Pakistan Cricket: ‘হামারি মাঙ্গে পুরি করো’, বিপ্লবের পথই বেছে নিলেন বাবররা
সম্প্রতি বাবর আজমের (Babar Azam) নেতৃত্বে পাকিস্তান টিম বাংলাদেশ সফরে (Pakistan Tour of Bangladesh) গিয়েছে। এখন পিসিবির (PCB) কেন্দ্রীয় চুক্তির আওতায় নেই বাবর আজমরা। ৩০ জুন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে পিসিবির কেন্দ্রীয় চুক্তি শেষ হয়েছে।
নয়াদিল্লি: পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর ‘না-খুশ’ বাবর আজমরা। ফের এক বার লাইমলাইটে পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket)। এ বার তো এমন অবস্থা তাতে বিপ্লবের পথ বেছে নিয়েছেন বাবর আজমরা। কিন্তু কী কারণে? সম্প্রতি বাবর আজমের (Babar Azam) নেতৃত্বে পাকিস্তান টিম বাংলাদেশ সফরে (Pakistan Tour of Bangladesh) গিয়েছে। এখন পিসিবির (PCB) কেন্দ্রীয় চুক্তির আওতায় নেই বাবর আজমরা। ৩০ জুন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে পিসিবির কেন্দ্রীয় চুক্তি শেষ হয়েছে। দেশের বোর্ডের কাছে পাক ক্রিকেটাররা এক গুচ্ছ দাবি রেখেছেন। তার মধ্যে অন্যতম তাঁদের বেতন বৃদ্ধি করা হোক। পিসিবির কাছে বাবর অ্যান্ড কোংয়ের বাকি দাবিগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পাক ক্রিকেট বোর্ডের মতে, এখনও অবধি বাবর আজমসহ পাকিস্তানের বাকি ক্রিকেটাররা নতুন কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি। কিন্তু কেন? আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে কয়েকটি দাবি রেখেছেন বাবর আজমরা। নাজম শেঠি যখন পিসিবির চেয়ারম্যান ছিলেন, তখন বাবরদের তাঁর সঙ্গে ৪৫% বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছিল। এ বার পাক ক্রিকেটাররা চাইছেন বর্তমান পিসিবি প্রধান জাকা আশরফের সঙ্গে সেই নিয়ে কথা বলবেন। এবং তারপরই কেন্দ্রীয় চুক্তিতে সই করবেন।
পিসিবির কাছে পাক ক্রিকেটাররা যে দাবিগুলো রেখেছেন —
১. বিশ্বের বাকি ক্রিকেট বোর্ড যেমন বেতন দেয় সেই মতো পাকিস্তানের ক্রিকেটারদেরও দিতে হবে। এ ক্ষেত্রে বাবর আজমরা তাঁদের ৪৫% বেতন বাড়ানোর দাবি করেছেন।
২. পরিবারের স্বাস্থ্য বিমা এবং এডুকেশন পলিসি চালু করা।
৩. স্পনসর ও আইসিসির কাছ থেকে পাওয়া টাকার পরিমাণ ক্রিকেটারদের জানানো এবং বোর্ডের কাজে স্বচ্ছতা আনা।
৪. বিদেশের লিগগুলিতে অংশগ্রহণ করার জন্য ক্রিকেটারদের NOC দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা।
একাধিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট টিমের সদস্যরা তাঁদের প্রতিপক্ষদের তুলনায় কম বেতন পান। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ওডিআই ক্রিকেটে এক নম্বর ব্যাটার। কিন্তু তিনি বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ক্রিকেটারের মধ্যে নেই। এ বার পাক ক্রিকেটাররা চাইছেন তাঁদের বেতন বাড়ানো হোক এবং তাঁদের অন্যান্য দাবিগুলি মানা হোক। শ্রীলঙ্কা সফর থেকে পাকিস্তানে ফেরার পর এই বিষয়ে বাবর আজমদের সঙ্গে আলোচনায় বসতে পারে পিসিবি।