয়া ম্যাচে নেই তারকা পেসার 

  • 27 Oct 2023 01:15 PM (IST)

    ICC World Cup: আজকের ম্যাচে বাবর-মার্কব়্যামরা গড়তে পারেন যে সকল রেকর্ড?

    Pakistan vs South Africa, ICC ODI World Cup 2023: বিশ্বকাপে টানা ৩ ম্যাচ হেরে বিরাট চাপে বাবর আজমের পাকিস্তান। এই পরিস্থিতিতে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আজ জয় চাই। এই পরিস্থিতিতে ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে পাকিস্তান। ডি’কক-ক্লাসেনরা আবার বাবরদের হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে চায়।

    পড়ুন বিস্তারিত – ICC World Cup 2023: চিপকে আজ পাক বনাম প্রোটিয়ারা, এই ম্যাচে যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বাবর-মার্কব়্যামরা

  • 27 Oct 2023 01:07 PM (IST)

    ICC World Cup: বিশ্বকাপের পয়েন্ট টেবলে দুই দল কোন জায়গায়

    চলতি ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের দুই নম্বরে রয়েছে প্রোটিয়ারা। ছয় নম্বরে পাকিস্তান।

  • 27 Oct 2023 01:02 PM (IST)

    ICC World Cup: এক নজরে হেড টু হেড

    ভারতে চলছে ওডিআই বিশ্বকাপ। আজ মুখোমুখি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ৫ বার দুই দলের সাক্ষাৎ। তাতে কিস্তানের জয় ২ বার। দক্ষিণ আফ্রিকার জয় ৩ বার।

Published On - Oct 27,2023 1:00 PM

Follow Us: