বিয়ের তামিল কার্ড ভাইরাল হওয়ায় উদ্বিগ্ন ম্যাক্সওয়েল, চিন্তার ভাঁজ আরসিবি শিবিরেও

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 16, 2022 | 4:00 PM

বিয়ের কারণেই আসন্ন পাক সফরে যাওয়া হচ্ছে না অজি তারকা ক্রিকেটারের। একই কারণে পাশাপাশি চিন্তার ভাঁজ আরসিবি টিম ম্যানেজমেন্টের অন্দরেও। কারণ আইপিএল ২০২২ এর শুরুর দিকের ম্যাচে ম্যাক্সিকে ছাড়াই নামবে হবে বিরাটদের।

বিয়ের তামিল কার্ড ভাইরাল হওয়ায় উদ্বিগ্ন ম্যাক্সওয়েল, চিন্তার ভাঁজ আরসিবি শিবিরেও
বিয়ের তামিল কার্ড ভাইরাল হওয়ায় উদ্বিগ্ন ম্যাক্সওয়েল, চিন্তার ভাঁজ আরসিবি শিবিরেও

Follow Us

নয়াদিল্লি: আগামী মাসেই অস্ট্রেলিয়ান তারকা অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) বিয়ে। ভারতীয় বাগদত্তা ভিনি রমনকে (Vini Raman) বিয়ে করতে চলেছেন ম্যাক্সি। কয়েক দিন আগেই তামিল ভাষায় লেখা তাঁদের বিয়ের আমন্ত্রণ পত্র (Invitation Card) সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। সেই খবর জানতে পেরে রীতিমতো উদ্বিগ্ন ম্যাক্সি। বিয়ের কারণেই আসন্ন পাক সফরে যাওয়া হচ্ছে না অজি তারকা ক্রিকেটারের। একই কারণে পাশাপাশি চিন্তার ভাঁজ আরসিবি টিম ম্যানেজমেন্টের অন্দরেও। কারণ আইপিএল ২০২২ এর শুরুর দিকের ম্যাচে ম্যাক্সিকে ছাড়াই নামবে হবে বিরাটদের।

ম্যাক্সওয়েল ও ভিনির বিয়ের যে কার্ড ভাইরাল হয়েছে, সেই আমন্ত্রণ পত্র থেকেই জানা যাচ্ছে, আগামী ২৭ মার্চ মেলবোর্নেই অনুষ্ঠিত হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান। ব্ল্যাকবার্ন রোডের একটি ম্যারেজ হলে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিনি এবং ম্যাক্সওয়েল। ফলে স্বাভাবিকভাবেই আইপিএলের শুরুর দিকের ম্যাচে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। পাশাপাশি তিনি বিয়ের কারণেই পাকিস্তান সফরেও যাবেন না। তবে ম্যাক্সওয়েলের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এই খবর তিনি জানতে পারেন আইপিএলে তাঁর দল আরসিবির এক প্রাক্তন সতীর্থর কাছ থেকে। এই খবর জানতে পারার পর তিনি বলেন, “আমার বেশ চিন্তা হচ্ছে, বিষয়টার জন্য। আমি আমার প্রাক্তন আইপিএল সতীর্থদের একজনের কাছ থেকে এটার ব্যাপারে জানতে পেরেছি। ওর কাছে অনলাইনে আমার বিয়ের তামিল আমন্ত্রণপত্র বিভিন্ন জায়গা থেকে এসেছে। তাই আমার মনে হয়, আমাদের হিন্দু রীতিতে হতে চলা বিয়েতে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।”

বিয়ের কারণেই আইপিএলের শুরুর দিকের ম্যাচ ও পাক সফরে যেতে পারবেন না ম্যাক্সি। এ ব্যাপারে তিনি নিজেই জানিয়েছেন। ক্যানবেরায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন, “প্রথম দিকে যখন আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তারিখ নিয়ে আলোচনা করেছিলাম, তখন দুই সপ্তাহের ব্যবধান ছিল। আমি তা হলে তখন সময় পেয়ে যেতাম। তাই বিয়ের তারিখ চূড়ান্ত করার সময় আমি খুশি ছিলাম। যে আমাকে কোনও সিরিজ মিস করতে হবে না। এর পর গত বছর যখন আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি সংক্রান্ত বৈঠকে বসি, তখন আমাকে পাকিস্তানের সিরিজের বিষয়টি জানান হয়।”

মার্চের শেষের দিকে আইপিএল শুরু হতে পারে। এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের সীমিত ওভারের সিরিজের সফর শুরু হবে ২৯ মার্চ থেকে। ম্যাক্সওয়েলের বিয়ে হওয়ার কথা ২৭ মার্চ। ফলে স্বাভাবিকভাবেই আইপিএলের শুরুতেই তাঁকে পাবে না আরসিবি।

আরও পড়ুন: India vs West Indies: রবিবারের ইডেনে দর্শক প্রবেশে কিছুটা ছাড়

Next Article