দুবাই: ক্রিকেটে চাঞ্চল্যকর ঘটনা। কৃষ্ণাঙ্গ বিপ্লবে ‘অরাজি’ কুইন্টন ডি’কককে (Quinton De Kock) বিশ্বকাপের ম্যাচ থেকে ছেঁটে ফেলল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (Cricket South Africa)। সারা বিশ্বে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ (Black Lives Matter) নিয়ে আন্দোলন চলছে। যার প্রভাব গত এক বছর ধরে পড়েছে খেলাধূলার দুনিয়ায়। ক্রিকেট বিশ্বকাপেও প্রায় সমস্ত টিমই মাঠে নামার আগে কৃষ্ণাঙ্গ বিপ্লবকে সমর্থন জানিয়ে হাঁটু মুড়ে বসছেন ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচে বেমানান দৃশ্য নজরে পড়ে। পুরো টিম যখন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’কে সমর্থন করেছে, ডি’কক তখন অন্য মেরুতে। আর তাতেই চূড়ান্ত বিতর্ক দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে। পরিস্থিতি ধামাচাপা দিতে তড়িঘড়ি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিম থেকে ছেঁটে ফেলা হল তাঁকে।
বর্ণবিদ্বেষ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে এক রক্তাক্ত পর্যায়। যার জেরে কয়েক দশক আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত ছিল প্রোটিয়ারা। নয়ের দশকের গোড়ায় আবার ক্রিকেটের মূলস্রোতে ফেরে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কৃষ্ণাঙ্গ বনাম শ্বেতাঙ্গ বিতর্ক প্রোটিয়া ক্রিকেটে কখনই মেটেনি। এমন কি সাম্প্রতিক কিছু ঘটনাও তৈরি করেছে বিতর্ক। যে কারণে কৃষ্ণাঙ্গ ক্রিকেটার টিমে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক হয়েছেন তেম্বা বাভুমা। তাতেও যে পরিস্থিতি বদলায়নি, টিমের মধ্যেই ভিন্ন মানসিকতার কেউ কেউ রয়েছেন, আবার প্রকাশ্যে চলে এল।
বিশ্বকাপের শুরুতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড টিমের উদ্দেশ্যে বিবৃতি জারি করে জানিয়েছিল, প্রত্যেককে ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থন করতে হবে। সোমবার বিকেলে টিম মিটিংয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এক কর্তা স্পষ্ট জানিয়েছিলেন, সারা বিশ্ব কৃষ্ণাঙ্গ বিপ্লবে সামিল হয়েছে। আমাদেরও এই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এক হতে হবে। বিশ্বকাপে অন্যান্য টিমগুলো এ ব্যাপারে নিজেদের মনোভাব স্পষ্ট করে দিয়েছে। আমাদেরও করতে হবে।’ যা মানতে রাজি হননি কুইন্টন ডি’কক। আর তাই আন্তর্জাতিক ক্রিকেটে মুখ রক্ষা করার জন্য, আরও এক বার যাতে বর্ণবিদ্বেষী বিতর্কে মুখ না পোড়ে দেশের। ডি’কক বিতর্কে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সরকারি টুইটার অ্যাকাউন্টে লেখা হল, ‘কোনও রকম বর্ণবৈষম্যকে তারা সমর্থন করে না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বরাবরই এর বিরুদ্ধে।’ ডি’ককের এই ব্যক্তিগত সিদ্ধান্ত কেন, তা নিয়ে অবিলম্বে রিপোর্ট জমা করতে বলা হয়েছে টিম ম্যানেজমেন্টকে।
?? Cricket South Africa (CSA) has noted the personal decision by South African wicketkeeper Quinton de Kock not to “take the knee” ahead of Tuesday’s game against the West Indies.
➡️ Full statement: https://t.co/cmEiA9JZy7 pic.twitter.com/4vOqkXz0DX
— Cricket South Africa (@OfficialCSA) October 26, 2021
বোর্ড এবং অধিনায়ক বাভুমার তরফে অবশ্য বলা হয়েছে, ডি’কক নিজেই সরে দাঁড়িয়েছেন ম্যাচ থেকে। টসের সময় বাভুমা বলেন, ‘ব্যক্তিগত কারণে ও নিজেকে সরিয়ে নিয়েছে।’
কৃষ্ণাঙ্গ বিপ্লবের ক্ষেত্রে বরাবরই নিজের মনোভাব স্পষ্ট করেই জানিয়েছিলেন কুইন্টন ডি’কক। গত জুনে দেওয়া এক সাক্ষাত্কারে প্রোটিয়া উইকেটকিপার বলেছিলেন, ‘কেউ জোর করে কাউকে দিয়ে কিছু করাতে পারে না। আমি এ ভাবেই সব কিছুকে দেখি।’
ব্যক্তিগত মতামত যাই হোক না কেন, ডি’কক বিতর্কে পড়েছেন। যে জল গড়াতে শুরু করেছে বিশ্বকাপের মঞ্চ থেকে, তা সহজে থামবে না। ডি’কক বনাম দক্ষিণ আফ্রিকা বোর্ড আপাতত চলবে!
আরও পড়ুন: India cricket: বিরাট কোচ হওয়ার জন্য আবেদন করলেন দ্রাবিড়