আইপিএলের জন্য সওয়াল পন্টিংয়ের
মেলবোর্ন: সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু আইপিএল ১৪-র দ্বিতীয় পর্ব। বাকি আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। যদিও কয়েকদিন আগে ডেভিড ওয়ার্নার জানান, মরুশহরে অনুষ্ঠিত বাকি আইপিএলের ম্যাচে খেলবেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বাকি আইপিএলে খেলার পরামর্শ দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।
আইপিএল শেষ হওয়ার পর মরুশহরেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার আয়োজনের দায়িত্বে রয়েছে ভারত। দিল্লি ক্যাপিটালসের কোচ মনে করেন, মরুশহরে আইপিএলের বাকি ম্যাচই হতে পারে অজি ক্রিকেটারদের জন্য প্রস্তুতির আদর্শ মঞ্চ। তিনি বলেন, ‘৩-৪ মাস ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি, উচ্চস্তরের ক্রিকেটের জন্য আইপিএলে তাদের ফেরা উচিত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএলই আদর্শ জায়গা। আইপিএলের দ্বিতীয় পর্ব সবার জন্যই অনেক কঠিন হতে চলেছে।’ স্ত্রী সন্তানসম্ভবা থাকায় বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেননি পেসার প্যাট কামিন্স। আইপিএলের মাঝপথেই হয়তো বাবা হতে পারেন কামিন্স। তাই আইপিএলে তাঁর না খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে হাঁটুতে চোট পেয়েছিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এই সপ্তাহেই তাঁর হাঁটুর অস্ত্রোপচার হওয়ার কথা। অস্ত্রোপচারের পর কমপক্ষে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ফিঞ্চকে। আইপিএল তো নয়ই, বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম দিকেও হয়তো পাওয়া যাবে না অজি ক্যাপ্টেনকে। অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটাররাও আইপিএলে খেলবেন কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি। এই বিষয়টি ক্রিকেটারদের উপরেই ছেড়েছে অজি বোর্ড।