Samit Dravid: ৭ সুযোগে সর্বাধিক ৩৩, এ বার পড়ল কোপ! বাদ দ্রাবিড় পুত্র

Aug 28, 2024 | 2:22 PM

মহারাজা টি-২০ লিগে মাইসোর ওয়ারিয়র্সের অষ্টম ম্যাচে বাদ পড়েছেন দ্রাবিড় পুত্র। ১৫ অগস্ট তাঁর মাইসোর ওয়ারিয়র্সের জার্সিতে অভিষেক হয়। পরপর দুই ম্যাচে তিনি ৭ রান করে আউট হন। এরপর মিস্টিক্সের বিরুদ্ধে ৩৩ রান করেন।

Samit Dravid: ৭ সুযোগে সর্বাধিক ৩৩, এ বার পড়ল কোপ! বাদ দ্রাবিড় পুত্র
৭ সুযোগে সর্বাধিক ৩৩, এ বার পড়ল কোপ! বাদ দ্রাবিড় পুত্র

Follow Us

কলকাতা: কর্নাটক ক্রিকেট সংস্থার মহারাজা টি-২০ লিগে কয়েকদিন আগে অভিষেক হয়েছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলের। মাইসোর ওয়ারিয়র্সের জার্সিতে সমিত দ্রাবিড়কে (Samit Dravid) দেখা যাচ্ছে। বয়সভিত্তিক স্তরে সমিত প্রচুর খেলেছে। সেখানে ধারাবাহিকতা দেখা গিয়েছিল তাঁর ব্যাটে। কিন্তু মহারাজা টি-২০ ট্রফিতে (Maharaja T20 Trophy) তিনি সেই ধারাবাহিকতা দেখাতে পারছেন না। ৭ সুযোগে সমিত সর্বাধিক ৩৩ রান করেছেন। নজরকাড়া পারফরম্যান্স না হওয়ার ফলে এ বার পড়ল কোপ!

মহারাজা টি-২০ ট্রফিতে মাইসোর ওয়ারিয়র্সের হয়ে টানা ৭ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সমিত। অবশ্য অষ্টম ম্যাচে বাদ পড়েছেন দ্রাবিড় পুত্র। ১৫ অগস্ট তাঁর মাইসোর ওয়ারিয়র্সের জার্সিতে অভিষেক হয়। পরপর দুই ম্যাচে তিনি ৭ রান করে আউট হন। এরপর মিস্টিক্সের বিরুদ্ধে ৩৩ রান করেন। এটিই মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে তাঁর সর্বাধিক রান। এরপর মাইসোর ওয়ারিয়র্সের জার্সিতে শেষ চারটি ম্যাচে সমিত দ্রাবিড় যথাক্রমে করেন – ১৬, ২, ১২ ও ৫ রান। এ বার তাই একাদশ থেকে বাদ পড়লেন সমিত।

চলতি মহারাজা টি-২০ ট্রফিতে এখনও ৯টি ম্যাচ খেলেছে মাইসোর ওয়ারিয়র্স। তার মধ্যে ৫টি জয় ও ৪টিতে হারের মুখ দেখেছে সমিতের দল। ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিনে মাইসোর ওয়ারিয়র্স। হুবলি টাইগার্সের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি দ্রাবিড় পুত্র। কিন্তু এই ম্যাচ জিতেছে মাইসোর ওয়ারিয়র্স। এ বার দেখার তাঁর দলের আগামী ম্যাচে (যা রয়েছে আজ, ম্যাঙ্গালুরু ড্রাগন্সের বিরুদ্ধে) সেটিতে ফের একাদশে ফেরেন কিনা।

 

Next Article