India vs England, 1st Test: যশস্বীর পর জাডেজার সেঞ্চুরিও আটকালেন রুট, ৪৩৬ রানে থামল ভারত
Ravindra Jadeja: ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার দিকে হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন সকালে বিশেষ নজর ছিল টিম ইন্ডিয়ার অনুরাগীদের। তিনি টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরানের সামনে ছিলেন। কিন্তু ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়র জো রুট আটকে দেন রবীন্দ্র জাডেজার শতরান।

কলকাতা: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুলের পর রবীন্দ্র জাডেজা… টিম ইন্ডিয়ার তিন তারকা ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের কাছাকাছি পৌঁছেও থামলেন। ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) দিকে হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন সকালে বিশেষ নজর ছিল টিম ইন্ডিয়ার অনুরাগীদের। তিনি টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরানের সামনে ছিলেন। কিন্তু ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়র জো রুট (Joe Root) আটকে দেন রবীন্দ্র জাডেজার শতরান। ঠিক তিনি যেভাবে হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন সকাল সকাল ফিরিয়েছিলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে। রুট অবশ্য যশস্বীকে কট অ্যান্ড বোল্ড করেছিলেন। আর জাডেজাকে তিনি ফেরালেন এলবিডব্লিউতে। ১৮০ বলে ৮৭ রান করে মাঠ ছাড়লেন জাড্ডু। আর ৪৩৬ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস।
দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৭ উইকেটে ৪২১। ৮১ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাডেজা এবং ৩৫ রানে অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল। তৃতীয় দিন মাত্র ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। জাডেজাকে এলবিডব্লিউ করার পর জসপ্রীত বুমরাকে বোল্ড করেন রুট। রানের খাতা খোলার আগেই ফেরেন বুমরা। তিনি ব্যাট হাতে বেশ পারদর্শী। তৃতীয় দিনের সকালে কিছুটা সময় ক্রিজে কাটাতে পারলে টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে আরও বেশি রান উঠে যেত। তিনি ফিরলে অলরাউন্ডার অক্ষর প্যাটেলের উইকেট হারায় ভারত। হাফসেঞ্চুরি হাতছাড়া করেন অক্ষর প্যাটেল (৪৪)। তাঁর উইকেট তুলে নেন রেহান আহমেদ। এবং ৪৩৬ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস।
Innings Break!#TeamIndia post 436 on the board, securing a 1⃣9⃣0⃣-run lead.
8⃣7⃣ for @imjadeja 8⃣6⃣ for @klrahul 8⃣0⃣ for @ybj_19
Scorecard ▶️ https://t.co/HGTxXf8b1E#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/cVzCnmMF5h
— BCCI (@BCCI) January 27, 2024
এ বার দেখার অশ্বিন-জাডেজা-বুমরারা তৃতীয় দিন কত তাড়াতাড়ি ইংল্যান্ডের একের পর এক উইকেট তুলে নিতে পারেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে মহম্মদ সিরাজ ছাড়া ভারতের চার বোলার উইকেট পেয়েছিলেন। ৩টি করে উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। আর ২টি করে উইকেট গিয়েছিল জসপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেলের ঝুলিতে।





