RCB vs MI, IPL 2021 Match 39 Result : মুম্বইকে হারিয়ে বড় জয় বিরাটের আরসিবির

| Edited By: | Updated on: Sep 26, 2021 | 11:24 PM

RCB vs MI Live Score: দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

RCB vs MI, IPL 2021 Match 39 Result : মুম্বইকে হারিয়ে বড় জয় বিরাটের আরসিবির
আরসিবির উইকেট পাওয়ার উচ্ছ্বাস (সৌজন্যে-টুইটার)

দুবাই: রবিবারের দ্বিতীয় মেগা ম্যাচ দুবাইতে। আইপিএলের (IPL) ৩৯তম ম্যাচে আজ মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পয়েন্ট টেবলের তিন নম্বর ও ছ’নম্বরে থাকা দুটি দলের লড়াই আজ।

দুবাইতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ক্যাপ্টেন রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে বিরাটের আরসিবি। মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬৬ রান। কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতে মুম্বইয়ের ওপেনিং জুটি ভালো করলেও ১৮.১ ওভারে থমকে গেল। ৫৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিলেন বিরাট কোহলিরা। রবি রাতে আরব দেশে হারের হ্যাটট্রিক আটকাল আরসিবি (RCB)।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 26 Sep 2021 11:17 PM (IST)

    ৫৪ রানে জিতল আরসিবি

    ১৮.১ ওভারে অল আউট মুম্বই। ৫৪ রানে ম্যাচ জিতে মরুশহরে কামব্যাক বিরাটের আরসিবির

  • 26 Sep 2021 11:12 PM (IST)

    বুমরা আউট

    ৫ রান করে আউট হলেন জসপ্রীত বুমরা

  • 26 Sep 2021 11:09 PM (IST)

    রাহুল চাহার আউট

    হার্ষালের প্যাটেলের বলে এলবিডব্লিউ হলেন রাহুল চাহার

  • 26 Sep 2021 11:06 PM (IST)

    পোলার্ড আউট

    ৭ রান করে হার্ষাল প্যাটেলর শিকার কায়রন পোলার্ড

  • 26 Sep 2021 11:03 PM (IST)

    হার্দিক আউট

    ৩ রান করে আউট হার্দিক পান্ডিয়া

  • 26 Sep 2021 10:57 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ৯৯/৫

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে মুম্বই তুলেছে ৯৯ রান

  • 26 Sep 2021 10:51 PM (IST)

    স্কাই আউট

    মহম্মদ সিরাজের বলে সূর্যকুমার যাদব আউট।

  • 26 Sep 2021 10:41 PM (IST)

    ক্রুণাল পান্ডিয়া আউট

    ৫ রান করে মাঠ ছাড়লেন ক্রুণাল পান্ডিয়া

  • 26 Sep 2021 10:30 PM (IST)

    ঈশান কিষাণ আউট

    ঈশান কিষাণের উইকেট হারাল মুম্বই

  • 26 Sep 2021 10:25 PM (IST)

    রোহিত শর্মা আউট

    ৪৩ রান করে সাজঘরে ফিরলেন মুম্বই অধিনায়ক

  • 26 Sep 2021 10:23 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৭৯/২

    খেলা বাকি ১০ ওভারের। মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ৮৭ রান

  • 26 Sep 2021 10:08 PM (IST)

    ডি কক আউট

    যুজবেন্দ্র চাহালের বলে আউট হলেন কুইন্টন ডি কক। ২৪ রানে আউট হলেন ডি কক।

  • 26 Sep 2021 10:04 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল মুম্বই। কোনও উইকেট না খুইয়ে ৬ ওভারে স্কোর বোর্ডে ৫৬ রান তুলেছে রোহিতের মুম্বই।

  • 26 Sep 2021 09:56 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৫১/০

    কোনও উইকেট না হারিয়ে এগিয়ে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ১১৫ রান

  • 26 Sep 2021 09:47 PM (IST)

    ৩ ওভারে মুম্বই ২৭/০

    ভালো শুরু মুম্বইয়ের

  • 26 Sep 2021 09:31 PM (IST)

    মুম্বইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক

  • 26 Sep 2021 09:15 PM (IST)

    ১৬৫ রানে থামল আরসিবি

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে বিরাটের আরসিবি। মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ১৬৬ রান।

  • 26 Sep 2021 09:12 PM (IST)

    শাহবাজ আহমেদ আউট

    মাত্র ১ রান করে বোল্টের শিকার হলেন শাহবাজ আহমেদ

  • 26 Sep 2021 09:07 PM (IST)

    এবিডি আউট

    ম্যাক্সওয়েলের পর এবিডির উইকেট তুলে নিলেন বুমরা। ১১ রান করে সাজঘরে ফিরলেন এবি

  • 26 Sep 2021 09:06 PM (IST)

    ম্যাক্সওয়েল আউট

    ক্রিজে জমে যাওয়া গ্লেন ম্যাক্সওয়েলকে সাজঘরে পাঠালেন জসপ্রীত বুমরা। ৫৬ রান করে আউট হলেন ম্যাক্সি

  • 26 Sep 2021 09:01 PM (IST)

    ম্যাক্সির হাফসেঞ্চুরি

    রোহিতদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল।

  • 26 Sep 2021 08:50 PM (IST)

    কোহলি আউট

    আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলির উইকেট তুলে নিলেন অ্যাডাম মিলনে। ৫১ রান করে সাজঘরে ফিরে গেলেন ভিকে

  • 26 Sep 2021 08:44 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ১১৯/২

    খেলা বাকি ৫ ওভারের।

  • 26 Sep 2021 08:42 PM (IST)

    বিরাটের হাফসেঞ্চুরি

    মুম্বইয়ের বিরুদ্ধে দুবাই স্টেডিয়ামে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।

  • 26 Sep 2021 08:26 PM (IST)

    আরসিবির শতরান

    ১২.১ ওভারে দলগত শতরান পূর্ণ করল আরসিবি

  • 26 Sep 2021 08:18 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৮২/২

    খেলা বাকি ১০ ওভারের।

    বিরাট (৪১*),  ম্যাক্সওয়েল (২*)

  • 26 Sep 2021 08:13 PM (IST)

    কেএস ভরত আউট

    শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন। ৩২ রান করে সাজঘরে ফিরলেন ভরত। আরসিবিকে দ্বিতীয় ধাক্কা দিলেন রাহুল চাহার

  • 26 Sep 2021 07:58 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ৪৮ রান।

    বিরাট কোহলি ৩১* , কেএস ভরত ১৩*

  • 26 Sep 2021 07:55 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৪৪/১

    দ্বিতীয় ওভারে পাড়িক্কালের উইকেট হারিয়ে এগিয়ে চলেছে আরসিবি।

  • 26 Sep 2021 07:49 PM (IST)

    বিরাটের মাইলস্টোন

    মুম্বইয়ের বিরুদ্ধে আজ টি-২০ ক্রিকেটে বিরাটের ১০ হাজার পূর্ণ হল।

  • 26 Sep 2021 07:46 PM (IST)

    ৩ ওভারে আরসিবি ১৫/১

    দ্বিতীয় ওভারেই পাড়িক্কালের উইকেট হারিয়ে ফেলেছে আরসিবি

  • 26 Sep 2021 07:39 PM (IST)

    দেবদত্ত পাড়িক্কাল আউট

    কোনও রান না করেই সাজঘরে ফিরে গেলেন আরসিবি ওপেনার দেবদত্ত পাড়িক্কাল

  • 26 Sep 2021 07:31 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল

  • 26 Sep 2021 07:19 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: কুইন্টন ডি’কক (উইকেটকিপার), ঈশান কিষাণ, রোহিত শর্মা(অধিনায়ক), কায়রন পোলার্ড, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে এবং জশপ্রীত বুমরা।

  • 26 Sep 2021 07:15 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রোহিতের বিরুদ্ধে আজ তিন পরিবর্তন বিরাটের দলে।

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), কেএস ভরত, এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, ড্যান ক্রিশ্চিয়ান, কাইল জেমিসন, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 26 Sep 2021 07:05 PM (IST)

    আরসিবির বিরুদ্ধে হার্দিক ফিরলেন

    মুম্বইয়ের প্রথম একাদশে ফিরলেন হার্দিক পান্ডিয়া

  • 26 Sep 2021 07:03 PM (IST)

    টস আপডেট

    টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

  • 26 Sep 2021 06:41 PM (IST)

    নজরে রোহিত-বিরাট দ্বৈরথ

  • 26 Sep 2021 06:38 PM (IST)

    মাইলস্টোনের সামনে ম্যাক্সি

    আইপিএলে ২৫০টি বাউন্ডারি থেকে ৯ বাউন্ডারি দূরে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল

Published On - Sep 26,2021 6:31 PM

Follow Us: