Syed Mustaq Ali T20: মুম্বইয়ের কাছে ১০ রানে হার বাংলার
রান তাড়া করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক সুদীপ চট্টোপাধ্য়ায়। করণ লালও ব্যক্তিগত ৩ রানে আউট হন। অভিষেক দাস ১৪ আর ঋদ্ধিমান সাহা ১৫ রানে আউট হন। কাইফ আহমেদ (Kaif Ahmed)-ঋত্বিক রায়চৌধুরী (Ritwik Roy Chowdhury) জুটি স্কোরবোর্ডকে লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলেও সেই জুটিতে ভাঙন ধরান তুষার দেশপান্ডে।
বর্ষাপাড়া: বাংলা আছে বাংলাতেই (Bengal Cricket Team)। কঠিন প্রতিদ্বন্দ্বীর সামনে পড়তেই মুখ থুবড়ে পড়ল বঙ্গব্রিগেড। সেই পুরনো ট্র্যাডিশন অব্যাহত। ছত্তিশগড় (Chattisgarh) আর বরোদাকে (Baroda) হারিয়ে মুস্তাক আলি অভিযান শুরু করলেও মুম্বইয়ের (Mumbai) সামনে পড়তেই জারিজুরি শেষ সুদীপদের (Sudip Chatterjee)। ১০ রানে হার বাংলার।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই। শুরুতেই মুম্বইয়ের ওপেনার পৃথ্বী শ-কে ফিরিয়ে প্রাথমিক ঝটকা দেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। ৬ রানে শাহবাজের বলে স্টাম্প আউট হন পৃথ্বী (Prithvi Shaw)। ব্যক্তিগত ১৭ রানে আউট হন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। মুম্বই অধিনায়ককে ফেরান ঋত্বিক চট্টোপাধ্যায় (Writtick Chatterjee)। ব্যর্থ হন যশস্বী জসওয়াল, আদিত্য তারে, সিদ্ধেশ লাড সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে ১৩১ রানে মুম্বইকে বেঁধে দেন ঋত্বিক-শাহবাজরা। সর্বোচ্চ ২৪ করেন শিবম দুবে।
রান তাড়া করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক সুদীপ চট্টোপাধ্য়ায়। করণ লালও ব্যক্তিগত ৩ রানে আউট হন। অভিষেক দাস ১৪ আর ঋদ্ধিমান সাহা ১৫ রানে আউট হন। কাইফ আহমেদ (Kaif Ahmed)-ঋত্বিক রায়চৌধুরী (Ritwik Roy Chowdhury) জুটি স্কোরবোর্ডকে লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলেও সেই জুটিতে ভাঙন ধরান তুষার দেশপান্ডে। ৩০ রানে আউট হন ঋত্বিক রায়চৌধুরী। ৩১ রানে শিবম দুবের বলে প্যাভিলিয়নে ফিরে যান কাইফ আহমেদও। ২০ ওভারে ১২১ রানে থেমে যান শাহবাজরা।
৩ ম্যাচে বাংলার ঝুলিতে ৮ পয়েন্ট। ম্যাচ বাকি সার্ভিসেস আর কর্ণাটকের বিরুদ্ধে। সোমবার সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা। আর ১০ তারিখ কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সুদীপদের।
আরও পড়ুন: Virat Kohli Birthday: ড্রেসিংরুমে বিরাটের জন্মদিনের পার্টিতে নেতা ধোনি