ICC ODI World Cup 2023: মুম্বই পৌঁছেই পিচ পরিদর্শনে হাজির রাহুল দ্রাবিড়
Rahul Dravid: রবিবার দীপাবলি শুভদিনে নেদারল্যান্ডসকে হারিয়ে জয়রথ ধরে রেখেছে ভারত। লিগ পর্বে একশো শতাংশ জয়ের রেকর্ড। এ বার পালা সেমিফাইনালের। মহাযুদ্ধের জন্য ইতিমধ্যেই মুম্বইয়ে পৌঁছেছে রোহিত শর্মা ব্রিগেড। সোমবার বিকেলে মায়ানগরী পৌঁছয় টিম ইন্ডিয়ার বিমান। আজ আর অনুশীলন নেই। বাকিদের বিশ্রাম হলেও, ‘ছুটি’ নেই রাহুল দ্রাবিড়ের।
অভিষেক সেনগুপ্ত
মুম্বই: গ্রুপ পর্ব শেষ। এ বার পালা সেমিফাইনালের। মহাযুদ্ধে কিউয়িদের মুখোমুখি ভারত। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ের পিচ কতটা সঙ্গ দেবে তা নিয়ে আগেই চিন্তা প্রকাশ করেছিলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। ওয়াংখেড়ের পিচ ব্যাটারদের জন্য সুবিধাজনক। ব্যাটিং স্বর্গও বলা হয়। স্কোয়্যার বাউন্ডারি বড়। এ ছাড়া সেই অর্থে স্পিনারদের জন্য কোনও বিশেষ সুবিধা নেই। কিউয়িদের রুখতে, শুরুতেই উইকেট তুলে নিতে হবে বলে মনে করছেন কুলদীপ। মুম্বই পৌঁছেই সবার আগে ওয়াংখেড়ের পিচ পর্যবেক্ষণে এলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রবিবার দীপাবলি শুভদিনে নেদারল্যান্ডসকে হারিয়ে জয়রথ ধরে রেখেছে ভারত। লিগ পর্বে একশো শতাংশ জয়ের রেকর্ড। এ বার পালা সেমিফাইনালের। মহাযুদ্ধের জন্য ইতিমধ্যেই মুম্বইয়ে পৌঁছেছে রোহিত শর্মা ব্রিগেড। সোমবার বিকেলে মায়ানগরী পৌঁছয় টিম ইন্ডিয়ার বিমান। আজ আর অনুশীলন নেই। বাকিদের বিশ্রাম হলেও, ‘ছুটি’ নেই রাহুল দ্রাবিড়ের। মুম্বই পৌঁছেই ওয়াংখেড়ের পিচ সরেজমিনে খতিয়ে দেখতে ওয়াংখেড়েতে এলেন মিস্টার ডিপেন্ডেবল। মাঠে নেমে পরীক্ষা করে দেখলেন। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের ক্ষত এখনও ভোলেনি ভারত। তেইশের বিশ্বকাপে ২০ বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে খরা কাটালেও, পুরোপুরি বদলা নিতে সেমিফাইনালে জয় চাই-ই চাই। তাই পিচ দেখে সেভাবেই ঘুটি সাজানোর পরিকল্পনা করছেন দ্রাবিড়।
এর আগে কলকাতায় দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেও এমনটা করেছিলেন রাহুল দ্রাবিড়। পুরো টিমকে বিমানন্দর থেকে হোটেলে পাঠিয়ে দেন। সাপোর্ট স্টাফদের নিয়ে সোজা ইডেনের পিচ দেখতে ছুটে গিয়েছিলেন দ্রাবিড়। মুম্বইতেও ধরা পড়ল সেই একই চিত্র। সেমিফাইনালে ওয়াংখেড়ের পিচ কেমন হবে, তা নিজেই পরখ করলেন দ্রাবিড়।