PBKS vs GT, IPL 2022, Match Result: জোড়া ছক্কায় হ্যাটট্রিক টাইটান্সদের

| Edited By: | Updated on: Apr 08, 2022 | 11:55 PM

Punjab Kings vs Gujarat Titans Live Score in Bangla: দেখুন পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম গুজরাত টাইটান্স (Gujarat Titans) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

PBKS vs GT, IPL 2022, Match Result: জোড়া ছক্কায় হ্যাটট্রিক টাইটান্সদের
পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স

আইপিএলের (IPL 2022) ১৬তম ম্যাচে আজ ব্রেবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings)। গুজরাত এ বারের লিগের নতুন দল। কিন্তু শুরু থেকেই চমক দিচ্ছে তারা। প্রথম দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়েছিল হার্দিক পাণ্ডিয়ার দল। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ২০ ওভারে ৯ উইকেট ১৮৯ রান স্কোর বোর্ডে তোলে পঞ্জাব কিংস। এদিও ব্যাট হাতে দুরন্ত লিয়াম লিভিংস্টোন। মাত্র ২৭ বলে ৬৪ রানের ইনিংস তাঁর ব্যাট থেকে। গুজরাতের হয়ে এদিন নিজের ছন্দে আফগান স্পিনার রাশিদ খান। ৩টি উইকেট নেন তিনি। ১৯০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকে আক্রমণ। শুভমনের ৯৬, সুদর্শনের ৩৫ ও শেষ দুই বলে তেওয়াটিয়ার জোড়া ছক্কায় ম্যাচ জয় গুজরাত টাইটান্সের।

Key Events

পঞ্জাব কিংস – ১৮৯/৯

লিভিংস্টোন – ৬৪

গুজরাত টাইটান্স – ১৯০/৪

শুভমন – ৯৬

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 08 Apr 2022 11:31 PM (IST)

    জোড়া ছক্কায় ম্যাচ জয়

    শেষ ২ বলে ১২ রান। জোড়া ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন গুজরাতের রাহুল তেওয়াটিয়া।

  • 08 Apr 2022 11:00 PM (IST)

    গুজরাত টাইটান্স – ১৩৪/২ (১৫)

    ১৫ ওভার শেষ টাইটান্স ইনিংসের। শেষ ৩০ বলে ম্যাচ জিততে হার্দিকদের চাই ৫৬ রান।

  • 08 Apr 2022 10:33 PM (IST)

    গুজরাত টাইটান্স – ৯৪/১ (১০)

    ১০ ওভার শেষ টাইটান্স ইনিংসের। ৬০ বলে ম্যাচ জিততে হার্দিকদের চাই ৯৬ রান।

  • 08 Apr 2022 10:10 PM (IST)

    গুজরাত টাইটান্স – ৫৩/১ (৬)

    পাওয়ার প্লে শেষে গুজরাতের রান ৫৩। ৮৪ বলে ম্যাচ জিততে হার্দিকদের চাই ১৩৭ রান।

  • 08 Apr 2022 09:57 PM (IST)

    গুজরাত টাইটান্স – ৩২/১ (৩.১)

    প্রথম উইকেট হারাল গুজরাত টাইটান্স, রাবাডের বলে আউট ওয়েড

  • 08 Apr 2022 09:44 PM (IST)

    গুজরাত টাইটান্স – ১০/০ (১)

    প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০ রান টাইটান্সের

  • 08 Apr 2022 09:25 PM (IST)

    পঞ্জাব কিংস – ১৮৯/৯ (২০)

    ২০ ওভারে ১৮৯ রান পঞ্জাব কিংসের। ম্যাচ জিতেত ১২০ বলে ১৯০ রান করতে হবে গুজরাত টাইটান্সকে।

  • 08 Apr 2022 08:57 PM (IST)

    পঞ্জাব কিংস – ১৫৪/৭

    ২৭ বলে ৬৪ রান করে রাশিদের বলে আউট লিভিংস্টোন। এই নিয়ে সাতবার লিভিংস্টোনের উইকেট নিলেন রাশিদ। একই ওভারে ফেরালেন শাহরুখ খানকেও।

  • 08 Apr 2022 08:55 PM (IST)

    পঞ্জাব কিংস – ১৫২/৫ (১৫)

    ঝড়ের গতিতে রান তোলার রাস্তায় পঞ্জাব কিংস

    লিভিংস্টোন – ৬৪ (২৬) *

  • 08 Apr 2022 08:44 PM (IST)

    পঞ্জাব কিংস – ১২৪/৫ (১৩.২)

    পর পর দুটি উইকেট হারাল পঞ্জাব কিংস। প্রথম ম্যাচ খেলতে নেমেই জোড়া উইকেট দর্শন নালকান্ডের

  • 08 Apr 2022 08:26 PM (IST)

    পঞ্জাব কিংস – ৮৬/৩ (১০.১)

    তৃতীয় উইকেট হারাল পঞ্জাব কিংস। রাশিদ খানের বলে আউট শিখর ধাওয়ান।

  • 08 Apr 2022 08:24 PM (IST)

    পঞ্জাব কিংস – ৮৬/২ (১০)

    ১০ ওভার শেষে পঞ্জাব কিংস ২ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে বোর্ডে

    ধাওয়ান – ৩৫*

    লিভিংস্টোন – ৩৬*

  • 08 Apr 2022 08:02 PM (IST)

    পঞ্জাব কিংস – ৪৩/২ (৬)

    পাওয়ার প্লে শেষে পঞ্জাব কিংস ২ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে বোর্ডে। ক্রিজে ধাওয়ান ও লিভিংস্টোন

  • 08 Apr 2022 07:56 PM (IST)

    পঞ্জাব কিংস – ৩৪/২ (৪.৫)

    দ্বিতীয় উইকেট হারাল পঞ্জব। আউট জনি বেয়াস্টো।

  • 08 Apr 2022 07:41 PM (IST)

    পঞ্জাব কিংস – ১১/১

    আবারও ব্যর্থ পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক। ফিরলেন মাত্র ৫ রানে

  • 08 Apr 2022 07:34 PM (IST)

    পঞ্জাব কিংস – ৫/০

    প্রথম ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৫ রান পঞ্জাব কিংসের

  • 08 Apr 2022 07:13 PM (IST)

    দুই দলেই পরিবর্তন

    একটি পরিবর্তন পঞ্জাব কিংস, দুটি পরিবর্তন গুজরাত টাইটান্সের

  • 08 Apr 2022 07:02 PM (IST)

    টস জিতলেন হার্দিক

    টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার

  • 08 Apr 2022 06:40 PM (IST)

    বড় লড়াইয়ের মঞ্চ তৈরি

Published On - Apr 08,2022 6:30 PM

Follow Us: