RCB vs GT, IPL 2022 Match 67 Result: রানে ফিরলেন বিরাট, ৮ উইকেটে গুজরাতকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল আরসিবি

| Edited By: | Updated on: May 19, 2022 | 11:27 PM

Royal Challengers Bangalore vs Gujarat Titans Live Score in Bangla: দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম গুজরাত টাইটান্স (Gujarat Titans) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RCB vs GT, IPL 2022 Match 67 Result: রানে ফিরলেন বিরাট, ৮ উইকেটে গুজরাতকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল আরসিবি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স

মুম্বই: আজ বৃহস্পতিবার, আইপিএল-১৫-তে (IPL 2022) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৬৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাতের অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে টাইটান্সরা। ১৬৯ এর টার্গেট তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতেই ১৭০ রান তুলে নেয় আরসিবি। হার্দিকের গুজরাতের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ের পাশাপাশি আরসিবির প্রাপ্তি বিরাট কোহলির রানে ফেরা। এবং আজকের ম্যাচে জয়ের ফলে আরসিবির এখনও প্লে অফের আশা বেঁচে রইল। চলতি আইপিএলে প্রথম পর্বের সাক্ষাতে আরসিবিকে ৬ উইকেটে হারিয়েছিল গুজরাত। ফলে আজ বিরাটরা সেই ম্যাচে হারের বদলা নিতে পারলেন।

Key Events

৮ উইকেটে জয়ী আরসিবি

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে টাইটান্সরা। ১৬৯ এর টার্গেট তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতেই ১৭০ রান তুলে নেয় আরসিবি।

বিরাটের রানে ফেরা

চলতি আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে রানে ফিরলেন আরসিবির প্রাক্তন নেতা বিরাট কোহলি। আঝ ৫৪ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলে যান বিরাট।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 19 May 2022 11:15 PM (IST)

    ৮ উইকেটে জয়ী আরসিবি

    হার্দিকের গুজরাতের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ের পাশাপাশি আরসিবির প্রাপ্তি বিরাট কোহলির রানে ফেরা। এবং আজকের ম্যাচে জয়ের ফলে আরসিবির এখনও প্লে অফের আশা বেঁচে রইল।

  • 19 May 2022 11:01 PM (IST)

    কোহলি আউট

    বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট হারাল আরসিবি। ৫৪ বলে ৭৩ রান করে মাঠ ছাড়লেন কোহলি। গুজরাতকে দ্বিতীয় উইকেটও এনে দিলেন রশিদ খান।

  • 19 May 2022 10:55 PM (IST)

    ১৫ ওভারে আরসিবির স্কোর ১২১/১

    • খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
    • ১৫ ওভারের খেলা শেষ।
    • একটি উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে আরসিবি।
    • ক্রিজে বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল।
  • 19 May 2022 10:51 PM (IST)

    দু'প্লেসি আউট

    ৪৪ রান করে মাঠ ছাড়লেন আরসিবি অধিনায়ক ফাফ দু'প্লেসি। রশিদ খান গুজরাতকে এনে দিলেন প্রথম সাফল্য।

  • 19 May 2022 10:27 PM (IST)

    ১০ ওভারে আরসিবির স্কোর ৮৬/০

    খেলা বাকি ১০ ওভারের। ম্যাচ জিততে আরসিবির শেষ ১০ ওভারে চাই ৮৩ রান।

  • 19 May 2022 10:24 PM (IST)

    বিরাটের হাফসেঞ্চুরি

    গুজরাতের বিরুদ্ধে ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি।

  • 19 May 2022 10:07 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র মধ্যে বিনা উইকেটে ৫৫ রান তুলেছে আরসিবি। বিরাট ব্যাট করছেন ৩৫ রানে। দু'প্লেসি রয়েছেন ১৫ রানে।

  • 19 May 2022 10:01 PM (IST)

    ৫ ওভারে আরসিবির স্কোর ৪৯/০

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৯ রান তুলেছে আরসিবি।
  • 19 May 2022 09:36 PM (IST)

    রান তাড়া করতে নামল আরসিবি

    টার্গেট ১৬৯। আরসিবির হয়ে রান তাড়া করতে নামলেন ফাফ দু'প্লেসি ও বিরাট কোহলি।

  • 19 May 2022 09:21 PM (IST)

    ১৬৮ রানে থামল গুজরাত

    নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছে গুজরাত টাইটান্স। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে আরসিবিকে তুলতে হবে ১৬৯ রান।

  • 19 May 2022 09:14 PM (IST)

    হার্দিকের হাফসেঞ্চুরি

    আরসিবির বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

  • 19 May 2022 09:06 PM (IST)

    রাহুল তেওয়াটিয়া ফিরলেন সাজঘরে

    পঞ্চম উইকেট হারাল গুজরাত। মাত্র ২ রান করে রাহুল তেওয়াটিয়া ফিরলেন সাজঘরে। জস হ্যাজেলউড আরসিবিকে এনে দিলেন পঞ্চম সাফল্য।

  • 19 May 2022 08:59 PM (IST)

    মিলার আউট

    ৩৪ রান করে ভানিন্দু হাসারঙ্গার শিকার হলেন ডেভিড মিলার। কট অ্যান্ড বোল্ড হয়ে মিলার ফিরলেন সাজঘরে।

  • 19 May 2022 08:48 PM (IST)

    ১৫ ওভারে গুজরাতের স্কোর ১১৮/৩

    • প্রথম ১৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ১৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে গুজরাত।
    • স্কোরবোর্ডে ১৫ ওভারে ১১৮ রান তুলেছে গুজরাত।
    • ক্রিজে হার্দিক পান্ডিয়া ও ডেভিড মিলার।
  • 19 May 2022 08:21 PM (IST)

    ১০ ওভারে গুজরাতের স্কোর ৭২/৩

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • শুরুর ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে গুজরাত।
    • স্কোরবোর্ডে ১০ ওভারে ৭২ রান তুলেছে গুজরাত।
  • 19 May 2022 08:12 PM (IST)

    ঋদ্ধি আউট

    ঋদ্ধিমান সাহার উইকেট তুলে নিলেন হর্ষল প্যাটেল। ফাফ দু'প্লেসির থ্রো-তে রান আউট হয়ে মাঠ ছাড়লেন ঋদ্ধি। ৩১ রান করে গেলেন পাপালি।

  • 19 May 2022 08:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে গুজরাত টাইটান্স। ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান সাহা ও হার্দিক পান্ডিয়া।

  • 19 May 2022 07:59 PM (IST)

    ম্যাক্সি ফেরালেন ওয়েডকে

    গ্লেন ম্যাক্সওয়েল তুলে নিলেন ম্যাথু ওয়েডের উইকেট। দ্বিতীয় উইকেট হারাল গুজরাত। ১৬ রান করে সাজঘরে ফিরলেন ম্যাথু।

  • 19 May 2022 07:53 PM (IST)

    ৫ ওভারে গুজরাতের স্কোর ৩৮/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • ১ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে গুজরাত।
    • ক্রিজে রয়েছেন ম্যাথু ওয়েড (১৬) ও ঋদ্ধিমান সাহা (২১)।
  • 19 May 2022 07:43 PM (IST)

    গিল আউট

    শুভমন গিলের উইকেট তুলে নিলেন জস হ্যাজেলউড। প্রথম উইকেট হারাল গুজরাত টাইটান্স। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন গিল।

  • 19 May 2022 07:30 PM (IST)

    গুজরাতের ইনিংস শুরু

    গুজরাত টাইটান্সের হয়ে ওপেনিংয়ে নামলেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল।

  • 19 May 2022 07:22 PM (IST)

    গুজরাতের প্রথম একাদশ

    গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, সাই কিশোর, রাহুল তেওয়াটিয়া, ম্যাথু ওয়েড, যশ দয়াল, রশিদ খান, মহম্মদ সামি, লকি ফার্গুসন।

  • 19 May 2022 07:21 PM (IST)

    আরসিবি জার্সিতে আজ অভিষেক সিদ্ধার্থের

    আজ সিদ্ধার্থ কৌলের জন্মদিন। আর জন্মদিনে আইপিএলে আরসিবি জার্সিতে অভিষেক হল সিদ্ধার্থ কৌলের।

  • 19 May 2022 07:20 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    এক নজরে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: ফাফ দু'প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহিপাল লোমলোর, শাহবাজ আহমেদ, ভানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, সিদ্ধার্থ কৌল ও জস হ্যাজেলউড।

  • 19 May 2022 07:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে আরসিবির বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

  • 19 May 2022 07:00 PM (IST)

    আজ কি জ্বলে উঠবে কোহলির ব্যাট?

    আজ গুজরাতের মুখে নামবে আরসিবি। আজকের ম্যাচে কি জ্বলে উঠবে বিরাট কোহলির ব্যাট?

  • 19 May 2022 06:40 PM (IST)

    প্রথম পর্বের সাক্ষাতের ফল

    চলতি আইপিএলে প্রথম পর্বের সাক্ষাতে আরসিবিকে ৬ উইকেটে হারিয়েছিল গুজরাত। ফলে আজ বিরাটদের সামনে বদলা নেওয়ার সুযোগ রয়েছে।

  • 19 May 2022 06:35 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে হার্দিকের গুজরাত। পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে আরসিবি। কোহলিদের নেট রান রেট -০.৩২৩।

Published On - May 19,2022 6:30 PM

Follow Us: