PBKS vs DC, IPL 2022 Match 64 Result: টিকে রইলো দিল্লির প্লে-অফের আশা, ১৭ রানে জয়ী পন্থরা
Punjab Kings vs Delhi Capitals Live Score in Bangla: দেখুন পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
মুম্বই: আজ, সোমবার আইপিএল-১৫-র (IPL 2022) ৬৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক। শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। ম্যাচ জিততে মায়াঙ্কের পঞ্জাবকে তুলতে হত ১৬০। তবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে আটকে গেল প্রীতির দল। যার ফলে ১৭ রানে ম্যাচ জিতে লিগ টেবলের ৪ নম্বরে উঠে গেল পন্থের দিল্লি। একইসঙ্গে প্লে-অফের আশা বেঁচে রইল দিল্লি ক্যাপিটালসের। চলতি আইপিএলে দুই পর্বের সাক্ষাতে পঞ্জাবকে হারাল দিল্লি। প্রথম বার দাপটের সঙ্গে ৫৭ বল বাকি থাকতেই ৯ উইকেটে হারিয়েছিল দিল্লি।
Key Events
শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছিল দিল্লি। ম্যাচ জিততে মায়াঙ্কের পঞ্জাবকে তুলতে হত ১৬০। তবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে আটকে গেল প্রীতির দল। যার ফলে ১৭ রানে ম্যাচ জিতে নিল দিল্লি।
চলতি আইপিএলে প্রথম পর্বের সাক্ষাতে পঞ্জাবকে দাপটের সঙ্গে ৫৭ বল বাকি থাকতেই ৯ উইকেটে হারিয়েছিল দিল্লি। আজ আরও ফের পঞ্জাবকে হারাল দিল্লি। ১৭ রানে আজকের ম্যাচে জিতে লিগ টেবলের চারে উঠল দিল্লি।
LIVE Cricket Score & Updates
-
১৭ রানে জয়ী দিল্লি
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানে থেমে গেল পঞ্জাব। ১৭ রানে ম্যাচ জিতে নিল পন্থের দিল্লি।
-
রাবাডা আউট
জিতেশ শর্মার পর কাগিসো রাবাডার উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর।
-
-
জিতেশ আউট
হাফসেঞ্চুরি হাতছাড়া করে আউট জিতেশ শর্মা। শার্দূল তুলে নিলেন জিতেশের উইকেট। ৪৪ রান করে মাঠ ছাড়লেন জিতেশ
-
১৫ ওভারে পঞ্জাবের স্কোর ১০১/৭
খেলা বাকি আর মাত্র ৫ ওভারের। ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে পঞ্জাব।
-
১২ ওভারে পঞ্জাব ৮০/৬
১২ ওভারের খেলা শেষ। ম্যাচ জিততে পঞ্জাবকে এখনও তুলতে হবে ৪৮ বলে ৮০ রান।
-
-
হরপ্রীত আউট
কুলদীপ ফেরালেন হরপ্রীতকে।
-
লিভিংস্টোন আউট
লিয়াম লিভিংস্টোনের বড় উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। ৩ রান করে মাঠ ছাড়লেন লিয়াম।
-
পঞ্জাব নেতা ফিরলেন খালি হাতে
মায়াঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। শূন্যে ফিরলেন তিনি।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৫৪।
-
শিখরের উইকেট শার্দূলের খাতায়
পঞ্জাবের তৃতীয় উইকেটও তুলে নিলেন শার্দূল ঠাকুর। ১৯ রান করে মাঠ ছাড়লেন শিখর ধাওয়ান।
-
রাজাপক্ষকে ফেরালেন শার্দূল
পঞ্জাবের দ্বিতীয় উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর। মাত্র ৪ রান করে মাঠ ছাড়লেন ভানুকা রাজাপক্ষ।
-
৫ ওভারে পঞ্জাবের স্কোর ৪৪/১
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- ১ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে পঞ্জাব।
- ক্রিজে ভানুকা রাজাপক্ষ ও শিখর ধাওয়ান।
-
বেয়ারস্টো আউট
জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিলেন অনরিখ নর্টজে। ২৮ রান করে মাঠ ছাড়লেন পঞ্জাব ওপেনার বেয়ারস্টো।
-
রান তাড়া করতে নামল পঞ্জাব
টার্গেট ১৬০। পঞ্জাবের হয়ে রান তাড়া করতে নামলেন শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টো।
-
১৫৯ রানে থামল পন্থের দিল্লি
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ জিততে মায়াঙ্কের পঞ্জাবকে তুলতে হবে ১৬০।
-
শার্দূল আউট
শেষ ওভারের তৃতীয় বলে শার্দূল ঠাকুরকে ফেরালেন অর্শদীপ সিং
-
মার্শের উইকেট রাবাডার খাতায়
মিচেল মার্শের উইকেট তুলে নিলেন কাগিসো রাবাডা। ৬৩ রান করে মাঠ ছাড়লেন মার্শ।
-
মার্শের হাফসেঞ্চুরি
৪০ বলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মিচেল মার্শ।
-
১৫ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১১৬/৫
- খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
- ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস তুলেছে ১১৬ রান।
-
রোভম্যানের উইকেট হারাল দিল্লি
দিল্লি ক্যাপিটালসের পাঁচ নম্বর উইকেটের পতন। রোভম্যান পাওয়েলকে ফেরালেন লিয়াম লিভিংস্টোন। ২ রান করে মাঠ ছাড়লেন রোভম্যান।
-
পন্থ আউট
দিল্লির নেতা ঋষভ পন্থের উইকেট তুলে নিলেন লিয়াম লিভিংস্টোন।৭ রান করে সাজঘরে ফিরলেন পন্থ।
-
ললিত আউট
২১ বলে ২৪ রান করে মাঠ ছাড়লেন ললিত যাদব। তৃতীয় উইকেট হারাল দিল্লি।
-
১০ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৮৬/২
- ১০ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২ উইকেটে ৮৬।
- দিল্লিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ললিত-মার্শ জুটি।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- প্রথম ৬ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে দিল্লি।
- ক্রিজে ললিত যাদব ও মিচেল মার্শ।
-
৫ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫৩/২
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- শুরুর ৫ ওভারে ২ উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস তুলেছে ৫৩ রান।
-
সরফরাজ আউট
প্রথম ৫ ওভারের মধ্যে দ্বিতীয় ধাক্কা খেল দিল্লি। সরফরাজ খানের উইকেট তুলে নিলেন অর্শদীপ সিং। ৩২ রান করে মাঠ ছাড়লেন সরফরাজ।
-
ওয়ার্নার আউট
লিয়াম লিভিংস্টোন প্রথম বলেই তুলে নিলেন ডেভিড ওয়ার্নারের উইকেট।
-
দিল্লির ইনিংস শুরু
দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে নামলেন সরফরাজ খান ও ডেভিড ওয়ার্নার।
-
পঞ্জাবের প্রথম একাদশ
পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, ঋষি ধাওয়ান, জিতেশ শর্মা, রাহুল চাহার, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, হরপ্রীত বরার।
#NorthernDerby lai unchanged! ⚔️#SaddaPunjab #IPL2022 #PunjabKings #PBKSvDC #ਸਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/DOlkYspR5b
— Punjab Kings (@PunjabKingsIPL) May 16, 2022
-
দিল্লির প্রথম একাদশ
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: সরফরাজ খান, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল মার্শ, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, শার্দূল ঠাকুর, অনরিখ নর্টজে, খালিল আহমেদ, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।
? IN:Sarfaraz Khan, Khaleel Ahmed? OUT: KS Bharat, Chetan Sakariya
Two changes tonight vs PBKS! Let's go ??#YehHaiNayiDilli | #IPL2022 | #PBKSvDC | #TATAIPL | #IPL | #DelhiCapitals | @Dream11 pic.twitter.com/CC8Y6Vad5v
— Delhi Capitals (@DelhiCapitals) May 16, 2022
-
টস আপডেট
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল।
-
আর কিছুক্ষণ পর শুরু হবে পঞ্জাব-দিল্লি লড়াই
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে পঞ্জাব-দিল্লি।
Hello and welcome to Match 64 of #TATAIPL#PBKS will take on #DelhiCapitals at the DY Patil Stadium.
Who are you rooting for?#PBKSvDC pic.twitter.com/remf2mrs6U
— IndianPremierLeague (@IPL) May 16, 2022
-
প্রথম পর্বের সাক্ষাতের ফল
চলতি আইপিএলে প্রথম পর্বের সাক্ষাতে পঞ্জাবকে দাপটের সঙ্গে ৫৭ বল বাকি থাকতেই ৯ উইকেটে হারিয়েছিল দিল্লি।
-
এক নজরে হেড টু হেড
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এখনও পর্যন্ত আইপিএলের ম্যাচে মোট ২৯ বার মুখোমুখি হয়েছে পঞ্জাব ও দিল্লি। যার মধ্যে পঞ্জাব জিতেছে ১৫ বার এবং দিল্লি জিতেছে ১৪ বার।
Published On - May 16,2022 6:30 PM