IPL 2022: আমদাবাদের কোচ হতে পারেন শাস্ত্রী

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 07, 2021 | 1:03 PM

শাস্ত্রী যদি আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হন, তাহলে সেই দলেরই সাপোর্ট স্টাফ হতে পারেন ভরত অরুণ (Bharat Arun) ও আর শ্রীধর (R Sridhar)। কারণ বিশ্বকাপের পর বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরেরও মেয়াদ ফুরোচ্ছে।

IPL 2022: আমদাবাদের কোচ হতে পারেন শাস্ত্রী
রবি শাস্ত্রী। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: বিশ্বকাপের (T20 World Cup) পরই মেয়াদ ফুরোচ্ছে। পরের ডেস্টিনেশন কোথায়? কয়েক মাস আগে ঘনিষ্ঠমহলে শাস্ত্রী (Ravi Shastri) জানিয়েছিলেন, আইপিএলের (IPL) কোনও দলে কোচিং কিংবা কমেন্ট্রিতে ফিরতে পারেন। বিরাট কোহলির (Virat Kohli)) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের (RCB) কোচের অফারও রয়েছে শাস্ত্রীর কাছে। তবে সূত্রের খবর, আরসিবি নয়। অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হতে পারেন রবি শাস্ত্রী।

 

আমদাবাদের (Ahmedabad) ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হওয়ার দৌড়ে শাস্ত্রী। ২০২২ আইপিএল থেকে নতুন দুটি দলের সংযোজন হচ্ছে। আমদাবাদ ও লখনউ (Lucknow) থেকে দুটো দলকে দেখা যাবে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে। আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির হেড কোচের জন্য ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে রবি শাস্ত্রীকে। সূত্রের খবর, সেই ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই পাকা তিনি। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভারতীয় কোচেরা তাঁদের পরবর্তী ডেস্টিনেশন ঠিক করতে পারবেন। শাস্ত্রী যদি আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হন, তাহলে সেই দলেরই সাপোর্ট স্টাফ হতে পারেন ভরত অরুণ (Bharat Arun) ও আর শ্রীধর (R Sridhar)। কারণ বিশ্বকাপের পর বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরেরও মেয়াদ ফুরোচ্ছে।

 

আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনেছে সিভিসি ক্যাপিটালস (CVC Capitals)। ৫৬২৫ কোটি টাকা দিয়ে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি দল কিনেছে সিভিসি ক্যাপিটালস। অন্যদিকে ৭০৯০ কোটি টাকা দিয়ে লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি দল কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ (RPSG Group)। জানুয়ারির শুরুতেই হতে পারে আইপিএলের মেগা নিলাম। দশ দলের আইপিএল হওয়ায় এ বারের আকর্ষণও অনেকটা বাড়ছে।

 

আরও পড়ুন: T20 World Cup 2021: নিয়মরক্ষার ম্যাচে টিমে বদলের ভাবনা পাকিস্তানের

Next Article