AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে বছরে দুটো আইপিএল চান রবি শাস্ত্রী

এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, 'দ্বিপাক্ষিক সিরিজে কোনও ভবিষ্যৎ নেই। বিশ্বকাপ বা আইসিসির টুর্নামেন্টকে মানুষ মনে রাখে। দ্বিপাক্ষিক সিরিজ জিতলে কেউ মনে রাখে না। ৭ বছর কোচিং করানোর পরও একটা সিরিজের ম্যাচও আমার মনে নেই। কিন্তু বিশ্বকাপ জিতলে সবাই মনে রাখবে।'

Indian Cricket: দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে বছরে দুটো আইপিএল চান রবি শাস্ত্রী
রবি শাস্ত্রী। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Jun 01, 2022 | 4:00 PM
Share

নয়াদিল্লি: আইপিএল (IPL) শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। হাতে আর ৭ মাস বাকি। তার মধ্যে কয়েকটা টি-২০ সিরিজেই দল গুছিয়ে নিতে হবে কোচ রাহুল দ্রাবিড়কে। অক্টোবরেই অস্ট্রেলিয়ার মাটিতে ২০ ওভারের বিশ্বকাপ (T20 World Cup)। ভারতীয় দলের কোচ তো বটেই, ক্রিকেটারদেরও পাখির চোখ ওই বিশ্বকাপে। দল গুছিয়ে নিতে আইপিএলে নজর কাড়া উমরান মালিক আর আর্শদীপ সিংকেও জাতীয় দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ার মাটিতে ফ্যাক্টর হতে পারে উমরানের গতি। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বিকল্প প্ল্যান বাতলে দিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা কমিয়ে, আইপিএলে জোর দেওয়ার বার্তা শাস্ত্রীর। এক অভিনব পরিকল্পনার কথা বললেন বিরাটদের প্রাক্তন কোচ।

এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজে কোনও ভবিষ্যৎ নেই। বিশ্বকাপ বা আইসিসির টুর্নামেন্টকে মানুষ মনে রাখে। দ্বিপাক্ষিক সিরিজ জিতলে কেউ মনে রাখে না। ৭ বছর কোচিং করানোর পরও একটা সিরিজের ম্যাচও আমার মনে নেই। কিন্তু বিশ্বকাপ জিতলে সবাই মনে রাখবে। দুর্ভাগ্যবশত আমরা তা জিততে পারিনি। আমার মতে, দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশেষ জোর দেওয়া উচিত বোর্ডের।’

একই সঙ্গে শাস্ত্রী বলেন, ‘আমার মতে বছরে দুটো আইপিএল করা উচিত বোর্ডের। দুটো সিজন মিলিয়ে ১৪০টা ম্যাচ। এতে ক্রিকেটারদের অনেক উন্নতি হবে। প্রত্যেক বছরে যত বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে ক্রিকেটাররা, তত বেশি ধারাল হবে। ২ বছর অন্তর বিশ্বকাপেও নিজেদের মেলে ধরতে পারবে।’

রবি শাস্ত্রীর কোচিংয়ে ৬৫টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে জিতেছে ৪৩ ম্যাচ। দ্বিপাক্ষিক সিরিজগুলোয় একতরফা আধিপত্য দেখিয়েছে ভারত। বিশ্বকাপের আসরে অবশ্য ফ্লপ হয়েছে টিম ইন্ডিয়া। শাস্ত্রীর এই পরামর্শ আদৌ বিবেচনা করে কিনা বোর্ড সেটাই দেখার।

আরও পড়ুন: French Open 2022: কান্নায়, আবেগে আবার রোলাঁ গারোর সম্রাট রাফা