কলকাতা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) নিজেদের প্রথম ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। আর ওই ম্যাচ না খেলেও সকলের হৃদয় জিতলেন প্যাট কামিন্স (Pat Cummins)। এ কথাই এখন বলতে হচ্ছে। কারণ? সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে মাঠের মধ্যে সতীর্থদের জল দিতে যাচ্ছেন প্যাট কামিন্স। যা দেখে নেটিজ়েনরা কামিন্সকে বাহবায় ভরিয়েছেন। শুধু তাই নয়, ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও সোশ্যাল মিডিয়া সাইট X এ কামিন্সের ছবি শেয়ার করে একটি বার্তা লিখেছেন।
প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার বেশ সফল ক্যাপ্টেন। তাঁকে সতীর্থদের জন্য টি-২০ বিশ্বকাপে জল বইতে দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটনাগরিকরা। একইসঙ্গে কামিন্সের ওই জলবয়ের ভূমিকা পালনের ছবি নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে। কামিন্সের ওই ছবি অনেককে আবার মনে করিয়ে দিয়েছে বিরাট কোহলিকে। আসলে বিরাট কোহলিকেও এর আগে জল বয়ের ভূমিকায় দেখা গিয়েছে। এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি সতীর্থদের জন্য জল, তোয়ালে নিয়ে মাঠে গিয়েছিলেন। এ বার একই অবতারে দেখা গেল কামিন্সকে।
World Cup & WTC winning Captain Pat Cummins giving drinks to the players during the Oman match. 👏 pic.twitter.com/GyvAmwC1dG
— Johns. (@CricCrazyJohns) June 6, 2024
ODI World Cup Champion, World Test Championship Winner, the most successful Captain Pat Cummins with the drinks for the players, Huge Respect!! pic.twitter.com/SWHD5W5xLJ
— SunRisers OrangeArmy Official (@srhfansofficial) June 6, 2024
ভারতীয় প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান অজি তারকার এই কাজের প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়া সাইট X এ প্যাট কামিন্সের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সংস্কৃতি।’ আসলে বিরাট কোহলি, প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা নিজেদের দলের সঙ্গে এতটাই একাত্ম করে রেখেছেন যে, এই কাজ তাঁদের কাছে কোনও অংশে কম সম্মানের মনে হয় না। তাঁদের এই ভাবনার জন্যই তাঁরা এত ভালোবাসাও পান।
The CULTURE. pic.twitter.com/I7QfRTMXJO
— Irfan Pathan (@IrfanPathan) June 6, 2024