Pakistan vs Sri Lanka: এশিয়া কাপের ভার্চুয়াল সেমিফাইনালে যে রেকর্ডের সামনে পাক ও লঙ্কান ক্রিকেটাররা…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 14, 2023 | 7:00 AM

Asia Cup 2023: আজ, বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে লড়াই বাবরের গ্রিন আর্মি ও গত বারের চ্যাম্পিয়ন দাসুন শানাকার শ্রীলঙ্কার। চলতি এশিয়া কাপে দুই দলেরই আজ শেষ ম্যাচ। সুপার ফোরে পাকিস্তান ভারতের কাছে একটি ম্যাচে হেরেছে। অন্যদিকে শ্রীলঙ্কাও ভারতের কাছে ১টি ম্যাচে হেরেছ। আজ যে দল জিতবে, তারাই ফাইনালে উঠবে।

Pakistan vs Sri Lanka: এশিয়া কাপের ভার্চুয়াল সেমিফাইনালে যে রেকর্ডের সামনে পাক ও লঙ্কান ক্রিকেটাররা...
Pakistan vs Sri Lanka: এশিয়া কাপের ভার্চুয়াল সেমিফাইনালে যে রেকর্ডের সামনে পাক ও লঙ্কান ক্রিকেটাররা...

Follow Us

কলম্বো: চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) সুপার ফোর পর্বে আর মাত্র ২টি ম্যাচ বাকি। আজ গতবারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে বাবর আজমের পাকিস্তানের (Pakistan vs Sri Lanka)। আর আগামিকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সেখানে মুখোমুখি এ বারের এশিয়া কাপের প্রথম ফাইনালিস্ট ভারত এবং ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ। তাই আজই ঠিক হয়ে যাবে যে কোন দল ১৭ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলবে। পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে যারা জিতবে, তারাই উঠবে ফাইনালে। আর বৃষ্টিতে যজি এই ম্যাচ ভেস্তে যায় বা কোনও ফল না হয়, সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হবে। তেমনটা হলে দুই দলেরই পয়েন্ট হবে ৩। তখন নজর যাবে নেট রান রেটে। সেখানে পাকিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। তাই এশিয়া কাপের ফাইনালের টিকিট পেতে হলে পাকিস্তানকে এই ম্যাচ জিততেই হবে।তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন পাকিস্তান বনাম শ্রীলঙ্কা দ্বৈরথে তৈরি হতে পারে যে রেকর্ডগুলি।

কোন কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা —

  1. ইমাম উল হক – ওডিআই ক্রিকেটে ৩ হাজার রানের রেকর্ড পূর্ণ করা থেকে ২৪ রান দূরে রয়েছেন পাক তারকা ইমাম উল হক।
  2. ফখর জামান – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৫ হাজার রান পূর্ণ করা থেকে ১০৭ রান দূরে রয়েছেন পাকিস্তানের ফখর জামান।
  3. ইফতিকার আহমেদ – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করতে হলে ইফতিকার আহমেদকে মারতে হবে আর চারটি ছয়।
  4. দাসুন শানাকা – শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানা ওডিআই ক্রিকেটে চারের সেঞ্চুরি থেকে ৩টি চার দূরে রয়েছেন।
  5. দিমুথ করুণারত্নে – আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার রানের রেকর্ড পূর্ণ করার জন্য শ্রীলঙ্কান ক্রিকেটার দিমুথ করুণারত্নের প্রয়োজন ৬৮ রান।
  6. কুশল পেরেরা – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৬ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য কুশল পেরেরার চাই ৯২ রান।
  7. ধনঞ্জয় ডি সিলভা – ওডিআইতে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য ধনঞ্জয় ডি সিলভার চাই আক ৬টি উইকেট।
  8. কাসুন রজিথা – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে উইকেটের সেঞ্চুরি থেকে ৩টি উইকেট দূরে রয়েছেন কাসুন রজিথা।

দুই দলের ক্রিকেটারদের ব্যক্তিগত রেকর্ড ছাড়া আজকের ম্যাচে যে দলগত রেকর্ড হতে পারে, তা হল —

  • শ্রীলঙ্কা এর আগে ১১ বার এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে। যেখানে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত পৌঁছেছে ৯ বার ফাইনালে। এ ছাড়া পাকিস্তান এই মহাদেশীয় টুর্নামেন্টে ৫ বার ফাইনালে উঠেছে। তাই আজ যদি শ্রীলঙ্কা জেতে তা হলে এই নিয়ে ১২ বার এশিয়া কাপের ফাইনালে উঠবে।
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে গত আটটি ওডিআই ম্যাচে জিতেছে পাকিস্তান। আজ যদি বাবররা সেই জয়ের ধারা বজায় রাখতে পারেন, তা হলে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাবে পাকিস্তান।

 

Next Article