Test Cricket: অশ্বিন-স্টোকস শীঘ্রই যে ৫ তারকার সামনে শততম টেস্টের হাতছানি

Feb 15, 2024 | 11:24 PM

International Cricket: ১০০টি টেস্টের এলিট ক্লাবে অনেক ক্রিকেটার রয়েছেন। আগামী কয়েকটা দিনের মধ্যে ১০০তম টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারদের সংখ্যা বাড়তে চলেছে। দেশ-বিদেশের এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা আগামী ২২ দিনের মধ্যে টেস্ট কেরিয়ারের শততম ম্যাচ খেলার সুযোগ পাবেন। তাঁরা কারা জানেন?

Test Cricket: অশ্বিন-স্টোকস শীঘ্রই যে ৫ তারকার সামনে শততম টেস্টের হাতছানি
Test Cricket: অশ্বিন-স্টোকস শীঘ্রই যে ৫ তারকার সামনে শততম টেস্টের হাতছানি

Follow Us

কলকাতা: টেস্ট ক্রিকেট ইজ দ্য আল্টিমেট… এ কথাটা ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির মুখে অতীতে শোনা গিয়েছে। তিনি দেশের হয়ে ১১৩টি টেস্ট (Test) ম্যাচ খেলেছেন। ১০০টি টেস্টের এলিট ক্লাবে অনেক ক্রিকেটার রয়েছেন। আগামী কয়েকটা দিনের মধ্যে ১০০তম টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারদের সংখ্যা বাড়তে চলেছে। দেশ-বিদেশের এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা আগামী ২২ দিনের মধ্যে টেস্ট কেরিয়ারের শততম ম্যাচ খেলার সুযোগ পাবেন। তাঁরা কারা জানেন?

দেশের হয়ে খেলা যে কোনও ক্রিকেটারের কাছে বিরাট গর্বের। আর তা যদি হয় টেস্ট ক্রিকেটে, তার একটা আলাদাই অনুভূতি হয় সকল ক্রিকেটারের। ভারতের মাটিতে আপাতত চলছে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মাদের ৫ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম দুটো ম্যাচ হয়ে গিয়েছে। তার একটিতে জয় ইংল্যান্ডের। অপরটিতে টিম ইন্ডিয়ার। ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ ৩টি ম্যাচ বাকি রয়েছে। দুই টিমই চাইবে তৃতীয় টেস্ট জিতে নিজেদের সিরিজে পাল্লা খানিকটা ভারী করে নিতে।

এক ঝলকে দেখে নিন আগামী কয়েকটা দিন কোন ৫ আন্তর্জাতিক ক্রিকেটার ১০০তম টেস্ট ম্যাচ খেলতে পারেন—

  1. আগামী ২২ দিনের মধ্যে ৫ আন্তর্জাতিক ক্রিকেটার তাঁদের কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন। রাজকোট টেস্ট ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে।
  2. ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের কাছে এই সুযোগ আসবে ৭ মার্চ। যদি রাজকোট ও রাঁচি টেস্টে খেলার সুযোগ পান, তা হলে ধরমশালায় ১০০তম টেস্ট ম্যাচ খেলবেন অশ্বিন।
  3. ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টোর ভারত সফরে ১০০তম টেস্ট ম্যাচ খেলার সুযোগ রয়েছে। রবি অশ্বিনের মতোই তিনি যদি রাজকোট ও রাঁচি টেস্টে খেলার সুযোগ পান, সে ক্ষেত্রে ধরমশালায় কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ খেলবেন বেয়ারস্টো।
  4. নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনের জন্য তাঁর কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ মার্চের ম্যাচ।
  5. কিউয়ি প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনের পাশাপাশি বর্তমান অধিনায়ক টিম সাউদিও কেরিয়ারের ১০০তম টেস্টের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ৮ মার্চ প্রোটিয়াদের বিরুদ্ধে এই রেকর্ড গড়তে পারেন সাউদি।
Next Article