নয়াদিল্লি: আইপিএলের (IPL) বিউগলটা যেন এখন থেকেই কানে বাজতে শুরু করে দিয়েছে ক্রিকেট প্রেমীদের। চব্বিশের আইপিএলের মিনি নিলাম আসছে। আর সেই নিলামের আগে এক ক্রিকেটারকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অবশ্য ওই ক্রিকেটার এখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। রবি অশ্বিনের মতে, এ বার সেই ক্রিকেটারকেই দলে নেওয়ার জন্য ঝামেলা হতে পারে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের। কার কথা বলছেন অশ্বিন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকা কোলা এরিনায় হতে চলা নিলামের দিকেই নজর সকলের। আর সেই নিলামের আগে ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন দেশের এক ক্রিকেটারকে নিয়ে বিরাট আশাবাদী। অশ্বিনের মতে, সেই ক্রিকেটারের জন্য চেন্নাই ও গুজরাটের মধ্যে নিলাম টেবলে যুদ্ধ হতে পারে। কে এই ক্রিকেটার? যার জন্য এমন কথা বললেন অশ্বিন? তিনি হলেন শাহরুখ খান। গত ৩ বছর ধরে পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলেছেন তিনি। এ বারের নিলামের আগে শাহরুখকে ধরে রাখেনি প্রীতির দল। কিন্তু অশ্বিন মনে করছেন, সেই শাহরুখই চব্বিশের নিলাম থেকে ১২-১৩ কোটি টাকা পেতে পারেন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘শাহরুখ খানকে নিয়ে সিএসকে এবং গুজরাটের মধ্যে যুদ্ধ হবে বলেই আমার মনে হচ্ছে। গুজরাট হার্দিক পান্ডিয়াকে নিলামের আগে ছেড়ে দিয়েছে। যার ফলে গুজরাটের এখন এমন একজন ক্রিকেটারকে দরকার, যিনি ইনিংস শেষ করতে পারবেন। গুজরাটের একজন পাওয়ার হিটারের প্রয়োজন। পঞ্জাব কিংস ৯ কোটির বিনিময়ে শাহরুখকে দলে নিয়েছিল। আমি নিশ্চিত ও নিজের দক্ষতা প্রমাণ করেছে। এরপরেও কি ওর দর বাড়বে না? আমার তো মনে হয় ১২-১৩ কোটি দর উঠবে শাহরুখের।’ অবশ্য অশ্বিন মনে করেন শাহরুখকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসও। অশ্বিন বলেছেন, ‘সিএসকেও শাহরুখ খানকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে বলেই জানা গিয়েছে।’ এ বার ১৯ তারিখের অপেক্ষা। সেই দিনই জানা যাবে অশ্বিনের ভবিষ্যদ্বাণী মিলল কিনা।