India vs South Africa: ৫ তারিখ থেকে দিল্লিতে শুরু রাহুলদের শিবির
৫ তারিখ, রবিবার থেকে দিল্লিতে শিবির শুরু ভারতীয় দলের। ওই দিনই একত্রিত হবেন লোকেশ রাহুল, ঋষভ পন্থরা। ৩ দিন অনুশীলনের পর ৯ তারিখ প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। কোভিড পরবর্তী সময়ে প্রথমবার বায়ো বাবল ছাড়া খেলবেন রাহুল, পন্থরা।
নয়াদিল্লি: আইপিএল (IPL 2022) শেষ। এ বার নজর ফোকাসে জাতীয় দল। অক্টোবরেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে পুরোদমে প্রস্তুত হতে তৈরি রাহুল দ্রাবিড়ের দল। জুনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরজ খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ সামি, জসপ্রীত বুমরাদের বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। সহ অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ। আইপিএলে ভালো খেলায় জাতীয় দলের জার্সিতে কামব্যাক করেছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে নজর কাড়ার সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন উমরান মালিক, আর্শদীপ সিংও। ৯ তারিখ দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি। ১২ তারিখ কটক, ১৪ তারিখ বিশাখাপত্তনম, ১৭ তারিখ রাজকোট আর ১৯ তারিখ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।
৫ তারিখ, রবিবার থেকে দিল্লিতে শিবির শুরু ভারতীয় দলের। ওই দিনই একত্রিত হবেন লোকেশ রাহুল, ঋষভ পন্থরা। ৩ দিন অনুশীলনের পর ৯ তারিখ প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। কোভিড পরবর্তী সময়ে প্রথমবার বায়ো বাবল ছাড়া খেলবেন রাহুল, পন্থরা। তাই মানসিক ভাবে অনেকটাই উজ্জীবিত হয়ে মাঠে নামবেন ক্রিকেটাররা। বায়ো বাববলে ক্রিকেটারদের থাকতে না হলেও, নিয়ম মেনেই কোভিড পরীক্ষা হবে প্রত্যেকের। গ্যালারিতেও থাকছে ১০০ শতাংশ দর্শক। দিল্লি ক্রিকেট বোর্ডের যুগ্মসচিব রাজন মাচান্দাই জানান, ৫ তারিখ ভারতীয় দল একত্রিত হবে।
এ দিকে ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবারই এ দেশে রওনা দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। বুধ রাতে পাড়ি দেবেন বাভুমারা। বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছে যাবে প্রোটিয়া বাহিনী। নর্টজে, ডি’কক, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, এইডেন মার্করামরা আছেন এই দলে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে অভিষেক হওয়া ক্রিকেটার ট্রিস্টান স্টাবসও রয়েছেন দক্ষিণ আফ্রিকা দলে।
আরও পড়ুন: French Open 2022: মিডলকুপকে সঙ্গী করে ফরাসি ওপেনের শেষ চারে বিয়াল্লিশের দুরন্ত বোপান্না