T20 World Cup 2021: নিয়মরক্ষার ম্যাচে টিমে বদলের ভাবনা পাকিস্তানের

নিয়মরক্ষার ম্যাচ। তাই সেমিফাইনালের আগে বেশ কিছু নতুন মুখকে খেলাতে পারে পাক টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে দলের তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সুযোগও রয়েছে পাকিস্তানের কাছে।

T20 World Cup 2021: নিয়মরক্ষার ম্যাচে টিমে বদলের ভাবনা পাকিস্তানের
পাকিস্তান বনাম স্কটল্যান্ড। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 8:56 AM

শারজা: বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। চার ম্যাচে চারটেতে জয়। আজ সন্ধেয় সামনে স্কটল্যান্ড (Scotland)। সুপার টুয়েলভে (Super 12) চার ম্যাচে চারটেতেই হেরেছে স্কটিশরা। দুর্বল স্কটিশদের উড়িয়ে এবারে পাঁচে পাঁচ করার লক্ষ্যে আগুয়ান পাকিস্তান (Pakistan)।

নিয়মরক্ষার ম্যাচ। তাই সেমিফাইনালের আগে বেশ কিছু নতুন মুখকে খেলাতে পারে পাক টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে দলের তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সুযোগও রয়েছে পাকিস্তানের কাছে। সেমিফাইনালের মেগা দ্বৈরথের আগে তাই নতুন মুখকে খেলিয়ে দলের কম্বিনেশন ঠিক করে ফেলার সুযোগও থাকছে টিম ম্যানেজমেন্টের কাছে।

শারজার (Sharjah) উইকেট অনেকটাই স্লো। টস অনেকটাই ফ্যাক্টর হচ্ছে। বিপক্ষ দুর্বল, তাই পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হেঁটে বিকল্প দেখে নেওয়ার সুযোগ থাকছে বাবরদের কাছে। অন্যদিকে স্কটল্যান্ড চলতি বিশ্বকাপে এখনও একটাও ম্যাচ জিততে পারেনি। টানা ৪ ম্যাচ হেরে বিধ্বস্ত কোয়েত্‍জাররা। পাকিস্তানকে নিজেদের শেষ ম্যাচে হারিয়ে একটা ছাপ ফেলতে মরিয়া ব্যারিংটনরা।

কুড়ি ওভারের ফরম্যাটে এখনও তিন বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-স্কটল্যান্ড। তিন বারই জিতেছে পাকিস্তান। ২০০৭ বিশ্বকাপে ৫১ রানে স্কটল্যান্ডকে হারায় পাক দল। আর ২০১৮ সালে দু’বারের সাক্ষাতে দু’বারই জেতে পাকিস্তান।

আরও পড়ুন: T20 World Cup 2021 New Zealand vs Afghanistan Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচ

আরও পড়ুন: T20 World Cup 2021: আজ নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে চোখ বিরাটদেরও

আরও পড়ুন: T20 World Cup 2021: একগুচ্ছ রেকর্ড করে স্কটদের হারাল ভারত