Virat on Rohit: ‘রোহিতকে কোনও দিন ওরকম দেখিনি,’ বিরাট যা বলেছেন…

Feb 14, 2024 | 2:53 AM

ICC MEN’S T20 WC: রোহিত-বিরাটের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা জল্পনা রটেছে। তাঁদের মধ্যে সম্পর্ক ভালো নয় এসবও শোনা যেত। যদিও মাঠে তাঁদের বন্ধুত্ব, পরস্পরের প্রতি সম্মান ঈর্ষণীয়। বিরাট কোহলি ক্যাপ্টেন থাকাকালীন এক বার রোহিতকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে, ছন্দে না থাকা রোহিতকে টি-টোয়েন্টি টিম থেকে বাদ দেওয়া উচিত কিনা। হেসে বিরাট পাল্টা দিয়েছিলেন।

Virat on Rohit: রোহিতকে কোনও দিন ওরকম দেখিনি, বিরাট যা বলেছেন...
Image Credit source: X

Follow Us

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। সিরিজের স্কোরলাইন আপাতত ১-১। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচ থেকে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। প্রত্যাশা ছিল, সিরিজের বাকি তিন ম্যাচে তাঁকে পাওয়া যেতে পারে। যদিও বিরাটের সমস্যা এখনও মেটেনি। পুরো সিরিজ থেকেই সরে দাঁড়িয়েছেন কিং কোহলি। তাঁর না থাকাটা ভারতীয় দলে সমস্যা বলাই যায়। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিরাট-রোহিতকে একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল। সব কিছু ঠিক থাকলে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে। রোহিতকে নিয়ে বিরাটের একটি মন্তব্য বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রোহিত-বিরাটের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা জল্পনা রটেছে। তাঁদের মধ্যে সম্পর্ক ভালো নয় এসবও শোনা যেত। যদিও মাঠে তাঁদের বন্ধুত্ব, পরস্পরের প্রতি সম্মান ঈর্ষণীয়। বিরাট কোহলি ক্যাপ্টেন থাকাকালীন এক বার রোহিতকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে, ছন্দে না থাকা রোহিতকে টি-টোয়েন্টি টিম থেকে বাদ দেওয়া উচিত কিনা। হেসে বিরাট পাল্টা দিয়েছিলেন। ঠিক একই ভাবে সেঞ্চুরির খরা চলাকালীন টিমে বিরাটের জায়গা এবং বিরাটের আত্মবিশ্বাসের অভাব রয়েছে কিনা! রোহিতও একই ঢঙে উত্তর দিয়েছিলেন, বিরাটের মতো ক্রিকেটারকে আত্মবিশ্বাস দিতে হবে, এটা কী বলছেন?

ম্যাচ চলাকালীন অনেক সময়ই দেখা যায় বিরাট পরামর্শ দিচ্ছেন ক্যাপ্টেন রোহিতকে। মাঠে তাঁদের কেমিস্ট্রি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা উদাহরণ। সম্প্রতি স্টারস্পোর্টস একটি বিশেষ অনুষ্ঠান করেছে। বিলিভ নামের সেই অনুষ্ঠানে বিরাটের মুখে উঠে এল একটা তথ্য। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়ায় নেমে দ্রুত ৪ উইকেট হারিয়েছিল ভারত। সকলেই যেন আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ক্ষীণ আশা ছিল, বিরাট কোহলি ক্রিজে থাকায়।

হাউসফুল মেলবোর্ন সেদিন একটা ঐতিহাসিক ম্যাচ দেখেছিল। তেমনই টেলিভিশনের মাধ্যমে কোটি কোটি ক্রিকেট প্রেমী তা দেখেছেন। বিরাট ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। এরপর আরও একটা অনবদ্য দৃশ্য দেখা যায়। বিরাটকে কাঁধে তুলে নেন রোহিত। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে অপূর্ব সেই দৃশ্য। নিজের সেলিব্রেশন এবং রোহিতের আবেগ প্রসঙ্গেই ‘বিলিভ’ অনুষ্ঠানে বিরাট বলেন, ‘রোহিতের সঙ্গে দীর্ঘ সময় খেলছি। আগে কখনও রোহিতকে ওরকম আবেগ প্রকাশ করতে দেখিনি। ওই ম্যাচের পরিবেশটাই পুরোপুরি আলাদা ছিল। সবটাই যেন হঠাৎ করে হয়ে গিয়েছিল।’

বিরাট নিজেও ম্যাচের একটা সময় অবধি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন না। ম্যাচ এগিয়েছে, শট খেলেছেন, আত্মবিশ্বাস বেড়েছে। মহাকাব্যিক, ঐতিহাসিক একটা ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন ক্রিকেট প্রেমীরাও। ম্যাচ শেষে সেলিব্রেশনেই পরিষ্কার, কত ভালো সন্তুষ্ট হয়েছিলেন বিরাট।

Next Article