দুবাই: শেষ ২৪টি টি-২০ ম্যাচের মধ্যে ১৬টি হার। শেষ ১০টি টি-২০ ম্যাচে ৮টি হার। এটাই অস্ট্রেলিয়ার (Australia) বর্তমান টি-২০ পারফরম্যান্স। এই পরিসংখ্যানকে সঙ্গে নিয়েই এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নামছে অস্ট্রেলিয়া। তবে দলের অন্যতম তারকা, ফাস্ট বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc) বলছেন, অতীত বিশ্বকাপে কোনও প্রভাব ফেলবে না। তাঁদের লক্ষ্য একটাই টি-২০ বিশ্বকাপের ট্রফি সঙ্গে নিয়ে দেশে ফেরা।
দুবাইয়ের স্থানীয় সংবাদ পত্রকে দেওয়া এক ইন্টারভিউয়ে মিচেল স্টার্ক বলেছেন, “গত তিন বছরে আমরা কখনই সেরা দল নিয়ে নামতে পারিনি। এবার সেটা পাওয়া গেছে। তাই আমরা আশাবাদী এ বার নিজেদের ক্লাস দেখাতে পারব আমরা। এ বার বিশ্বকাপ জিততে এসেছি আমরা। তার থেকে কম কোনও কিছু আমরা দেখছি না।”
ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও বাংলাদশে সফরে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে দেশে অজি সংবাদ মাধ্যমের একটা বড় অংশ ক্ষোভ উগরে দিয়েছে। বিশ্বকাপের মঞ্চেই সেই সব ক্ষতে প্রলেপ দিতে মরিয়া অজি ক্রিকেটাররা।
দলের অন্যতম বড় ভরসা আইপিএল (IPL) খেলা ক্রিকেটাররা। তাঁরা আরব দেশের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। তাদেরকে সামনে রেখেই বিশ্বকাপের ঘুঁটি সাজাচ্ছে অ্যারন ফিঞ্চের দল।
একদিনের ক্রিকেটে পাঁচবার বিশ্বকাপ জিতলেও টি-২০ ফরম্যাটে এখনও বিশ্বজয়ীয় তকমা পায়নি অস্ট্রেলিয়া। এ বার মরিয়া হয়ে মাঠে নামতে তৈরি তারা। ২৩ তারিখ দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচটাতেই ফোকাস করছেন অজি শিবির। কারণ যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে ছন্দ তৈরি করা যায়। প্রথম ম্যাচ জিতে সেই ছন্দটাই গোটা টুর্নামেন্টে ধরে রাখার পরিকল্পনা অজিদের।
টুর্নামেন্টে গ্রুপ পর্বে লড়াইটা কঠিন স্টার্কদের। গ্রুপে দক্ষিণ আফ্রিকা ছাড়াও আছে, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড (England) ও গতবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন:Prithvi Shaw: আইপিএলের পর নিজেকে বিএমডব্লিউ উপহার পৃথ্বীর
আরও পড়ুন: Yuvraj Singh: বিতর্কিত মন্তব্যে গ্রেফতার যুবরাজ, ছাড়া পেলেন জামিনে