দুবাই: অবশেষে ভারতীয় টিমের (Indian Team) কোচ (coach) হওয়ার জন্য আবেদন করলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আইপিএলের (IPL) পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে অনেক কর্তাই বলে দিয়েছিলেন, বিরাট কোহলি-রোহিত শর্মাদের পরবর্তী কোচ হতে চলেছে দ্রাবিড়। কিন্তু কোচ হওয়ার জন্য ইচ্ছুক ব্যক্তিদের আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দিলেও দ্রাবিড় শুরুর দিকে সাড়া দেননি। একেবারে শেষ দিন তিনি আবেদনপত্র পাঠালেন বোর্ডের (BCCI) কাছে। দ্রাবিড় ভারতীয় টিমের কোচ হলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিফ কোচ হবেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।
মঙ্গলবারই ছিল কোচ হতে চেয়ে আবেদন করার শেষ দিন। শেষ দিনেই আবেদন করলেন রাহুল। বিসিসিআইএ-র এক কর্তা বলেছেন, ‘হ্যাঁ, দ্রাবিড় ভারতীয় টিমের হেড কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। আর এনজিএ-র কোচ হওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছেন লক্ষ্মণ। কথাবার্তা চলছে। দেখা যাক, কী হয়।’
ইংল্যান্ড সফরের পরই ভারতীয় টিমের চিফ কোচের পদ থেকে সরে দাঁড়ান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে অন্তর্বর্তীকালীন কোনও কোচকে রেখে আগামী দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নতুন কোচ নেওয়ার ভাবনাই প্রাথমিক ভাবে নিয়েছিল বোর্ড। রাহুলকে দিয়েই সেই প্রাথমিক কাজটুকু সেরে নিতে চেয়েছিল বোর্ড। পূর্ণ মেয়াদের জন্য কোনও বিদেশি কোচ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি উল্টো দিকে ঘুরে যায়। ২ বছরের জন্য কোচ হিসেবে ভাবা শুরু হয় প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেনকে। আইপিএলের ফাইনালের পর বোর্ডের তরফ জানিয়ে দেওয়া হয় ২ বছরের জন্য দ্রাবিড়ই কোচ হচ্ছেন ভারতের।
বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘দ্রাবিড়ের কোচ হতে রাজি হয়ে যাওয়ার থেকে ভালো ব্যাপার ভারতীয় টিমের পক্ষে আর কিছু হয় না। ভারতীয় টিম একটা বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। একঝাঁক তরুণ ক্রিকেটার উঠে আসছে। নতুন প্রজন্মের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন দ্রাবিড়। ওদের পক্ষে বড় মঞ্চে মানিয়ে নেওয়া জন্য যেমন, তেমনই দ্রাবিড়ের পক্ষেও কাজ করতে সুবিধা হবে। ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠৌরকে রেখে দেওয়া হচ্ছে আপাতত। ‘জয় আর সৌরভ কথা বলেছেন দ্রাবিড়ের সঙ্গে। তাঁকে রাজি করানো গিয়েছে। একটা টিমকে সাফল্য দিতে হলে যথেষ্ট সময় লাগে।’
আরও পড়ুন : South Africa vs West Indies Live score, T20 World Cup 2021 দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিততে চাই ১৪৪ রান