RAHUL DRAVID: অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের দলে কারা? জানালেন হেড কোচ রাহুল দ্রাবিড়

দ্রুতই নিজদের মধ্যে ফাইনাল স্কোয়াড বেছে নেব। সেটা পরের সিরিজেই হবে, না তার পরের সিরিজ, বলা কঠিন। তবে দ্রুতই সেই কাজটা করতে চাই।

RAHUL DRAVID: অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের দলে কারা? জানালেন হেড কোচ রাহুল দ্রাবিড়
হার্দিকের সঙ্গে আলোচনায় রাহুল দ্রাবিড়। (ফাইল ছবি)Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2022 | 8:00 AM

বেঙ্গালুরু : রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ব্যাটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে। সিরিজ শুরুর আগের দিন চোটে ছিটকে যান লোকেশ রাহুলও (KL Rahul)। এই সিরিজে তাঁরই নেতৃত্ব দেওয়ার কথা ছিল। ব্যাটিংয়ের দিক থেকেও শূন্যতা তৈরি হয়েছিল লোকেশ ছিটকে যাওয়ায়। একদিকে এটি ধাক্কা হলেও, তরুণ ক্রিকেটারদের কাছে সুযোগ ছিল দক্ষতা প্রমাণের। কতটা পারলেন তাঁরা? বেঙ্গালুরুতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর, সাংবাদিক সম্মেলনে ছিলেন ভারতীয় দলের (Team India) হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এই তরুণ ভারতীয় দলকে নিয়ে বলেন, ‘একটা সিরিজ, ম্যাচ দিয়ে কাউকে বিচার করা পছন্দ নয়। যারাই এই সিরিজে সুযোগ পেয়েছে, সেটুকু পাওয়ার যোগ্য। এই জায়গাটা অর্জন করেছে। এই ফরম্যাটে ভালো ম্যাচও যেমন থাকবে, তেমনই খারাপও। শ্রেয়স শুরুর দিকে কঠিন উইকেটে ইতিবাচক খেলেছে। ঋতুরাজ একটা ইনিংসে ওর যোগ্যতা, দক্ষতা দেখিয়েছে। টি ২০ তে ব্যক্তিগত পারফরম্যান্সে ওঠা নামা থাকবেই। কাউকে নিয়েই হতাশ নই। দল হিসেবে একটা পরিকল্পনা মাফিক খেলতে চেয়েছিলাম। ইতিবাচক এবং আক্রমণাত্মক খেলার পরিকল্পনা ছিল। জানতাম, প্রতি ম্যাচেই পরিকল্পনা মাফিক সব ঠিক হবে না। তবে কী ধরনের ক্রিকেট খেলতে চাই, সেটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে।‘

গত টি ২০ বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল ভারত। পরবর্তী বিশ্বকাপ এ বছর অস্ট্রেলিয়ায়। এই সিরিজের স্কোয়াড থেকে কারা সুযোগ পেতে পারেন অস্ট্রেলিয়াগামী দলে! হেড কোচ রাহুল দ্রাবিড় জানালেন, ‘প্রতিযোগিতা যত এগিয়ে আসবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। সবাই বিশ্বকাপের দলে সুযোগ পাবে না। হয়তো ১৫ জন যাবে। কিন্তু বিকল্পও প্রস্তুত রাখতে হবে। তার জন্য অনেককেই সুযোগ দেওয়া প্রয়োজন। তাহলে বুঝতে পারব, কারা বিকল্প হতে পারে। স্কোয়াডে কারা থাকবে সেটা হয়তো ভাবনায় আছে। কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটতে পারে। চোট এবং অন্য কারণে কাউকে নাও পাওয়া যেতে পারে। আমরা দ্রুতই নিজদের মধ্যে ফাইনাল স্কোয়াড বেছে নেব। সেটা পরের সিরিজেই হবে, না তার পরের সিরিজ, বলা কঠিন। তবে দ্রুতই সেই কাজটা করতে চাই।‘

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ। পাঁচ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে ছিল ভারত। সেখান থেকে ২-২। বেঙ্গালুরুর ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সিরিজ নিষ্ফলাই থাকল। তবে প্রথম চার ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিকও পেয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের মহড়ায় কারা পাশ করলেন খোলসা করলেন না রাহুল দ্রাবিড়। সামনে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজ। সেখানেও নতুন মুখ থাকবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যারা স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া টি ২০ তে দেখা যেতে পারে তাঁদের। তেমনই ইংল্যান্ডের বিরুদ্ধেও মহড়া নেওয়া হবে অনেকের। তারপরই হয়তো টি ২০ বিশ্বকাপের স্কোয়াড বেছে নেওয়া হবে। দ্রাবিড়ের ইঙ্গিত তেমনই।