Sachin Tendulkar-Vinesh Phogat: ‘আম্পায়ার্স কল…!’, বিনেশ কাণ্ডে মুখ খুললেন সচিন তেন্ডুলকর

Aug 09, 2024 | 7:42 PM

Paris Olympics 2024: ক্রিকেটে আম্পায়ার্স কলের নিয়ম রয়েছে। অনফিল্ড আম্পায়ার আউট দিলে তা চ্যালেঞ্জ করতে পারেন সংশ্লিষ্ট ব্যাটার কিংবা ফিল্ডিং টিম। অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তও ভুল প্রমাণিত হয়। তৃতীয় আম্পায়ার তা বদলে দেন। কুস্তিতেও কি এমন নিয়ম প্রয়োজন? বিনেশ ইস্যুতে এই প্রশ্নটাই যেন তুলে দিলেন মাস্টার ব্লাস্টার।

Sachin Tendulkar-Vinesh Phogat: আম্পায়ার্স কল...!, বিনেশ কাণ্ডে মুখ খুললেন সচিন তেন্ডুলকর
Image Credit source: X

Follow Us

অলিম্পিক ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন বিনেশ ফোগাট। দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনাল। প্যারিসে বিনেশ ফোগাটের সৌজন্যে সোনার স্বপ্ন দেখছিলেন দেশবাসীরা। কিন্তু নিয়মের বেড়াজালে মাথায় বাজ পড়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। ৫০ কেজি ফ্রিস্টাইলে অংশ নেন বিনেশ ফোগাট। ফাইনালের আগে তাঁর ওজন দেখা যায় ৫০ কেজি ১০০ গ্রাম। সে কারণেই বাতিল বিনেশ ফোগাট। এই ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণেই অলিম্পিক ফাইনালে নামতে দেওয়া হয়নি তাঁকে। সারা দেশ গর্জে উঠেছিল। হতাশায় সকলের কাছে ক্ষমা চেয়ে অবসর ঘোষণা করেছেন বিনেশ। তাঁকে নিয়ে বলেছিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। এ বার মুখ খুললেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস অর্থাৎ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (CAS) বিনেশ ফোগাট আবেদন করেছিলেন, তাঁর পরিস্থিতি পর্যালোচনা করে যুগ্মভাবে রুপোর পদকের। এখন অবধি সেই রায় আসেনি। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, কুস্তির নিয়মে পরিবর্তন হওয়া প্রয়োজন।

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের পোস্ট-সময় হয়েছে এখানেও আম্পায়ার্স কলের! প্রত্যেকটা খেলারই নিজস্ব নিয়ম রয়েছে। তবে সময়ের সঙ্গে সেই নিয়মগুলো পর্যালোচনা করে পরিবর্তন করা উচিত। নিয়মের মধ্য়ে থেকেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন বিনেশ ফোগাট। ওজনের কারণে তাঁকে ফাইনালের আগে বাতিল করে দেওয়াটা আমার মনে হয়েছে, অন্তত রুপোর পদক কেড়ে নেওয়া হল। নিষিদ্ধ মাদক কিংবা দুর্নীতির কারণে কাউকে বাতিল করা হলে সেটা নিয়ে কিছু বলার ছিল না। কিন্তু ওর ক্ষেত্রে কোনও মেডেল না দেওয়া বা বাতিল করা অনৈতিক বলেই মনে করি।

সচিন তেন্ডুলকর আরও যোগ করেন, ‘সমস্ত নিয়ম মেনে প্রতিপক্ষকে হারিয়েই শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছিল বিনেশ। ওর অন্তত একটা রুপোর পদক প্রাপ্য। আমরাও অপেক্ষা করছি, আন্তর্জাতিক ক্রীড়া আদালত কী সিদ্ধান্ত জানায়।’

ক্রিকেটে আম্পায়ার্স কলের নিয়ম রয়েছে। অনফিল্ড আম্পায়ার আউট দিলে তা চ্যালেঞ্জ করতে পারেন সংশ্লিষ্ট ব্যাটার কিংবা ফিল্ডিং টিম। অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তও ভুল প্রমাণিত হয়। তৃতীয় আম্পায়ার তা বদলে দেন। আবার অনেক ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্ত ঠিক হলেও সেখানে সংস্লিষ্ট ব্যাটার কিংবা ফিল্ডিং টিমও ভুল নয়, এমনও দেখা যায়। কিন্তু আম্পায়ার্স কলের নিয়মে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হয়। কুস্তিতেও কি এমন নিয়ম প্রয়োজন? বিনেশ ইস্যুতে এই প্রশ্নটাই যেন তুলে দিলেন মাস্টার ব্লাস্টার।

Next Article