T20 World Cup 2021: একগুচ্ছ রেকর্ড করে স্কটদের হারাল ভারত
স্কটদের শুধু বড় ব্যবধানে হারায়নি ভারত, কাইল কোয়ের্টজারদের বিরুদ্ধে একগুচ্ছ রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।
দুবাই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার-১২ (Super 12) এ নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ভারত (India)। শুক্রবারের ম্যাচে জেতার ফলে টুর্নামেন্টের শেষ চারে যাওয়ার সম্ভবনা জিইয়ে রেখেছেন বিরাট কোহলিরা (Virat Kohli)। তবে স্কটদের শুধু বড় ব্যবধানে হারায়নি ভারত, কাইল কোয়ের্টজারদের বিরুদ্ধে একগুচ্ছ রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।
১) টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়: সবচেয়ে বেশি বল বাকি রেখে একটি টি-টোয়েন্টি জয়ের পরিপ্রেক্ষিতে এটি ছিল ভারতের সেরা পারফরম্যান্স। স্কটদের দেওয়া ৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮১ বল বাকি থাকতে ম্যাচ জিতেছেন রোহিতরা। ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৯ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিল ভারত। এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪১ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া।
২) টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়: বলের নিরিখে ভারতের স্কটদের হারানো স্কোরটি বিশ্বের তৃতীয় বড় জয়। ৮১ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় মেন ইন ব্লুরা। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৯০ বল বাকি থাকতে হারিয়েছিস শ্রীলঙ্কা। এবং চলতি বিশ্বকাপে বাংলাদেশকে ৮২ বল বাকি থাকতে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
৩) টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ পাওয়ার প্লে রান: রোহিত শর্মা এবং কেএ রাহুলের অত্যন্ত সফল ওপেনিং জুটির সৌজন্যে, ২০০৭ সালের চ্যাম্পিয়নরা টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত তাদের পঞ্চম-সেরা পাওয়ার প্লে স্কোর অর্জন করেছে।
৪) টি- টোয়েন্টিতে ভারতের জন্য সর্বোচ্চ পাওয়ার প্লে রান: ৬ ওভারের পরে ২ উইকেটের বিনিময়ে ৮২ রান টি-টোয়েন্টি ম্যাচে ভারতের সর্বকালের সেরা পাওয়ারপ্লে রান। এর আগে ২০১৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ২ উইকেটের বিনিময়ে ৭৮ রান তুলেছিল ভারত।
৫) টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম হাফসেঞ্চুরি (বলের নিরিখে): কেএল রাহুল স্কটিশ বোলারদের রীতিমতো শাসন করেছেন শুক্রবারের ম্যাচে। টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় দ্রুত অর্ধশতরান করে ফেললেন লোকেশ রাহুল। স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৮ বলে অর্ধশতরান করেছেন তিনি। ভারতের হয়ে এর আগে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবরাজ সিংহ।